Parental Control সেটিং এর মাধ্যমে চিন্তামুক্ত হতে পারবেন আপনিও, বাচ্চাদের ফোন দেওয়ার আগে অবশ্যই এই সেটিংটি এক্টিভ করুন

Highlights

  • Parental Control শিশুদের ফোন অ্যাক্সেস সীমিত করবে।
  • আপনি সিলেক্ট করতে পারবেন যে বাচ্চারা ফোনে কী খুলবে আর কী খুলবে না।
  • এর মাধ্যমে শিশুদের স্ক্রিন টাইম এবং ইন্টারনেট ব্রাউজার নিয়ন্ত্রণ করা যায়।

বাচ্চাদের স্মার্টফোন দেওয়ার সময়, অন্য কাউকে কল করে ফেলা বা গুরুত্বপূর্ণ ডেটা, ফাইল, ফটো এবং কনট্যাক্ট ডিলিট করে ফেলার ভয় থাকে। কিন্তু বাচ্চারা মোবাইল দেখার সাথে সাথে গেম খেলা এবং ভিডিও দেখার জন্য জেদ শুরু করে। আপনার ক্ষেত্রেও যদি এমনটা হয়ে থাকে, তাহলে ফোনে উপস্থিত Parental Control সেটিং টি আপনার জন্য ভীষণ কাজে আসতে পারে। Parental Control সেটিং কী, এটি কীভাবে কাজ করে এবং এর সুবিধাগুলি কী সেইসব কিছু আপনাদের এই পোস্টে জানানো হল। আরও পড়ুন: লিক হল OnePlus Pad-এর দাম, ভারতে এই মাস থেকেই শুরু হতে পারে সেল

Parental Control কি?

সহজ ভাষায় বললে Parental Control হল এমন একটি সেটিং যার মাধ্যমে যেকোনো স্মার্টফোন ইউজার সিদ্ধান্ত নিতে পারে যে অন্য ব্যক্তি মোবাইলে কী কী জিনিস ব্যবহার করতে পারবে আর কী পারবে না। মোবাইল ইউজার তাদের ফোনে উপস্থিত অ্যাপস এবং ডকুমেন্ট লক রাখতে পারে যেটা অন্য কেউ দেখতে বা খুলতে পারবে না।

স্মার্টফোনে Parental Control রাখার পিছনে মূল উদ্দেশ্য হল আপনি যদি আপনার বাচ্চাকে মোবাইল ফোন ব্যবহার করতে দেন, তাহলে আপনি আগে থেকেই বেছে নিতে পারেন যে আপনার বাচ্চা ফোনে কোন কোন অ্যাপ ব্যবহার করতে পারবে, আর কোনগুলো পারবে না ইত্যাদি। আরও পড়ুন: ভারতে POCO F5 Pro নয়, শুধু POCO F5 স্মার্টফোনই লঞ্চ হবে! জেনে নিন কারণ

স্মার্টফোনে Parental Control এক্টিভ করার পদ্ধতি

1. প্রথমে আপনার স্মার্টফোনের Settings এ যান।

2. এখানে নিচে স্ক্রোল করলে আপনি Parental Control এর অপশন পাবেন। এছাড়াও, আপনি সরাসরি সার্চও করতে পারেন।

3. সেট আপ Parental Control-এ ক্লিক করুন।

4. এখানে আপনাকে আপনার বাচ্চার জন্য একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে বলা হবে, তাই একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করুন, আর যদি আগে থেকেই জিমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে সেটি লিখুন।

5. অ্যাকাউন্ট ডিটেইলস দেওয়ার পরে, ফোনের পাসওয়ার্ড জিজ্ঞাসা করা হবে, পাসওয়ার্ড দিয়ে বাচ্চাকে স্পেসিফিক ইউজার বানিয়ে দিন।

Parental Control-এর ব্যবহার

  • App Access

Parental Control এর মাধ্যমে চাইল্ড প্রোফাইল এক্টিভ করার পরে একটি সম্পূর্ণ তালিকা খুলবে যেখানে ফোনে উপস্থিত সব অ্যাপের তালিকা থাকবে। এই তালিকা থেকে আপনি সিলেক্ট করতে পারবেন যে আপনার বাচ্চাকে আপনি কোন কোন অ্যাপের অ্যাক্সেস দিতে চান এবং কোন কোন অ্যাপের অ্যাক্সেস দিতে চান না।

  • Screen Time

App Access এর পাশাপাশি Screen Time সেট করারও একটি অপশন থাকবে, যেখানে আপনি বেছে নিতে পারবেন যে কোন অ্যাপ বা কোন গেম কত মিনিট বা ঘন্টা খেলা যাবে।

  • Internet Access

এই সেটিং এর মাধ্যমে Internet Access কন্ট্রোলের অপশনও দেওয়া হয়। এই অপশনের মাধ্যমে ইন্টারনেট ব্রাউজিং এ হওয়া এক্টিভিটি নিয়ন্ত্রণ করা যায়।

Parental Control এর সুবিধা

1. বাচ্চারা যেই স্মার্টফোন ব্যবহার করছে সেটা সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করা যায়।

2. ইন্টারনেটে কী সার্চ হচ্ছে সেটা ট্র্যাক করা যায়, সেইসাথে অনুপযুক্ত কনটেন্ট ব্লক করা যায়।

3. ইন্টারনেট ডেটা ব্যবহারের সময় আগে থেকেই শিডিউল করা যেতে পারে।

4. অবাঞ্ছিত গেমগুলিও ব্লক করা যেতে পারে।

5. শিশু যদি বাড়ির বাইরে যায় তাহলে তার রিয়েল টাইম লোকেশন ট্র্যাক করা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here