লঞ্চ হল প‍্যানাসনিকের প্রথম নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন এলুগা এক্স1 ও এলুগা এক্স1 প্রো, জেনে নিন ফোনদুটির বিশেষত্ব

টেক কোম্পানি প‍্যানাসনিক আজ ইন্ডিয়ান মার্কেটে একসাথে দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এলুগা এক্স1 ও এলুগা এক্স1 প্রো লঞ্চ করা হয়েছে। এই ফোনদুটির হাত ধরে প‍্যানাসনিক আজ নচ ডিসপ্লে সেগমেন্টে এন্ট্রি নিয়েছে। কোম্পানির এই স্মার্টফোনদুটি বেজল লেস নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে যা লুকের দিক থেকে অত‍্যন্ত সুন্দর ও আকর্ষণীয়।

প‍্যানাসনিক এলুগা এক্স1 ও এলুগা এক্স1 প্রো ফোনদুটিকে কোম্পানি 19:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস নচ ডিসপ্লের সঙ্গে পেশ করেছে। ফোনদুটি স্টীল ইউনিবডি ডিজাইনে তৈরী এবং এতে 6.18 ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে যা ফুল এইচডি+ রেজলিউশন সাপোর্ট করে। ডিসপ্লেকে আঘাতের হাত থেকে বাচাতে 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্ট করা হয়েছে।

প‍্যানাসনিক এলুগা সিরিজের নতুন ফোন অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি60 চিপসেটে রান করে। এলুগা এক্স1 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল মেমরিসহ লঞ্চ করা হয়েছে এবং এলুগা এক্স1 প্রোতে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। দুটি স্মার্টফোনের মেমরিই মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যাবে।

এলুগা এক্স1 ও এক্স1 প্রোতে ফোটোগ্ৰাফির জন্য ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে 16 মেগাপিক্সেলের প্রাইমারি ও 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর আছে। এক‌ই ভাবে ফোনদুটির ফ্রন্ট প‍্যানেলে 16 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে এআই টেকনিক দেওয়া হয়েছে এবং এতে বিউটি ফিল্টার ও আকর্ষণীয় মোড ফোটোকে আরও আক‍র্ষণীয় করে তোলে।

প‍্যানাসনিক এলুগা এক্স1 ও এক্স1 প্রো 4জি ও ডুয়েল সিমের সঙ্গে বেসিক কানেক্টিভিটি সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে। এতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 3,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। কোম্পানি এক্স1 প্রোতে ওয়ারলেস চার্জিং ফিচার যোগ করেছে।

দাম ও সেল
প‍্যানাসনিক এলুগা এক্স1 22,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং এলুগা এক্স1 প্রো 26,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ফোনদুটি অনলাইন শপিং সাইটের সঙ্গে সঙ্গে অফলাইন রিটেইল স্টোর থেকেও কেনা যাবে। আগামী 10ই অক্টোবর থেকে প‍্যানাসনিক এলুগা এক্স1 ও এক্স1 প্রোর সেল শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here