Oppo গড়তে চলেছে মোবাইল ফোটোগ্রাফির নতুন ইতিহাস, ভারতে তৈরি করেছে ইনোভেশন ল‍্যাব

ভারত প্রত‍্যেকটি স্মার্টফোন কোম্পানির কাছেই একটি যথেষ্ট গুরুত্বপূর্ণ মার্কেট। এই কারণে প্রায় প্রতিটি কোম্পানি ভারতীয় ইউজারদের প্রয়োজনের কথা মাথায় রেখে স্মার্টফোন তৈরি করছে। এছাড়াও বিভিন্ন কোম্পানি ভারতের মার্কেটে বিপুল পরিমাণ অর্থরাশি বিনিয়োগ‌ও করছে। এবার চাইনিজ স্মার্টফোন কোম্পানি ওপ্পো ভারতে তাদের হায়দরাবাদে অবস্থিত রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে নতুন ক‍্যামেরা ইনোভেশন ল‍্যাব স্থাপন করেছে। এখানে কোম্পানি ইউজারদের ছোট থেকে বড় সমস্ত প্রয়োজন মেটানোর জন্য ক‍্যামেরা সফটওয়্যার তৈরি করবে।

আরও পড়ুন: 8GB RAM, 108MP ক‍্যামেরা এবং Android 13 আপডেটের সঙ্গে ভারতে লঞ্চ হল Motorola Edge 20 Fusion

ডেভেলপ হবে ক‍্যামেরা সফটওয়্যার

ওপ্পো তাদের এই ইনোভেশন ল‍্যাবে বিশেষ করে ইন্ডিয়ান ইউজারদের জন্য এআই ক‍্যামেরা সলিউশনে কাজ করবে। এছাড়াও ডেভেলপ করা হবে ইমেজিং সফটওয়্যার। কোম্পানি একটি প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছে ওপ্পো নাইট ভিডিওগ্ৰাফি, বিভিন্ন লাইট কন্ডিশন এবং লাইট টেম্পারেচারে ইউজারদের ফোটো ক্লিক করার সমস্যার সমাধান করার জন্য নতুন ক‍্যামেরা সফটওয়্যারে বিশেষ ভাবে জোর দেবে।

Oppo India এর ভাইস প্রেসিডেন্ট এবং R&D হেড তসলিম আরিফ এই ক‍্যামেরা ইনোভেশন ল‍্যাব সম্পর্কে জানিয়েছেন কোম্পানি তাদের ইউজারদের ক‍্যামেরা এক্সপেরিয়েন্স ইম্প্রুভ করার জন্য কাজ করছে। ওপ্পো এই মুহূর্তে গ্লোবাল সলিউশনকে রিজিওনাল লেভেলে আনতে এবং নতুন সলিউশন তৈরি করে সেটি গ্লোবাল মার্কেট পর্যন্ত পৌঁছাতে চাইছে। তিনি আরও জানিয়েছেন কোম্পানি হায়দরাবাদের এই সেন্টারের মধ্য দিয়ে শুধুমাত্র ভারতীয় ইউজার নয় বরং মধ্য-পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, আফ্রিকা, জাপানের পাশাপাশি ইউরোপীয় দেশগুলির জন্য ইনোভেশন তৈরি করবে।

আরও পড়ুন: Motorola লঞ্চ করল ভারতের সবচেয়ে পাতলা এবং হালকা 5G স্মার্টফোন Motorola Edge 20, এতে রয়েছে 108MP ক‍্যামেরা

কোম্পানির এই ক‍্যামেরা ইনোভেশন ল‍্যাবে ভিডিও, স্টিল ফোটোগ্রাফি এবং ফুল ডায়মেনশন ফিউশন (এফডিএফ) পোর্ট্রেট ভিডিও সিস্টেম টেকনোলজি নিয়ে রিসার্চ করবে। এক কথায় এই ল‍্যাব ইউজারদের ক‍্যামেরা এক্সপেরিয়েন্স একেবারে বদলে দিতে চলেছে। ওপ্পো ইন্ডিয়ার ক‍্যামেরা ডিভিশনের প্রধান জানিয়েছেন তারা আধুনিক ডিভাইসে রিয়ালিস্টিক ডেটাসেট জেনারেট এবং টিউন করবেন। এর ফলে আগের চেয়ে হাই কোয়ালিটি ক‍্যামেরা ইমেজিং এবং ভিডিও শুটিং সলিউশন পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here