একদম অন্য ধরনের সেলফি ক‍্যামেরা ডিজাইনের সঙ্গে ভারতে এলো Oppo Reno, 10X জুমের সঙ্গে এতে আছে অসাধারণ ফিচার

চীনের টেক কোম্পানি Oppo কিছু দিন আগে তাদের নতুন স্মার্টফোন সিরিজ Reno চীনে লঞ্চ করেছিল, যা আজ ভারতে লঞ্চ করা হয়েছে। এই সিরিজে কোম্পানি Oppo Reno ও Oppo Reno 10X Zoom এডিশন লঞ্চ করেছে।

ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হলো Vivo Y15, দাম 13,990 টাকা

Oppo Reno স্ট‍্যান্ডার্ড ভার্সনে কোম্পানি কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 710 SoC ও Oppo Reno 10X Zoom এডিশনে কোয়ালকমের লেটেস্ট টপ নচ স্ন‍্যাপড্রাগন 855 প্রসেসর দেওয়া হয়েছে। দুটি ফোনেই অল স্ক্রিন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও wedge শেপযুক্ত (শার্ক ফিন পপ আপ) পপ আপ সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে।

দাম ও সেল
Oppo Reno 10X Zoom এডিশনের 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 39,990 টাকা ও 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 49,990 টাকা রাখা হয়েছে। অপরদিকে Oppo Reno স্ট‍্যান্ডার্ড ভার্সনের 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 32,990 টাকা। ফোনদুটি ই-কমার্স সাঈট ফ্লিপকার্টে 7 জুন থেকে সেল করা হবে। ফোনগুলির প্রিঅর্ডার 28 মে থেকে শুরু হবে।

এক কোটির চেয়েও বেশি Redmi Note 7 সিরিজ বেচে শাওমি গড়লো দুর্দান্ত রেকর্ড

বিশেষ ক‍্যামেরা ডিজাইন
এই দুটি ফোনেই ফুল ভিউ ডিসপ্লে দেওয়া হয়েছে এবং সেলফি ক‍্যামেরার জন্য একটি নতুন ধরনের পপ আপ ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই নতুন ক‍্যামেরার নাম “শার্ক ফিন পপ আপ” দেওয়া হয়েছে। এতদিন পপ আপ ক‍্যামেরা চৌকো আকারের হতো, যা সেলফি তোলার সময় ফোন বডির বাইরে বেরিয়ে আসতো। কিন্তু Oppo Reno এর পপ আপ ক‍্যামেরা যথেষ্ট আলাদা। এই পপ আপ ক‍্যামেরা তিনকোণা আকারের এবং ওপরের প‍্যানেলে লম্বা স্লাইডে দেওয়া হয়েছে। সেলফির কম‍্যান্ড দিলে এই পপ আপের একটি সাইড শুধু ওপরে উঠে আসে এবং এই সাইডেই সেলফি ক‍্যামেরা সেন্সর আছে।

Oppo Reno 10X Zoom এডিশন স্পেসিফিকেশন
Oppo Reno 10X Zoom এডিশনে 6.6 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যার স্ক্রিন রেজলিউশন 2340 × 1080 পিক্সেল এবং এটি কর্নিং গোরিলা গ্লাস 6 দিয়ে প্রোটেক্ট করা হয়েছে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে তিনটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। Oppo Reno 10X Zoom এডিশনের ব‍্যাক প‍্যানেলে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেল সেকেন্ডারি শুটার ও এফ/3.0 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেল থার্ড স্ন‍্যাপার দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর আছে। অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত এই ফোনটি কালার ওএস 6 এর সঙ্গে কাজ করে এবং এতে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটসহ পেশ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে ভিওওসি 3.0 ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 4,065 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আগামী মাসে লঞ্চ হতে পারে Samsung Galaxy M40, দাম 25,000 টাকার কাছাকাছি

এই ফোনটি 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি এবং 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি মেমরির দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে 4জি এলটিই, ডুয়েল সিম স্লট, ডুয়েল ব‍্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0, ইউএসবি টাইপ সি পোর্ট ও এ-জিপিএস আছে।

Oppo Reno স্ট‍্যান্ডার্ড ভার্সন স্পেসিফিকেশন
Oppo Reno স্ট‍্যান্ডার্ড ভার্সনে 6.4 ইঞ্চির সম্পূর্ণ বেজল লেস ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে কোনো নচ দেওয়া হয়নি। এই ফোনের সেলফি ক‍্যামেরা একদম নতুন ধরনের। পপ ক‍্যামেরা হলেও তিনকোণা হয়ে ওঠে। এতে সেলফি ও ভিডিও কলের জন্য 16 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে 48 মেগাপিক্সেল (IMX586) + 5 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে।

Google Pixel 3 XL এ পাওয়া যাচ্ছে 28,000 টাকার ছাড়, জেনে নিন কিভাবে পাবেন

এই ফোনটি স্ন‍্যাপড্রাগন 710 চিপসেটে রান করে। অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে এই ফোনটি কালার ওএস 9 এ কাজ করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,765 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। কোম্পানি ফোনটির 6 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল মেমরি ভেরিয়েন্ট এবং 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here