28 আগস্ট OPPO Reno 2 এর সঙ্গে লঞ্চ হবে Reno 2Z এবং Reno 2F, তিনটি ফোনেই থাকবে 48 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক‍্যামেরা

OPPO আগামী 28 আগস্ট ভারতে একটি বড়ো ইভেন্টের আয়োজন করতে চলেছে এবং এই ইভেন্টের মঞ্চেই কোম্পানি Reno 2 সিরিজ পেশ করবে। কোম্পানি আগেই জানিয়েছে যে OPPO Reno 2 সিরিজে কোয়াড রেয়ার ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন পেশ করা হবে যা 20X Zoom সাপোর্ট করবে। এবার একটি নতুন মিডিয়া রিপোর্ট থেকে OPPO Reno 2 সিরিজে লঞ্চ হতে চলা তিনটি স্মার্টফোনের নাম জানা গেছে। এম‌এসপি তাদের রিপোর্টে বলেছে আগামী 28 আগস্ট OPPO Reno 2 সিরিজে OPPO Reno 2, Reno 2Z এবং Reno 2F নামে তিনটি স্মার্টফোন লঞ্চ করা হবে। এই রিপোর্টে তিনটি স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কেও বলা হয়েছে।

5,000 এম‌এএইচের ব‍্যাটারী ও 4 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হবে Xiaomi Redmi 8A, লঞ্চের আগেই লিক হলো স্পেসিফিকেশন

OPPO Reno 2
পেশ হ‌ওয়া রিপোর্ট অনুযায়ী OPPO Reno 2 6.5 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লেসহ পেশ করা হবে যা 20:9 আসপেক্ট রেশিওযুক্ত হবে। এই ফোনটি কোম্পানি ইন।ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে পেশ করা হবে এবং ফোনটির ফ্রন্ট প‍্যানেলে গোরিলা গ্লাস 6 ও ব‍্যাক প‍্যানেলে গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকবে। রিপোর্ট অনুযায়ী এই ফোনটি 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজসহ পেশ করা হবে যা কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730জি চিপসেটে রান করবে।

ফোটোগ্ৰাফির জন্য OPPO Reno 2 তে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি Sony IMX586 লেন্স, 8 মেগাপিক্সেলের 116 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2X Optical Zoom ক্ষমতাসম্পন্ন 13 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হতে পারে। এক‌ই ভাবে সেলফির জন্য এতে সেলফি ও ভিডিও কলের জন্য 16 মেগাপিক্সেলের শার্ক ফিন পপ আপ ক‍্যামেরা দেওয়ার কথাও লিক থেকে জানা গেছে। রিপোর্ট অনুযায়ী OPPO Reno 2 তে VOOC 3.0 ফ্ল‍্যাশ চার্জ টেকনিকযুক্ত 4,000 এম‌এএইচের ব‍্যাটারী থাকবে।

Realme 5 Pro লঞ্চের আগে 1,000 টাকা দাম কমলো Realme 3 Pro এর দাম, জেনে নিন নতুন দাম

OPPO Reno 2Z
লিক থেকে জানা গেছে OPPO Reno 2Z ফোনটিতে 6.53 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে থাকবে যা কর্নিং গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্ট করা হবে। এই মডেলটিও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত হবে। লিক অনুযায়ী OPPO Reno 2Z 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরির সঙ্গে পেশ করা হবে যা মিডিয়াটেক হেলিও পি90 চিপসেটে রান করবে।

এই ফোনটির ব‍্যাক প‍্যানেলে 48 মেগাপিক্সেলের প্রাইমারি Sony IMX586 ক‍্যামেরা সেন্সর, 8 মেগাপিক্সেলের 119 ডিগ্রি আল্ট্রা ওয়াইড লেন্সের সঙ্গে দুটি 2 মেগাপিক্সেলের সেন্সর দেওয়ার কথা লিক থেকে জানা গেছে। OPPO Reno 2Z এর ফ্রন্ট প‍্যানেলে 16 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হতে পারে। লিক অনুযায়ী এই ফোনটিও VOOC 3.0 ফ্ল‍্যাশ চার্জ টেকনিকযুক্ত 4,000 এমএএইচের ব‍্যাটারী সাপোর্ট করবে।

কিভাবে বিনামূল্যে পাবেন জিওর 4K LED TV?

OPPO Reno 2F
লিকে OPPO Reno 2F ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে খুব বেশি কিছু বলা হয়নি তবে এটুকু বলে দেওয়া হয়েছে যে এই ফোনটিতেও কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে যার মধ্যে 48 মেগাপিক্সেলের Samsung ISOCELL Bright GM1 সেন্সর থাকবে। লিক অনুযায়ী OPPO Reno 2 সিরিজের সবকটি স্মার্টফোন‌ই অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে কালার ওএস 6.1 এর সঙ্গে লঞ্চ করা হবে যা অ্যান্ড্রয়েড 10 কিউয়ের আপডেটের সঙ্গে পেশ করা হবে।

দাম
OPPO Reno 2 সিরিজের দাম সম্পর্কে লিক থেকে জানা গেছে যে OPPO Reno 2 এর দাম 35,000 টাকার কাছাকাছি হতে পারে। এক‌ই ভাবে Oppo Reno 2Z 25,000 টাকা এবং Oppo Reno 2F 20,000 টাকার কাছাকাছি দামে লঞ্চ করা হতে পারে। তবে OPPO Reno 2 সিরিজের ফোনগুলির সঠিক স্পেসিফিকেশন ও দাম জানার জন্য 28 আগস্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here