ওপ্পো আনতে চলেছে একদম নতুন “কে সিরিজ”, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে 10ই অক্টোবর লঞ্চ হবে ওপ্পো কে1

ওপ্পো কিছু দিন আগে ওপ্পো এফ9 প্রো ফোনটির মধ্য দিয়ে ভারতে প্রথম ওয়াটারড্রপ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন লঞ্চ করেছে। ওপ্পোর পর ভিভো ভি11 প্রো ও রিয়েলমি 2 প্রোর মাধ্যমে এদেশে “ভি” শেপের নচযুক্ত স্মার্টফোনের সংখ্যা বাড়িয়েছে। এখন ওপ্পো আরও একবার নতুন স্মার্টফোন সম্পর্কে ঘোষণা করে দিয়েছে। ওপ্পো সোশ্যাল মিডিয়ায় তাদের পরবর্তী স্মার্টফোনের টিজার জারি করে দিয়েছে। এই ফোনটি ওয়াটারড্রপ ডিসপ্লে ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে আগামী 10ই অক্টোবর লঞ্চ করা হবে।

ওপ্পোর এই আগামী ফোনটি “কে” সিরিজের প্রথম স্মার্টফোন হবে যা ওপ্পো কে1 নামে লঞ্চ করা হবে। ওপ্পো আপাতত ফোনটির নামের সঙ্গে এর কোনো স্পেসিফিকেশন ঘোষণা করেনি কিন্তু ওপ্পো কে1 চীনা সার্টিফিকেশন সাইট টেনাতে লিস্টেড হয়ে গেছে। টেনাতে ফোনটি দুটি মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে যার সঙ্গে ওপ্পো কে1 এর স্পেসিফিকেশন সম্পর্কিত তথ‍্য‌ও দেওয়া হয়েছে।

টেনাতে ওপ্পোর নতুন ফোনের মডেল নাম্বার পিবিসিএম10 ও পিবিসিএম30 বলা হয়েছে। বলা হচ্ছে যে একটি মডেলে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ দেওয়া হবে এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি দেওয়া হবে। টেনার তথ্য অনুযায়ী ওপ্পো কে1 ফোনটি 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.4 ইঞ্চির এমোলেড ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে। এই ফোনেও এফ9 প্রোর মতো “ভি” শেপের ওয়াটারড্রপ ডিসপ্লে দেখা যাবে।

ওপ্পো কে1 এর ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে টেনাতে বলা হয়েছে যে এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে পেশ করা হবে এবং এর সঙ্গে 1.95 গিগাহার্টসের ক্লক স্পীড প্রসেসরের সঙ্গে রান করবে। ফোটোগ্ৰাফির জন্য ফোনটির ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেখা যাবে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে 16 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে এবং ফ্রন্ট প‍্যানেলে 25 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেখা যেতে পারে।

ওপ্পো কে1 এ বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 3500 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হতে পারে। টেনাতে ওপ্পো কে1 এর যে ফোটো দেওয়া হয়েছে তাতে ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি। মনে করা হচ্ছে এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। যতদিন না ফোনটি অফিসিয়ালি লঞ্চ হচ্ছে ততদিন ফোনটির স্পেসিফিকেশন সঠিক ভাবে বলা সম্ভব নয়। আগামী 10ই অক্টোবর ওপ্পো কে1 চীনা বাজারে লঞ্চ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here