লঞ্চের আগে জেনে নিন Oppo Find X3 Pro, X3 Neo, and X3 Lite এর লুক আর সব স্পেসিফিকেশন্স, 11মার্চ হবে এর চমকদার এন্ট্রি

Oppo এর সম্বন্ধে অনেক দিন ধরেই শোনা যাচ্ছে যে কোম্পানি তাদের নতুন Oppo Find X3 series এর লঞ্চ করতে চলেছে। কোম্পানি এই সিরিজের লঞ্চ তারিখ বিগত কয়েক দিনের মধ্যে ঘোষণা করেছে। কোম্পানি তাদের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে টুইট করে জানিয়েছে আগামী 11 মার্চ এই সিরিজটি আসতে চলেছে। ওপ্পো ফাইন্ড এক্স 3 সিরিজের অর্ন্তগত থাকবে 3টি হ‍্যান্ডসেট, সেগুলি হলো Oppo Find X3 Pro 5G, Oppo Find X3 Neo 5G আর Oppo Find X3 Lite 5G। লঞ্চের আগেই Oppo Find X3 Series Mobiles এর ডিজাইন আর ফুল স্পেসিফিকেশন্স সম্বন্ধিত রিপোর্ট। আসুন সেই রিপোর্টে দৃষ্টিপাত করা যাক।

আরও পড়ুন: ব্র‍্যান্ডের প্রথম 5G স্মার্টফোন হতে চলেছে POCO F3, সুন্দর স্পেসিফিকেশনের সঙ্গে ভারতে হবে লঞ্চ

OPPO Find X3 series এর অর্ন্তগত থাকবে 3টি ফোন

Find X3 series এর ভিতরে 3 টি স্মার্টফোন লঞ্চ করা হবে যেভাবে গত বছর ফাইন্ড এক্স 2 সিরিজে তিনটে মডেল পেশ টরা হয়েছিল। এই নতুন সিরিজের মধ্যে Find X3 Pro কে ফ্ল‍্যাগশিপ ক‍্যাটাগরি, X3 Neo কে মিড-রেঞ্জ আর X3 লাইটকে বাজেট অপশনে আনা হবে।

কখন শুরু হবে উদ্ভোধনী লাইভ ইভেন্ট

ভারতীয় সময় অনুযায়ী বিকেল 5 টায় শুরু হবে উদ্ভোধনী লাইভ ইভেন্ট। Oppo Find X3 সিরিজের লঞ্চ তারিখ সহ পোস্টারে Awaken Colour শব্দের ব‍্যবহার হয়েছে আর পোস্টারে উপস্থিত একটি ফোটোতে ফ্ল‍্যাগশিপ ডিসপ্লেও দেখা যাচ্ছে। টিজার পোস্টারে দেখা ডিসপ্লেতে একটি ব‍্যান্ড দেখা যাচ্ছে, এর থেকে আশা করা যাচ্ছে স্মার্টফোনটিতে bendable display থাকতে পারে।

আরও পড়ুন: Apple iPhone অর্ডার করে হাতে এল Apple Juice! জেনে নিন পুরো ঘটনা

Oppo Find X3 Pro ডিজাইন, স্পেসিফিকেশন্স আর কালার অপশন

WinFuture.de Oppo Find X3 Pro, Oppo Find X3 Neo আর Oppo Find X3 Lite এর রেন্ডার্সের স্পেসিফিকেশন্সের তথ‍্য‌ও দিয়েছে। সর্বপ্রথম Oppo Find X3 Pro এর কথা বলা হলে এতে পাঞ্চ-হোল ডিসপ্লে থাকবে যা টপ লেফ্ট কর্নার এ দেখা যাবে। এছাড়াও এতে কোয়ার্ড এজ ও থাকবে। রিয়ারে ইউনিক স্কোয়ার শেপের চার ক‍্যামেরার মডিউল সেটাপ থাকবে। কালার অপশন হিসেবে ফোনটিকে সিলভার আর ব্লু কালারে পেশ করা হবে।

এই ফোনের স্পেসিফিকেশন্সের কথা বললে Oppo Find X3 Pro তে Android 11-বেস্ট ColorOS 11.2 সফ্টওয়্যার থাকবে। আশা করা যাচ্ছে ফোনে 6.7-ইঞ্চি QHD+ (1,440×3,216 পিক্সেল) AMOLED ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, 526ppi পিক্সেল ডেন্সিটি, কর্নিং গোরিলা গ্লাস 5 আর HDR 10+ স্পেসিফিকেশন্স থাকবে। ফোনে প্রসেসিং পাওয়ার এর জন্য Snapdragon 888 SoC দেওয়া থাকবে। এটূকুই না ফোনে 12GB র‍্যাম আর 256GB এর স্টোরেজ‌ও থাকবে।

ফোটোগ্রাফির জন্য ফোনে 50 মেগাপিক্সেলের প্রধান সোনি IMX766 ক‍্যামেরা (f/1.8 এপার্চার,PDAF,OIS),50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স (f/2.2 এপার্চার), 13 মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স (f/2.4এপার্চার) আর 5 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স (f/3.0 এপার্চার) থাকবে। ফোনে ক‍্যামেরা সুবিধার মধ্যে থাকছে 5x হাইব্রিড।জুম, 20x ডিজিটাল জুম অবস্থিত থাকবে। এছাড়াও ফ্রন্টে f/2.4 এপার্চার এর 32 মেগাপিক্সেলের সেল্ফি ক‍্যামেরা দেওয়া থাকবে।

এছাড়া ওপ্পো ফাইন্ড এক্স 3 প্রো তে 65 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাথে 4,500 mah এর ব‍্যাটারি থাকবে। এই ফোনে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার থাকবে আর ডুয়াল সিম স্লট সুবিধা এর সাথে একটি অতিরিক্ত ই-সিম স্লট ও সাপোর্ট করবে।

আরও পড়ুন: বিশ্বের প্রথম 18 জিবির স্মার্টফোন 10 মার্চ লঞ্চ হতে চলেছে, 6,000 এম‌এএইচ এর ব‍্যাটারি ও থাকবে সাথে

Oppo Find X3 Neo এর ডিজাইন, স্পেসিফিকেশন্স আর কালার অপশন

Oppo Find X3 Neo এর কথা বলা হলে কোম্পানি এটিকে পাঞ্চ হোল ডিসপ্লে এর সাথে কোয়াড এজ এর সাথে লঞ্চ করতে পারে। ফোনের রিয়ারে রেক্টাঙ্গুলার ক‍্যামেরা সেটাপ থাকবে। মডিউল এ চারটি ক‍্যামেরা ও তিনটি সেন্সর থাকবে। এছাড়া শোনা যাচ্ছে ফোনটি ব্ল‍্যাক আর সিলভার কালারে পেশ করা হবে।

ফোনে 6.5-ইঞ্চির full-HD+ (1,080×2,400 পিক্সেল) AMOLED ডিসপ্লে দেওয়া যেতে পারে যা 90Hz রিফ্রেশ রেট, কর্নিং গোরিলা গ্লাস 5 আর HDR 10+ সাপোর্ট করবে। আশা করা যাচ্ছে ফোনটি Snapdragon 865 SoC এর সাথে 12GB র‍্যাম আর 256GB স্টোরেজ এ কাজ করবে।

ওপ্পো ফাইন্ড এক্স 3 নিয়ো এর রিয়ারে কোয়াড ক‍্যামেরা সেটাপ দেখা যাবে, যার মধ্যে এফ /1.7 এপার্চার এর সাথে 50 মেগাপিক্সেলের প্রধান ক‍্যামেরা, এফ/2.2 এপার্চার এর সাথে 16 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক‍্যামেরা, এফ/2.4 এপার্চার আর 5x অপ্টিকাল জুমের সাথে 13 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স আর এফ /2.4 এপার্চার এর সাথে 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স থাকবে। ফোনের ফ্রন্টে এফ/2.4 এপার্চার এর সাথে 32 মেগাপিক্সেলের সেল্ফি ক‍্যামেরা দেওয়া থাকবে।

Oppo Find X3 Neo তেও 65W ফাস্ট চার্জিং এর সাথে 4,500mah এর ব‍্যাটারি থাকবে। ফোনে 5 জি, এন‌এফসী, ইউএসবি টাইপ-সি পোর্ট, ব্লুটুথ v5.1 আর ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।

আরও পড়ুন: 8GB র‍্যাম আর 64MP ক‍্যামেরার Xiaomi Mi 10T এর দাম হল 3000 টাকা কম, সুযোগ হারানোর আগে নিজের করে নিন

Oppo Find X3 Lite এর ডিজাইন, স্পেসিফিকেশন্স আর কালার অপশন

এই সিরিজের মোস্ট এফোর্ডেবল ফোন Oppo Find X3 Lite এর ডিজাইন Find X3 Neo এর মতোই হবে। কিন্তু ফোনে কোয়াড এজ থাকবে না। এছাড়া দুটি ডিভাইস এক‌ই রকম। ডিজাইন ছাড়া ফোনে 6.44-ইঞ্চির ফুল এইচডি+ (1,080×2,400) AMOLED ফ্ল্যাট ডিসপ্লে এর সাথে কর্নিং গোরিলা গ্লাস 3+ এর সাথে 90Hz রিফ্রেশ রেট থাকবে। এছাড়া ফোনে Snapdragon 765G SoC এর সাথে 8GB এর র‍্যাম এবং 128GB এর স্টোরেজ থাকবে। ফোন black, blue,আর silver কালার অপশনে পাওয়া যাবে।

Oppo Find X3 Lite এ 64-মেগাপিক্সেলের প্রধান ক‍্যামেরা (f / 1.79 এপার্চার, EIS), 8- মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল সেন্সর (f / 2.25 এপার্চার, EIS) আর 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো আর ডেপ্থ সেন্সর থাকবে। লাইট মডেলের ফ্রন্টে 32 মেগাপিক্সেলের সেল্ফি ক‍্যামেরা থাকবে, যার এপার্চার f / 2.4 হবে।

আরও পড়ুন: 4 মার্চে আসতে চলেছে Xiaomi এর Redmi Note 10 সিরিজ, লঞ্চের আগে জেনে নিন এর বিশেষ ফিচার্স গুলো

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ফাইন্ড এক্স 3 লাইটে 65W এর ফাস্ট চার্জিং এর সাথে 4,300mah ব‍্যাটারি থাকার সম্ভাবনা আছে। ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে আর কানেক্টিভিটি সুবিধা হিসেবে থাকবে 5 জি,ইউএসবি টাইপ-সি পোর্ট, ব্লুটুথ 5.1 এবং আর‌ও অনেক কিছু।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here