Exclusive: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে OPPO এর প্রথম 5G স্মার্টফোন Find X2 

এই বছর অর্থাৎ 2020 সালের শুরুতে Realme এবং iQOO ভারতে তাদের 5জি ফোন লঞ্চ করে দিয়েছে। এবার চীনের টেক কোম্পানি OPPO তাদের প্রথম 5জি ফোন লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। এবিষয়ে আমরা কিছু এক্সক্লুসিভ তথ‍্য পেয়েছি যা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমরা খবর পেয়েছি কোম্পানি খুব তাড়াতাড়ি ভারতে তাদের প্রথম 5জি স্মার্টফোন OPPO Find X2 লঞ্চ করতে চলেছে। আজ ওপো টীমের পক্ষ থেকে 5জি টেস্টিঙের কথা বলে একটি টুইট করা হয়েছে। এর সঙ্গে একটি ফোনের ফোটোগ্রাফ শেয়ার করা হয়েছে যেখানে 5জিতে হোয়াটস‌অ্যাপ কল করা হয়েছে। এই ফোনটি OPPO Find X2। কোম্পানি ভারতে অবস্থিত রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে এই ফোনে 5জি টেস্টিং করেছে। ফোটোয় এই ফোনটি এক ঝলক দেখা গেছে।

আরও পড়ুন: বাজার মাতাবে Nokia, লিক হল সস্তা ফোন C2 এর স্পেসিফিকেশন

আমাদের পাওয়া তথ্য অনুযায়ী ওপো কোয়ালকমের চিপসেটে 5জি টেস্ট করেছে এবং এই চিপসেটের সঙ্গেই ভারতে লঞ্চ করা হবে। আপাতত ফোনটি ভারতে কবে লঞ্চ করা হবে সেবিষয়ে কোনো তথ্য জানা যায়নি। তবে আগামী 6 মার্চ কোম্পানি তাদের নতুন OPPO Find X2 ফোনটি গ্লোবাল মঞ্চে পেশ করবে এবং মনে করা হচ্ছে এবং এর কিছু দিনের মধ্যেই ফোনটি ভারতে চলে আসবে বলে মনে করা হচ্ছে।

ফোনটির ফোটোয় দেখা গেছে OPPO Find X2 তে পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানি প্রথম ফাইন্ড এক্স ফোনটি স্লাইড ডিজাইনের সঙ্গে পেশ করলেও এবার কিন্তু সাধারণ ডিজাইন ব‍্যবহার করেছে। এই ফোনে কার্ভড ডিসপ্লে এবং স্ক্রিনের ওপর ইয়ারপিস দেখা গেছে।

আরও পড়ুন: 5000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল Huawei Enjoy 10e, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

OPPO Find X2 স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত OPPO Find X2 সম্পর্কে একাধিক লিক প্রকাশ পেয়েছে। বিভিন্ন লিক অনুযায়ী এই ফোনে 6.7 ইঞ্চির স্ক্রিন দেখা যেতে পারে। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 865 চিপসেটে রান করবে এবং এতে 48 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেখা যেতে পারে। সবচেয়ে বড় কথা এই ফোনে জুম ক‍্যামেরা দেখা যাবে বলে মনে করা হচ্ছে।

সেলফির জন্য এই ফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়ার সম্ভাবনা আছে। কোম্পানি তাদের OPPO Find X2 তে 12 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি যোগ করতে পারে। এছাড়াও এই ফোনে ফাস্ট চার্জিং ও অ্যান্ড্রয়েড 10 পাওয়া যাবে। মনে করা হচ্ছে এই ফোনটি 50,000 টাকার কাছাকাছি দামে লঞ্চ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here