কমে গেল Oppo F11 Pro এর দাম, সমস‍্যার মুখে Xiaomi ও Vivo 

গত সপ্তাহে Oppo তাদের পপ আপ ক‍্যামেরাওয়ালা F11 এর 4 জিবি র‍্যাম মডেলের দাম কমিয়ে দিয়েছে। এবার আজ কোম্পানি Oppo F11 Pro এবং Oppo F11 এর 6 জিবি র‍্যাম ভেরিয়েন্টের প্রাইস কাট ঘোষণা করেছে। কোম্পানি তাদের Oppo F11 Pro এর দাম 2,000 টাকা কমিয়েছে। এক‌ই সঙ্গে Oppo F11 এর 6 জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম 1,000 টাকা কমানো হয়েছে। দাম কমানোর পর ফোনদুটির দাম যথাক্রমে 19,990 টাকা এবং 16,990 টাকা হয়ে গেছে। এই দুটি ফোন‌ই কোম্পানি এবছরের মার্চ মাসে ভারতে লঞ্চ করেছিল। লঞ্চের সময় Oppo F11 Pro এর দাম ছিল 24,990 টাকা যা গত কয়েক মাসে অনেক কমে গেছে। এখন এই ফোনটি লঞ্চের সময় নির্ধারিত দামের চেয়ে 5,000 টাকা কম দাম 19,990 টাকা দামে অনলাইন এবং অফলাইন উভয় প্ল‍্যাটফর্মে বেচা হচ্ছে। 

Xiaomi আনতে চলেছে 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজযুক্ত Redmi Note 8

অন‍্যদিকে Oppo F11 ফোনটি  Oppo F11 Pro এর‌ই ছোট ভেরিয়েন্ট এবং কোম্পানি এই ফোনটির 4 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 17,990 টাকা দামে লঞ্চ করেছিল। লঞ্চের সময় ফোনটির 6 জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম ছিল 19,990 টাকা। কিন্তু কিছু দিন আগে কোম্পানি ফোনদুটির দাম কমিয়ে দিয়েছে। এরপর থেকে Oppo F11 এর 4 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 14,990 টাকা দামে সেল করা হচ্ছে এবং ফোনটির 6 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 16,990 টাকার বিনিময়ে কেনা যাচ্ছে। 

Oppo F11 Pro স্পেসিফিকেশন

Oppo F11 Pro ফোনটি কোম্পানির পক্ষ থেকে ফুল ভিউ ডিসপ্লের সঙ্গে পেশ করেছে এবং এই ফোনে পপ আপ ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে কোনো ধরনের নচ ব‍্যবহার করা হয়নি। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 48 মেগাপিক্সেলের 6পি লেন্সযুক্ত প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে এবং এই সেন্সর এফ/1.79 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন। ব‍্যাক প‍্যানেলের দ্বিতীয় সেন্সরটি 5 মেগাপিক্সেলের দেওয়া হয়েছে। এক‌ই ভাবে সেলফি ও ভিডিও কলের জন্য কোম্পানি এই ফোনে 6 মেগাপিক্সেলের পপ আপ ফ্রন্ট ক‍্যামেরা যোগ করেছে। 

4G ডাউনলোড স্পীডে আবারও Jio সবচেয়ে এগিয়ে, পিছিয়ে নেই Vodafone ও

Oppo F11 Pro তে 6.5 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনটি মিডিয়াটেক হেলিও পি70 চিপসেটের সঙ্গে পেশ করেছে এবং এতে 6 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে VOOC ফ্ল‍্যাশ চার্জ 3.0 টেকনিকযুক্ত 4,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। 

Oppo F11 স্পেসিফিকেশন

 Oppo F11 এর ক্ষেত্রে ওয়াটারড্রপ নচযুক্ত স্ক্রিন আছে। এই ফোনটি 4 জিবি ও 6 জিবি র‍্যাম ভেরিয়েন্টে পেশ করা হয়েছে এবং দুটি ফোনেই 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনে ফোটোগ্ৰাফির জন্য ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর যোগ করেছে এবং এটি একটি 6পি লেন্স। এই সেট‌আপের দ্বিতীয় সেন্সরটি 5 মেগাপিক্সেলের। সেলফির জন্য Oppo F11 এ 16 মেগাপিক্সেলের পপ আপ ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে 6.5 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন আছে। হেলিও পি70 চিপসেটযুক্ত এই ফোনটিতে পাওয়ার ব‍্যাক‌আপের জন‍্য VOOC ফ্ল‍্যাশ চার্জ 3.0 টেকনিকযুক্ত 4,020 এমএএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here