ওয়াটারড্রপ ডিসপ্লের সঙ্গে ওপ্পো এ7 এল সামনে, লঞ্চের আগেই জেনে নিন ফুল স্পেসিফিকেশন

ওপ্পো এই মাসেই তাদের “এ” সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে তাদের নতুন ডিভাইস এ7এক্স পেশ করেছে। ওয়াটারড্রপ ডিসপ্লেওয়ালা এই ফোনটি এখন শুধুমাত্র চীনে সেল করা হচ্ছে। এখন এই সিরিজের‌ই নতুন একটি ফোনের তথ্য সামনে এসেছে। একটি নতুন লিকে ওপ্পো এ7 স্মার্টফোনের তথ্য শেয়ার করা হয়েছে যেখানে ফোনটির অফিসিয়াল ঘোষণার আগেই এর স্পেসিফিকেশন জানা গেছে।

মাই স্মার্ট প্রাইস তাদের রিপোর্টে ওপ্পো এ7 এর স্পেসিফিকেশন শেয়ার করেছে। রিপোর্ট অনুযায়ী এই ফোনটিও এ সিরিজের আগের ফোনের মত “ভি” শেপের ওয়াটারড্রপ ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে। এই ফোনে 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.2 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেখা যাবে যা 1520 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করবে। লিক অনুযায়ী ফোনটি অ্যান্ড্রয়েড অরিওযুক্ত কালার‌ওএস 5.2 এর সঙ্গে পেশ করা হবে যার সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 450 চিপসেটে রান করবে।

ওপ্পো এ7 সম্পর্কে এই লিকে বলা হয়েছে কোম্পানি তাদের এই পরবর্তী ফোনটি 3 জিবি ও 4 জিবি র‍্যামের দুটি ভেরিয়েন্টে পেশ করতে পারে। এই দুটি ভেরিয়েন্টেই 32 জিবি ইন্টারনাল মেমরি থাকবে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যাবে। লিকে বলা হয়েছে এই ফোনের ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা সেন্সরযুক্ত ডুয়েল ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এর ফ্রন্ট প‍্যানেলে 16 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেখা যেতে পারে।

ওপ্পোর পক্ষ থেকে এ7 ফোনটিতে 4জি কানেক্টিভিটি সাপোর্ট দেওয়া হবে এবং এই ফোনে 4,230 এম‌এএইচ ব‍্যাটারী দেখা যেতে পারে। তবে লিকে ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ব‍্যাপারে সংশয় দেখানো হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি ওপ্পো এ7 সম্পর্কে কিছু জানানো হয়নি তবে মনে করা হচ্ছে কোম্পানি অক্টোবরের প্রথম সপ্তাহেই ফোনটি সম্পর্কে জানিয়ে দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here