50MP ক্যামেরা, 12GB RAM এবং 5000mAh ব্যাটারি সহ চীনে লঞ্চ হল OPPO A3, জেনে নিন দাম

OPPO A3 Pro মডেলের পর OPPO মিড-রেঞ্জে তাদের একটি নতুন 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি চীনে OPPO A3 নামে পেশ করা হয়েছে। আগামী 5 জুলাই থেকে চীনে এই ফোনের সেল শুরু হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

OPPO A3 ফোনের স্পেসিফিকেশন

  • 6.67 ইঞ্চির AMOLED স্ক্রিন
  • Snapdragon 695 চিপসেট
  • 12GB RAM+512GB স্টোরেজ
  • 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা
  • 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • 5000mAh ব্যাটারি
  • 45W ফাস্ট চার্জিং
  • IP65 রেটিং

ডিসপ্লে: OPPO A3 ফোনে 6.67 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1200 নিট পীক ব্রাইটনেস রয়েছে। এছাড়াও সুরক্ষার জন্য এই ডিসপ্লেতে কর্নিং গোরিলা গ্লাস 7i প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসর: এই ফোনে 6nm প্রসেসে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G SoC দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য ফোনটিতে অ্যাড্রিনো 619 GPU রয়েছে। এই ফোনটি Android 14 এবং Color OS 14 সহ পেশ করা হয়েছে।

স্টোরেজ: এই ফোনে 8GB ও 12GB LPDDR4X RAM এর সঙ্গে 256GB ও 512GB (UFS 2.2) ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। মেমরি কার্ড ব্যাবহার করে এই ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে LED ফ্ল্যাশ সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনের ফ্রন্ট প্যানেলে পাঞ্চ হোল কাটআউটের মধ্যে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 45W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: এই ডুয়েল সিম ফোনে USB টাইপ-C পোর্ট, স্পিকার, 5G SA/NSA, ডুয়েল 4G VoLTE, Wi-Fi 6 এবং ব্লুটুথ 5.1 এর মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার রয়েছে। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এতে IP65 রেটিং যোগ করা হয়েছে।

OPPO A3 ফোনের দাম

OPPO A3 ফোনের 8GB + 256GB ভেরিয়েন্টের দাম 1,599 ইউয়ান (অর্থাৎ প্রায় 18,365 টাকা), 12GB + 256GB মডেল 1,799 ইউয়ান (অর্থাৎ প্রায় 20,660 টাকা) এবং 12GB + 512GB সহ টপ মডেল 2,099 ইউয়ান (অর্থাৎ প্রায় 24,110 টাকা) দামে পেশ করা হয়েছে। OPPO A3 ফোনটি ট্রাঙ্কুইলিটি ব্ল্যাক, অরোরা পার্পল এবং মাউন্টেন স্ট্রিম গ্রীন কালারে পেশ করা হয়েছে।