2 জুলাই চীনে লঞ্চ হতে চলেছে সস্তা OPPO স্মার্টফোন, দেখে নিন ডিজাইন এবং ফিচার

ওপ্পো তাদের A3 সিরিজের ভ্যানিলা মডেল Oppo A3 স্মার্টফোন লঞ্চ ঘোষণা করেছে। আগামী 2 জুলাই আপকামিং ফোনটি হোম মার্কেট চীনে পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল টিযার শেয়ার করে আপকামিং ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়ে দিয়েছে। জানিয়ে রাখি এই সিরিজের অধীনে ওপ্পো এ3 প্রো মডেলটি ভারত সহ চীনে পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং Oppo A3 স্মার্টফোনের ফিচার সম্পর্কে।

Oppo A3 5G এর ডিজাইন

  • কোম্পানির বক্তব্য অনুযায়ী Oppo A3 ফোনটি তিনটি কালার অপশনে লঞ্চ করা হবে। এর মধ্যে মাউন্টেন গ্রিন, ট্র্যাঙ্কুইলিটি ব্ল্যাক এবং অরোরা পার্পল রঙ এর মতো কালার অপশন রয়েছে।
  • এই ফোনের ফ্রন্ট প্যানেলে পাঞ্চ-হোল ডিজাইন দেখা যাবে। তবে ব্যাক প্যানেলে বড়ো সার্কুলার ক্যামেরা মডিউল রয়েছে। একইসঙ্গে এলইডি সহ ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে।
  • কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে ড্রপ রেজিস্ট্যান্স ফিচার রয়েছে। অর্থাৎ সবমিলিয়ে শক্তিশালী বিল্ট কোয়ালিটি স্মার্টফোন পেশ হতে চলেছে।

Oppo A3 এর সম্ভাব্য দাম

  • লঞ্চের আগেই কোম্পানি অফলাইন স্টোর, অফিসিয়াল ওয়েবসাইট এবং অন্যান্য অনলাইন চ্যানেলের মাধ্যমে প্রি অর্ডার নেওয়া শুরু করে দিয়েছে।
  • এই স্মার্টফোনের দাম সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি, কিন্তু রিপোর্ট অনুযায়ী Oppo A3 ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে।
  • এই ফোনে 8GB RAM +256GB স্টোরেজ অপশনের দাম 2,099 ইউয়ান অর্থাৎ প্রায় 24,000 টাকা রাখা হতে পারে।
  • মিড মডেল 12GB RAM +256GB স্টোরেজ অপশনের দাম 2,299 ইউয়ান অর্থাৎ প্রায় 26,000 টাকা রাখা হতে পারে।
  • টপ মডেল12GB RAM +512GB স্টোরেজ অপশনের দাম 2,599 ইউয়ান অর্থাৎ প্রায় 29,000 টাকা রাখা হতে পারে।

 

Oppo A3 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Oppo A3 ফোনে 2412 x 1080 পিক্সেল FHD+ রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট দেওয়া হতে পারে।
  • প্রসেসর: এই ফোনে স্ন্যাপড্রাগন 695 অথবা স্ন্যাপড্রাগন 6এস জেন 3 প্রসেসর দেওয়া হতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা রয়েছে। একইসঙ্গে 50 মেগাপিক্সেলের প্রাইমারি এবং 2 মেগাপিক্সেলের অন্য লেন্স দেওয়া হতে পারে। অন্যদিকে, সেলফির জন্য 8 মেগাপিক্সেলের লেন্স যোগ করা পারে।
  • ওজন এবং ডায়মেনশন: চীন টেলিকমের লিস্টিঙে এই ফোনের মাপ 162.54 x 75.44 x 7.15 মিমি এবং ওজন 179 গ্রাম হবে বলে জানা গেছে।
  • অপারেটিং সিস্টেম: Oppo A3 ফোনে অ্যান্ড্রয়েড 14 এবং ColorOS 14 সহ কাজ করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here