দ্বিগুণ হল OPPO A18 এর স্টোরেজ! মাত্র 11499 টাকা দামে আবার লঞ্চ হল এই ফোন

Highlights

  • আজ থেকেই প্রিঅর্ডার করা যাবে OPPO A18।
  • এই ফোনে 1000 টাকার ব্যাঙ্ক অফারও পাওয়া যাবে।
  • extended RAM ফিচার সহ এই ফোনে 8GB RAM উপভোগ করা যায়।

কিছু দিন আগেই ওপ্পো তাদের ‘এ’ সিরিজের পরিধি বাড়িয়ে OPPO A18 ফোনটি লঞ্চ করেছিল। এই ফোনটি 4GB RAM + 64GB স্টোরেজ সহ পেশ করা হয়েছিল। এবার ব্র্যান্ডের পক্ষ থেকে এই ফোনের স্টোরেজ ডবল করে অর্থাৎ 128GB স্টোরেজের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই মডেলের দাম রাখা হয়েছে মাত্র 11,499 টাকা। ফোনটির সঙ্গে 1000 টাকা ক্যাশব্যাকও পাওয়া যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে। আরও পড়ুন: 50MP Camera সহ লঞ্চ হল Samsung Galaxy A05s, জেনে নিন বিশেষত্ব

OPPO A18 এর দাম এবং সেল

  • কোম্পানি তাদের OPPO A18 ফোনটির নতুন 4GB RAM + 128GB স্টোরেজ অপশনের ডিটেইলস তাদের সোশ্যাল মিডিয়া এবং অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানিয়েছে।
  • পোস্টে দেখা যাচ্ছে OPPO A18 ফোনের 128জিবি স্টোরেজ অপশন 11,499 টাকা দামে সেল করা হবে।
  • গ্রাহকরা OPPO A18 ফোনটি কেনার সময় এসবিআই, ওয়ান কার্ড, আইডিএফসি ব্যাঙ্ক, এইউ ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদার মাধ্যমে পেমেন্ট করলে ফ্ল্যাট এক হাজার টাকার দিয়াকাউন্টও পাওয়া যাবে।
  • এর সঙ্গেই ইউজাররা 6 মাসের নো কস্ট EMI এর সুবিধাও পাবেন।
  • কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী ফোনটি আজ থেকেই প্রিঅর্ডার করা যাবে এবং এই ফোনের ডেলিভারি শুরু হবে 25 অক্টোবর থেকে।
  • এছাড়া এই ফোনটি আগের মতোই গ্লোয়িং ব্লু এবং গ্লোয়িং ব্ল্যাক কালারে সেল করা হবে।

Oppo A18 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: কোম্পানি এই ফোনে 6.56 ইঞ্চির এইচডি+ LCD ডিসপ্লে যোগ করেছে। এই স্ক্রিন 89.80% স্ক্রিন টু বডি রেশিও, 90Hz রিফ্রেশরেট, 90Hz টাচ স্যাম্পেলিং রেট, 16.7 বিলিয়ন কালার এবং 720 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: শক্তিশালী পারফরমেন্সের জন্য এই ফোনে 2.0GHz ক্লক স্পীডযুক্ত হেলিও জি85 প্রসেসর যোগ করা হয়েছে। এছাড়া ভালো গ্রাফিক্সের জন্য এতে রয়েছে Mali G52 MC2 জিপিইউ।
  • স্টোরেজ: এই ফোনে 4GB RAM + 128GB EMMC5.1 স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়া ফোনের RAM বাড়ানোর জন্য 4GB virtual RAM ফিচার দেওয়া হয়েছে। এই ফিচার ব্যাবহার করে এতে 8GB পর্যন্ত RAM উপভোগ করা যায়।
  • ক্যামেরা: এই ফোনের ব্যাক প্যানেলে পিল শেপের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। এর সঙ্গে এই ফোনে 2 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স যোগ করা হয়েছে। সেলফির জন্য এই ফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের ক্যামেরা নাইট, ভিডিও, ফটো, পোর্ট্রেট, টাইমল্যাপ্স, প্রো, PANO এবং গুগল লেন্সের মতো ফিচার সাপোর্ট করে।
  • ব্যাটারি: Oppo A38 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য দীর্ঘ মেয়াদী 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
  • অন্যান্য: এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ 5.3, ওয়াইফাই, 3.5mm অডিও জ্যাক ও ইউএসবি টাইপ সি পোর্টের মতো প্রয়োজনীয় ফিচার রয়েছে।
  • ওএস: OPPO A38 ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ColorOS 13.1 এ কাজ করে যা পরে আপডেট করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here