ভারতে আসতে চলেছে কম দামের স্মার্টফোন OPPO A15, লিস্টেড হল আমাজন ইন্ডিয়াতে

কয়েক দিন আগেই ওপ্পো আন্তর্জাতিক মঞ্চে তাদের একটি নতুন স্মার্টফোন OPPO A93 নামে পেশ করেছে। এই ফোনটিকে OPPO F17 Pro ও OPPO Reno4 Lite এর মিশ্রণ বলে মনে করা হচ্ছে যা আপাতত ভিয়েতনামের মার্কেটে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির লুক ও স্পেসিফিকেশন এই দুটি ফোনের মতোই। এই ফোনটি লঞ্চের পর এবার খবর পাওয়া গেছে কোম্পানি ভারতে তাদের একটি নতুন স্মার্টফোন OPPO A15 নামে লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন: Samsung এর টপ 5 স্মার্টফোন, যেগুলির দাম 10000 টাকারও কম

এম‌এসপি ওয়েবসাইটের মাধ্যমে OPPO A15 এর খবর প্রকাশ‍্যে এসেছে। এই ওয়েবসাইট ই-কমার্স সাইট আমাজন ইন্ডিয়াতে OPPO A15 নামের একটি নতুন ফোন স্পট করেছে। আমাজনে এই ফোনটির ‘কামিং সুন’ লেখা একটি প্রোডাক্ট পেজ দেখা গেছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি OPPO A15 সম্পর্কে কিছুই জানানো হয়নি, তবে আমাজনের লিস্টিং থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ভারতে শীঘ্রই এই ফোনটি লঞ্চ হতে চলেছে।

আমাজন ইন্ডিয়াতে OPPO A15 এর যে প্রোডাক্ট পেজ তৈরি করা হয়েছে তাতে ফোনটির ফোটোও শেয়ার করা হয়েছে, ফলে ফোনটি লঞ্চের আগেই এর লুক ও ডিজাইন সম্পর্কে ধারণা করা যায়। ফোটোয় ফোনটির ব‍্যাক প‍্যানেল দেখানো হয়েছে এবং এতে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকে স্কোয়ার শেপে এই সেট‌আপ অবস্থিত। আনেকটা এই ধরনের ডিজাইন দেখা গেছে কিছু দিন আগে লঞ্চ হ‌ওয়া Realme Narzo 20 তে। OPPO A15 এর ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন এবং বাঁদিকের প‍্যানেলে সিম স্লট দেওয়া হয়েছে।

আরও পড়ুন: অনেক সস্তা হয়ে গেল Samsung, Realme ও OnePlus স্মার্টফোন, দেখে নিন লিস্ট

OPPO A33

কিছু দিন আগে ইন্দোনেশিয়াতে কোম্পানির পক্ষ থেকে OPPO A33 ফোনটি 1520 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির এইচডি+ টিএফটি এলসিডি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনের স্ক্রিন 90 হার্টস রিফ্রেসরেটে কাজ করে এবং সুরক্ষার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 3 ব‍্যবহার করা হয়েছে। কোম্পানি তাদের OPPO A33 ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করেছে যা কালার ওএস 7.2 তে কাজ করে। এছাড়া এই ফোনটি অক্টাকোর প্রসেসরযুক্ত কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 460 চিপসেটে রান করে। ইন্দোনেশিয়াতে ফোনটি 4 জিবি র‍্যাম ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজসহ পেশ করা হয়েছে। তবে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ফোনটির মেমরি 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

ফোটোগ্রাফির জন্য OPPO A33 তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। এছাড়া সেলফির জন্য এতে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের পাঞ্চ হোল ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। ডুয়েল সিম, 4জি ভোএলটিই, 3.5 এম‌এম জ‍্যাক ও অন‍্যান‍্য বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এই ফোনে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here