পাকিস্তানের থেকেও কম মোবাইল ইন্টারনেট স্পীড পাওয়া যাচ্ছে ভারতে, পড়ে গেল গ্লোবাল র‍্যাঙ্ক

বিগত কিছু সময় ধরে ভারত বিশ্বের অন‍্যতম মোবাইল মার্কেটে পরিণত হয়েছে। শুধুমাত্র স্মার্টফোন নয়, মোবাইল ডেটা ও 4জি সার্ভিসের দিক থেকেও ভারত এখন অনেক এগিয়ে। আজ ভারত সেইসব বড়ো দেশের লিস্টে নিজের নাম জুড়ে নিয়েছে যেখানে ইন্টারনেট বিপুল পরিমাণে ব‍্যবহার করা হয়। রিলায়েন্স জিও আসার পর থেকেই ভারতে ইন্টারনেটের ব‍্যবহারে পরিবর্তন এসেছে। তবে এতো কিছুর পরেও জেনে অবাক হতে হয় যে একদিকে যেমন ভারত ইন্টারনেট খরচের দিক থেকে বিশ্বের অন‍্যতম বড়ো বাজারে পরিণত হয়েছে তেমনই স্পীডের দিক থেকে পিছিয়ে এসে ভারতের অবস্থান এখন 121।

11 জুন ভারতে লঞ্চ হবে Samsung Galaxy M40, সুন্দর লুকের সঙ্গে এতে থাকবে অসাধারণ স্পেসিফিকেশন

ভারতে ইন্টারনেট ব‍্যবহারকারীর সংখ্যা যেমন বেড়েছে তেমনই কমেছে 4জি সার্ভিসের দাম। তার সত্ত্বেও পৃথিবীর অন‍্যান‍্য দেশের তুলনায় ভারতের র‍্যাঙ্কিং পিছিয়ে পড়েছে। আমেরিকার ডেটা স্পীড টেস্টার ফার্ম Ookla ভারতের ইন্টারনেট স্পীড সম্পর্কে একটি রিপোর্ট পেশ করেছে। উকলা জানিয়েছে গত বছর ভারতের গ্লোবাল র‍্যাঙ্কিং ছিল 109, কিন্তু এবছর তা বেড়ে 121 এ গিয়ে দাঁড়িয়েছে। এই রিপোর্ট বছরের প্রথম তিনমাসের হিসেবে তৈরি।

বেড়েছে গড় স্পীড
গ্লোবাল র‍্যাঙ্কিং পড়ে যাওয়ার ঘটনায় খারাপ লাগলেও এটি ততটাও খারাপ না। উকলা স্পষ্ট জানিয়েছে গ্লোবাল র‍্যাঙ্কিঙে ভারত পিছিয়ে পড়লেও গত বছরের তুলনায় ইন্টারনেট স্পীডের উন্নতি হয়েছে। গত বছরের প্রথম তিন মাস অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশের গড় মোবাইল ডেটা স্পীড ছিলো 9.01 এমবিপিএস, তা এবছর বেড়ে 10.71 এমবিপিএস হয়ে গেছে।

একদম অন্য ধরনের সেলফি ক‍্যামেরা ডিজাইনের সঙ্গে ভারতে এলো Oppo Reno, 10X জুমের সঙ্গে এতে আছে অসাধারণ ফিচার

ভারতের মোবাইল ডেটা স্পীড বেড়েই চলেছে। গ্লোবাল র‍্যাঙ্কিঙে পিছিয়ে পড়ার মূল কারণ ইন্টারনেটের খারাপ অবস্থা নয়, বরং এই র‍্যাঙ্কিঙে পিছিয়ে পড়ার মূল কারণ হলো বেশ কিছু দেশ ভারতের তুলনায় তাড়াতাড়ি তাদের ইন্টারনেটের উন্নতি করেছে। গত বছর প্রথম তিন মাসে ভারতে সমস্ত টেলিকম কোম্পানির গড় 4জি এলটিই ডাউনলোড স্পীড ছিলো 9.84 এমবিপিএস, যা এবছরের প্রথম তিন মাসে বেড়ে 10.58 এমবিপিএস হয়ে গেছে।

উন্নতি হয়েছে ব্রডব্যান্ড ক্ষেত্রেও
গত বছর ভারতে গড় ব্রডব্যান্ড ডাউনলোড স্পীড ছিলো 20.72 এমবিপিএস, যা এবছর বেড়ে 29.25 এমবিপিএস হয়ে গেছে। এই ক্ষেত্রেও গড় স্পীড বাড়া সত্ত্বেও গ্লোবাল ইন্ডেক্সে ভারত 67তম স্থান থেকে 68তম স্থানে নেমে গেছে। প্রসঙ্গত এবছরের প্রথম তিন মাসে নর‌ওয়ে 65.41 গড় ডাউনলোড স্পীড দিয়ে প্রথম স্থান দখল করেছে। ব্রডব্যান্ডের ক্ষেত্রে 197.50 এমবিপিএস স্পীডের সঙ্গে সিঙ্গাপুর প্রথম স্থান পেয়েছে।

ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হলো Vivo Y15, দাম 13,990 টাকা

প্রতিবেশী দেশ পাকিস্তান গড় মোবাইল ডেটা স্পীডে ভারতের থেকে এগিয়ে গেছে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ভারতের গড় স্পীড 10.71 এমবিপিএস দেখা গেলেও পাকিস্তানের গড় স্পীড ছিলো 13.39 এমবিপিএস। ভারতের ভৌগোলিক অবস্থান ও এখানের জনসংখ্যা ইন্টারনেট স্পীডের অন‍্যতম বড়ো বাধা। এখানে এক‌ই সময়ে বহু মানুষ একটি নেটওয়ার্কে এক সঙ্গে ইন্টারনেট ব‍্যবহার করেন, যার ফলে খুব স্বাভাবিক ভাবেই ইন্টারনেট স্পীড কমে যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here