অনেক সস্তা হয়ে গেল Samsung, Realme ও OnePlus স্মার্টফোন, দেখে নিন লিস্ট

করোনা মহামারির কারণে ভারতে স্মার্টফোন লঞ্চ হ‌ওয়া বেশ কিছু দিনের জন্য বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি আবার স্বাভাবিকের দিকে এগোচ্ছে এবং প্রতি মাসেই কয়েকটি করে নতুন ফোন লঞ্চ হচ্ছে। প্রায়ই দেখা যায় নতুন ফোন লঞ্চ করার পরপর বা লঞ্চের ঠিক আগে কোম্পানি তাদের পুরোনো ফোনের দাম কমিয়ে দেয়। গত মাসেও Samsung, Realme ও ObePlus সহ আরও কয়েকটি কোম্পানি তাদের ফোনের দাম কমিয়েছে। স‍্যামসাং তো এক সঙ্গে একাধিক ফোনের দাম কমিয়ে বসে রয়েছে। আমরা সেইসব ফোনের লিস্ট নিয়ে এসেছি যাদের দাম কিছু দিনের মধ্যে কমানো হয়েছে।

আরও পড়ুন: শীঘ্রই ভারতে আসছে লো বাজেটের Realme C17, লিস্টেড হয়েছে ওয়েবসাইটে

OnePlus 7T Pro

কিছু দিন আগেই OnePlus 7T Pro ফোনটির দাম কমানো হয়েছে। ফোনটির 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এখন 43,999 টাকার বিনিময়ে সেল করা হয়। এর আগে ফোনটি 47,999 টাকা দামে বেচা হতো। OnePlus 7T Pro ফোনটিতে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত নচ লেস 6.67 ইঞ্চির QHD+ Fluid এমোলেড ডিসপ্লে আছে। এই ফোনটি স্ন‍্যাপড্রাগন 855+ চিপসেটে রান করে। OnePlus 7T Pro এর সম্পূর্ণ স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন

Samsung Galaxy A71 ও Galaxy A51

Samsung Galaxy A71 ফোনটি 29,499 টাকার বিনিময়ে কেনা যায়, আগে ফোনটি 29,999 টাকা দামে সেল করা হতো। এই ফোনের একটি মাত্র ভেরিয়েন্টে 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ আছে। এই ফোনটি স‍্যামসাং ডট কম, স‍্যামসাং অপেরা হাউসসহ অন‍্য কিছু অনলাইন শপিং সাইটে সেল করা হয়। ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন

কোম্পানির বিখ্যাত ‘গ‍্যালাক্সি এ’ সিরিজের Galaxy A51 ফোনটিও এখন আগের চেয়ে কম দামে কেনা যাচ্ছে। কিছু দিন আগে কোম্পানি ফোনটির 6 জিবি র‍্যাম ও 138 জিবি মেমরি ও 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম কমিয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্ট এখন 22,999 টাকা এবং বড় ভেরিয়েন্ট 24,999 টাকা দামে সেল করা হচ্ছে। ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন: পোকো আনছে আরেকটি লো বাজেট স্মার্টফোন, POCO C3 নামে 6 অক্টোবর হবে লঞ্চ

Realme 6 ও 6i

কোম্পানির পক্ষ থেকে কয়েক দিন আগেই তাদের Realme 6 ও 6i ফোনদুটির দাম কমানো হয়েছে। Realme 6i ফোনটি 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এখন 13,999 টাকা দামে সেল করা হচ্ছে যার দাম আগে ছিল 14,999 টাকা। এক‌ইভাবে ফোনটির 6 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 15,999 টাকা থেকে কমে 14,999 টাকা হয়ে গেছে। Realme 6i ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন

এছাড়া Realme 6 এর 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এখন 15,999 টাকা দামে সেল করা হচ্ছে। এক‌ইভাবে ফোনটির 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 16,999 টাকার বিনিময়ে কেনা যাচ্ছে। Realme 6 ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন: 6GB RAM ও 5200mAh ব‍্যাটারীর সঙ্গে 4 অক্টোবর ভারতে লঞ্চ হবে নতুন স্মার্টফোন, দাম হবে 10000 টাকার কাছাকাছি

Samsung Galaxy A31 ও Samsung Galaxy A21s

Samsung Galaxy A31 ফোনটির একটি মাত্র ভেরিয়েন্টের দাম 19,999 টাকা করে দেওয়া হয়েছে। এই ভেরিয়েন্টে 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ আছে। এবার ফোনটির দাম 1,000 টাকা কমানো হয়েছে। ফোনটি প্রিজম ক্রাশ ব্ল‍্যাক, প্রিজম ক্রাশ হোয়াইট ও প্রিজম ক্রাশ ব্লু কালার ভেরিয়েন্টে সেল করা হয়। ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন

Samsung Galaxy A21s এর 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 14,999 টাকা এবং 6 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 16,499 টাকা হয়ে গেছে। কোম্পানি ফোনটির 4 জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম 1,500 টাকা ও 6 জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম 1,000 টাকা কমিয়েছে। ফোনটির উভয় ভেরিয়েন্ট নতুন দামে কোম্পানির ওয়েবসাইট ও আমাজন ইন্ডিয়াতে সেল করা হচ্ছে। 

আরও পড়ুন: 17 অক্টোবর ভারতে আসছে শক্তিশালী ফিচার ও কম দামের Pixel 4a

Samsung Galaxy M31s, Galaxy M11 ও Galaxy M01 

কয়েক দিন আগে Samsung Galaxy M31s এর দাম 1,000 টাকা কমানো হয়েছে। ফলে ফোনটির 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 19,499 টাকা এবং 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 21,499 টাকা হয়ে গেছে। এক‌ইভাবে Galaxy M11 এর 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 1,000 টাকা কমানোর পর 11,999 টাকা হয়ে গেছে। অন‍্যদিকে 400 টাকা কমানোর পর Galaxy M01 7,999 টাকা দামে বেচা হচ্ছে।

Vivo S1 Pro ও Y50 

গত মাসে Vivo S1 Pro ও Y50 এর দাম‌ও কমানো হয়েছে। এই দুটি ফোন 19,990 টাকা ও 17,990 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। প্রাইস কাটের পর এই দাম কমে 18,990 টাকা ও 16,990 টাকা হয়ে গেছে। মিড রেঞ্জ সেগমেন্টে ভিভোর এই ফোনদুটি সত‍্যিই উল্লেখযোগ্য। Vivo Y50 তে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী, 16 মেগাপিক্সেলের পাঞ্চ হোল সেলফি ক‍্যামেরা ও 13MP + 8MP + 2MP + 2MP কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে।

অন‍্যদিকে Vivo S1 Pro তে সুপার এমোলেড ডিসপ্লে, স্ন‍্যাপড্রাগন 665 চিপসেট, 48MP + 8MP + 2MP + 2MP কোয়াড রেয়ার ক‍্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার ও 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here