Home খবর প্রকাশ্যে এল OnePlus Pad ট্যাবলেটের ভারতীয় দাম এবং ব্যাঙ্ক অফার, জেনে নিন বিস্তারিত

প্রকাশ্যে এল OnePlus Pad ট্যাবলেটের ভারতীয় দাম এবং ব্যাঙ্ক অফার, জেনে নিন বিস্তারিত

Highlights

ফ্লিপকার্টের দুটি আলাদা আলাদা লিস্টিং থেকে OnePlus Pad ট্যাবলেটের দাম জানা গেছে। ভারতে কোম্পানির পক্ষ থেকে এই ট্যাবলেট লঞ্চ করা হলেও এখনও পর্যন্ত এর সেল শুরু করা হয়নি। ওয়ানপ্লাসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা গেছে এই মাস থেকেই এই ট্যাবলেটের সেল শুরু হয়ে যাবে। যদিও এখনও পর্যন্ত ডেট ঘোষণা করা হয়নি। OnePlus Pad ট্যাবলেটটি 8GB RAM ও 128GB মেমরি এবং 12GB RAM ও 256GB স্টোরেজসহ পেশ করা হয়েছে। আরও পড়ুন: ভারতে শীঘ্রই লঞ্চ হতে চলেছে POCO F5 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

OnePlus Pad এর দাম

ফ্লিপকার্টে ভুল করে OnePlus Pad এর দামসহ লিস্টিং পেজ লাইভ হয়ে গেছিল, তাঁর কিছুক্ষণের মধ্যেই কোম্পানি এই পেজ ডাউন করে দেয়। টুইটার ইউজার @Robin_AYN_ এর স্ক্রিনশট শেয়ার করেছেন। এই লিস্টিং অনুযায়ী ভারতে OnePlus Pad 37,999 টাকা প্রাথমিক দামে বিক্রি করা হবে। এছাড়া এই ট্যাবলেটের 256GB স্টোরেজ মডেলের দাম রাখা হবে 39,999 টাকা। তুলনা করলে দেখা যাবে এই ট্যাবলেটে বাজারে উপস্থিত এর অন্যতম প্রতিদ্বন্দ্বী Xiaomi Pad 5 এবং Samsung Galaxy Tab A8 সিরিজের তুলনায় দামী।

Flipkart এর লিস্টিং থেকে এই ট্যাবলেটের ব্যাঙ্ক অফার এবং ডিল সম্পর্কেও জানা গেছে। OnePlus Pad কেনার সময় এসবিআই ক্রেডিট কার্ড ব্যাবহার করলে 10 শতাংশ ডিসকাউন্ট এবং Flipkart Axis কার্ডের ওপর 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এই ট্যাবলেটে এক বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। এই ট্যাবলেট আমাজনের মাধ্যনে সেল করা হবে কি না সেবিষয়ে কিছু জানা যায়নি। তবে সেল চালু হলে ওয়ানপ্লাসের অফিসিয়াল ওয়েবসাইট এবং অফলাইন স্টোরের মাধ্যমেও এটি কেনা যাবে। আরও পড়ুন: Google Play Console লিস্টিঙের মাধ্যমে লিক হল Vivo V29 Lite 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন বিস্তারিত

OnePlus Pad এর স্পেসিফিকেশন

OnePlus Pad ট্যাবলেটে 144Hz পর্যন্ত রিফ্রেশরেটযুক্ত 11.6-ইঞ্চির 2.8K ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানি এই ট্যাবে 2.5D কার্ভড গ্লাস এবং ডলবি ভিশন সাপোর্ট যোগ করেছে। এই ট্যাবলেট 4nm ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 9000 চিপসেটে রান করে এবং হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে Mali-G710 10-কোর GPU যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 67W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 9,510mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও এতে Android 13 অপারেটিং সিস্টেম এবং OxygenOS 13.1 স্কিন রয়েছে।

ফটোগ্রাফির জন্য OnePlus Pad এর ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশের সঙ্গে 13MP রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। OnePlus Pad এ ডলবি অ্যাটমস, কোয়াড স্পিকার, ইউএসবি টাইপ সি পোর্ট, Bluetooth 5.3 এবং Wi-Fi 802.11 ফিচার রয়েছে। আরও পড়ুন: লো বাজেটে লঞ্চ হল Vi-এর দুটি রিচার্জ প্ল্যান, পাবেন প্রতিদিন 2GB ডেটাসহ ফ্রি OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন