ওয়ানপ্লাস করলো নতুন স্মার্টফোন OnePlus 9T এর প্রস্তুতি, টুইট করে এই মোবাইলের তথ্য জানালো, দেখুন কবে হবে লঞ্চ

OnePlus কোম্পানি শুরুতে যেখানে ফ্ল‍্যাগশিপ কিলার হয়ে মার্কেটে এসেছিল, আবার এখন বাজারে‌র অবস্থা দেখে এই ব্র‍্যান্ড কম দামের ফোন‌ও লঞ্চ করছে। এই বছর ওয়ানপ্লাস 9 সিরিজে কোম্পানি OnePlus 9R, OnePlus 9 আর OnePlus 9 Pro স্মার্টফোন লঞ্চ করেছে আর এখন OnePlus 9T এই ব্র‍্যান্ডে‌র আগামী স্মার্টফোন। কোম্পানি আধিকারিক ভাবে এখনো পর্যন্ত ওয়ানপ্লাস 9টি সম্পর্কে কোনো কিছু জানায়নি কিন্তু OnePlus এর একটি তাজা টুইটের পরে কোম্পানি জলদিই OnePlus 9T স্মার্টফোন লঞ্চ করতে পারে।

OnePlus 9T এর লঞ্চ করার কথা যে টুইটের মাধ্যমে সামনে এসেছে সেটি আপনি নীচে দেখতে পাবেন। এই টুইটে কোম্পানি OnePlus 9 এর ইমেজ শেয়ার করেছে যেটিকে Tea অর্থাৎ চা পাতার মাঝে রাখা হয়েছে। এই ফোটোর সাথেই ওয়ানপ্লাস ক‍্যাপশানে লিখেছে, ‘The #OnePlus 9 in tea. Don’t read too much into it.’ ক‍্যাপশানে ‘টি’ শব্দের ব‍্যবহার করায় আশা করা হচ্ছে যে টুইটের মাধ্যমে কোম্পানি OnePlus 9T টিজ করা শুরু করেছে। আশা করা হচ্ছে যে দীপাবলি এর আগেই এই ফোনটিকে লঞ্চ করে দেওয়া হবে।

OnePlus 9 আর OnePlus 9 Pro এর স্পেসিফিকেশন্স

ডিসপ্লে

OnePlus 9 কে কোম্পানির পক্ষ থেকে 2400 × 1080 পিক্সেল রেজল্যুশন এর 6.55 ইঞ্চির ফ্লুইড ডিসপ্লেতে লঞ্চ করা হয়েছে যা ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেকনোলজি সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিন অ্যামোলেড প‍্যানেলে তৈরি যা 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। ওয়ানপ্লাস 9 এর ডিসপ্লে 1100 নিটস ব্রাইটনেসের সাথে এইচডিআর10+ এর মতো ফিচার সাপোর্ট করে।

OnePlus 9 Pro স্মার্টফোন 1440 × 3216 পিক্সেল রেজল্যুশন এর 6.7 ইঞ্চির কোয়াড‌এইচডি+ ফ্লুইড ডিসপ্লে 2.0 ডিসপ্লেতে লঞ্চ হয়েছে আর ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে। ফোনের স্ক্রিন স্মার্ট 120 হার্টস টেকনিক যুক্ত যা হাইপার টাচ টেকনোলজি‌র মাধ্যমে 360 হার্টস পর্যন্ত সিংক স্পীড প্রদান করার ক্ষমতা রাখে। ওয়ানপ্লাস এই ফোনে low-temperature polycrystalline oxide অর্থাৎ LTPO টেকনিকের ব‍্যবহার করেছে যার ফলে ব‍্যাটারীর ক্ষয় 50 শতাংশ পর্যন্ত কম হয়ে যায়। এর সাথেই এই স্মার্টফোনটি 1300 নিটস ব্রাইটনেস, এইচডিআর10+, এম‌ইএমসি এর মতো ফিচার সাপোর্ট করে।

প্রসেসিং

প্রসেসিং এর মামলায় OnePlus 9 আর OnePlus 9 Pro দুটি স্মার্টফোনেই এক‌ই রকমের শক্তি আছে। এই দুটি স্মার্টফোন অ্যান্ড্রয়েড এর লেটেস্ট ওএস অ্যান্ড্রয়েড 11 এ লঞ্চ হয়েছে যা অক্সিজ ওএস 11 এর সাথে মিলে কাজ করে। আবার প্রসেসিং এর জন্য ফোনে অক্টাকোর 1 Cortex-X1 Core (2.84 GHz) + 3 Cortex-A78 CPU cores (2.42 GHz) + 4 Cortex-A55 cores ( 1.80 GHz) প্রসেসর দেওয়া হয়েছে যার সাথে X60 5G মোডেম যুক্ত কোয়ালকমের শক্তিশালী স্ন‍্যাপড্রাগন 888 চিপসেট আছে। এই চিপসেট সিপিইউ পারফরম‍্যান্সকে 25 শতাংশ এবং জিপিইউ পারফরম্যান্স‌কে 35 শতাংশ পর্যন্ত বুস্ট করে।

ফোটোগ্রাফি

OnePlus 9 ট্রিপল রেয়ার ক‍্যামেরার সাথে লঞ্চ হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ডুয়াল এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে এফ/1.8 অ্যাপার্চারের 48 মেগাপিক্সেলের প্রাইমারি Sony Imx789 সেন্সর দেওয়া আছে। এর সাথেই এই ফোনটি এফ/2.2 অ্যাপার্চারের 50 মেগাপিক্সেলের সোনি আইএম‌এক্স766 আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর 2 মেগাপিক্সেলের মোনোক্রোম লেন্স সাপোর্ট করে। সেল্ফি আর ভিডিও কলিঙের জন্য এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারের 16 মেগাপিক্সেলের ফ্রন্ট সোনি আইএম‌এক্স471 সেন্সর আছে।

OnePlus 9 Pro কে কোম্পানির পক্ষ থেকে কোয়াড রেয়ার ক‍্যামেরাতে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি‌ও এফ/1.8 অ্যাপার্চারের 48 মেগাপিক্সেলের প্রাইমারি সোনি আইএম‌এক্স789 সেন্সর সাপোর্ট করে। এছাড়া ওয়ানপ্লাস 9 প্রো এর ব‍্যাক প‍্যানেলে এফ/2.2 অ্যাপার্চারের 50 মেগাপিক্সেলের আইএম‌এক্স766 আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারের 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স আর মোনোক্রোম লেন্স আছে। সেল্ফি আর ভিডিও কলিঙের জন্য এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারের 16 মেগাপিক্সেলের ফ্রন্ট সোনি আইএম‌এক্স471 সেন্সর সাপোর্ট করে।

ব‍্যাটারী

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য OnePlus 9 আর OnePlus 9 Pro দুটি স্মার্টফোন 4,500 এম‌এএইচের বড়ো ব‍্যাটারী সাপোর্ট করে। কোম্পানি এই ব‍্যাটারীকে ওয়ার্প চার্জ 65টি ফাস্ট চার্জিং টেকনিক যুক্ত করে বাজারে এনেছে যার ফলে শুধুমাত্র 29 মিনিটেই এই ফোনটি 1 শতাংশ থেকে 100 শতাংশ পর্যন্ত চার্জ হ‌তে সক্ষম। আবার ওয়ানপ্লাস 9 প্রোতে এই চার্জিং টেকনিকের সাথেই ওয়ার্প চার্জ 50 ওয়ারলেস চার্জিং টেকনোলজি‌ও দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here