4 জুন ভারতে সেল হবে OnePlus 7, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

ফ্ল‍্যাগশিপ কিলার নামে পরিচিত টেক কোম্পানি OnePlus কিছু দিন আগে ভারতে তাদের ফ্ল‍্যাগশিপ রেঞ্জের ফোনের সংখ্যা বাড়িয়ে OnePlus 7 Pro ও OnePlus 7 লঞ্চ করে। OnePlus 7 Pro পপ-আপ সেলফি ক‍্যামেরার সঙ্গে ও OnePlus 7 ওয়াটারড্রপ নচের সঙ্গে পেশ করা হয়েছে। লঞ্চের সঙ্গে সঙ্গেই দেশে OnePlus 7 Pro এর সেল শুরু হয়ে গেলেও OnePlus 7 এর সেল শুরু করা হয়নি। এবার কোম্পানি তাদের OnePlus 7 ফোনটির সেল সম্পর্কে ঘোষণা করে দিয়েছে।

সামনে এলো Samsung Galaxy Note 10 এর ক‍্যামেরা ডিটেইলস, সবচেয়ে অন‍্য ধরনের ক‍্যামেরা প্লেসমেন্ট থাকবে এতে

কোম্পানি অফিসিয়ালি ঘোষণা করেছে আগামী 4 জুন থেকে ভারতে OnePlus 7 এর সেল শুরু করা হবে। OnePlus 7 Pro এর মতোই OnePlus 7 ফোনটিও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে শপিং সাইট আমাজনে ইন্ডিয়াতে বেচা হবে। OnePlus 7 ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 31,999 টাকা রাখা হয়েছে এবং OnePlus 7 এর 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 37,999 টাকার বিনিময়ে কেনা যাবে।

OnePlus 7
OnePlus 7 ফোনটি 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.41 ইঞ্চির অপ্টিক এমোলেড ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। ফোন আনলকিঙের জন্য এই ফোনের ডিসপ্লের নিচে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত অক্সিজেন ওএসের সঙ্গে পেশ করা হয়েছে যা 7 এন‌এম টেকনিকে তৈরি কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী প্রসেসর স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটে রান করে।

মে মাসে ভারতে লঞ্চ হ‌ওয়া 4,000 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত শক্তিশালী স্মার্টফোন, দাম 8,490 টাকা থেকে 57,990 টাকা

OnePlus 7 এ ফোটোগ্ৰাফির জন্য ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের 0.8 মাইক্রন ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই সেট‌আপে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য OnePlus 7 এর ফ্রন্ট প‍্যানেলের নচে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

OnePlus 7 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটির সঙ্গে এই ফোনে সিকিউরিটির জন্য আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরসহ ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে 20 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড ব‍্যাটারী দেওয়া হয়েছে।

জুন মাসে লঞ্চ হবে পাঞ্চ হোল ডিসপ্লে ও 48 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা Motorola One Vision, জেনে নিন দাম

OnePlus 7 Pro
এই ফোনটি OnePlus 7 এর আপগ্ৰেডেড ভার্সন। এতে 6.7 ইঞ্চির কিউএইচডি+ ফ্লুইড এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে যার স্ক্রিন রেজলিউশন 3120 × 1440 পিক্সেল। এই ফোনটি 18.5:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 93 শতাশং। এই ফোনটি যথাক্রমে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ, 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি ইন্টারনাল মেমরি ও 12 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে।

এই ফোনটি অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটে রান করে। OnePlus 7 Pro তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপের প্রাইমারি সেন্সরটি এফ/1.6 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের Sony IMX5867P লেন্স। এই সেন্সরটি অপ্টিক‍্যাল ইমেজ স্টেবিলাইজেশন টেকনিক সাপোর্ট করে। এছাড়া এতে 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স ও 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে যা 117 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সাপোর্ট করে।

আলাদা ধরনের ক‍্যামেরার সঙ্গে এই ফোনগুলি তৈরি করেছে নিজের পরিচয়

OnePlus 7 Pro তে Warp চার্জ 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব‍্যাটারী মাত্র 20 মিনিটে 48 শতাংশ চার্জ হতে পারে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে অক্সিজেন ওএসে কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here