30শে অক্টোবর ভারতে লঞ্চ হবে ওয়ানপ্লাস 6টি, এটি আজ পর্যন্ত কোম্পানির সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন

ফ্ল‍্যাগশিপ কিলার নামে পরিচিত টেক কোম্পানি ওয়ানপ্লাস বিগত কিছু দিন ধরে সমালোচনার শীর্ষে উঠে রয়েছে। কোম্পানি তাদের নতুন ফ্ল‍্যাগশিপ ফোন ওয়ানপ্লাস 6টি ভারতে আসতে চলেছে। ওয়ানপ্লাস 6টি সম্পর্কে এখনও পর্যন্ত অনেক লিক সামনে এসেছে, কিন্তু এখন এইসব লিক ও গুজব শেষ হ‌ওয়ার সময় ঘনিয়ে এসেছে। কোম্পানির ফ‍্যানদের সঙ্গে সমগ্ৰ টেক জগতের সামনে ওয়ানপ্লাস তাদের এই আগামী স্মার্টফোনের লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছে। ওয়ানপ্লাস ইন্ডিয়া জানিয়ে দিয়েছে আগামী 30শে অক্টোবর ভারতে ওয়ানপ্লাস 6টি লঞ্চ করা হবে।

ওয়ানপ্লাস ইন্ডিয়া তাদের অফিসিয়াল টুইটার হ‍্যান্ডেলের মাধ্যমে ওয়ানপ্লাস 6টি এর লঞ্চ সম্পর্কে ঘোষণা করেছে। আগামী 30শে অক্টোবর ওয়ানপ্লাস 6টি ভারতে আসতে চলেছে। ওয়ানপ্লাস 6টি লঞ্চ ডেট জানানোর সঙ্গে সঙ্গে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ফোনটির লঞ্চ সম্পর্কে বেশ কিছু তথ্য জানানো হয়েছে। কোম্পানি আগামী 30 তারিখ রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়াম কমপ্লেক্সে ওয়ানপ্লাস 6টি ফোনটির লঞ্চ ইভেন্ট আয়োজন করা হয়েছে যা রাত 8:30 টার সময় শুরু হবে।

ওয়ানপ্লাস 6টি কোম্পানির প্রথম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত স্মার্টফোন। ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে লিকে বলা হয়েছে এতে 6.4 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে যার ওপর দিকে নচ থাকবে। কোম্পানি এই ফোনটি 8 জিবি র‍্যামসহ লঞ্চ করতে পারে। লিক অনুযায়ী ওয়ানপ্লাস 6টি ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে যা 128 জিবি ও 256 জিবি মেমরিসহ লঞ্চ হবে।

লিক অনুযায়ী ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 710 অথবা স্ন‍্যাপড্রাগন 845 চিপসেটে রান করবে। ফোটোগ্ৰাফির জন্য ওয়ানপ্লাস 6টি এর ব‍্যাক প‍্যানেলে 3ডি ডেপ্থ সেন্সরযুক্ত ডুয়েল রেয়ার ক‍্যামেরা দেখা যেতে পারে সেলফির জন্য এতে 25 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরা থাকতে পারে। পাওয়ার ব‍্যাক‌আপের দিক থেকে ফোনটি এর আগের ভার্সনের চেয়ে অ্যাডভান্স হবে। এতে ডেথ চার্জযুক্ত 3,700 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হতে পারে।

ওয়ানপ্লাস 6টি কটি ভেরিয়েন্টে এদেশে লঞ্চ করা হবে এবং ফোনটির দাম কত হবে তা জানতে এখন 30শে অক্টোবরের অপেক্ষা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here