বলিউডের শাহেনশাহ করলেন ওয়ানপ্লাস ওয়ানপ্লাস 6টি এর ঘোষণা, খুব তাড়াতাড়ি লঞ্চ হবে এই ফ্ল‍্যাগশিপ কিলার

ওয়ানপ্লাস 6টি এর সফলতার পর কোম্পানি আরও একবার নতুন রেকর্ড বানাতে উদ‍্যোগী হয়েছে। অনেক দিন আগে থেকেই শোনা যাচ্ছে কোম্পানি ওয়ানপ্লাস 6 এর একটি নতুন ভার্সন ওয়ানপ্লাস 6টি আনতে চলেছে এবং এই ফোনটি সম্পর্কে বেশ কিছু লিক‌ও সামনে এসেছে। কিন্তু এবার স্বয়ং কোম্পানির পক্ষ থেকে ওয়ানপ্লাস 6টি এর ভারতে লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করেছে। সবচেয়ে বড় কথা ওয়ানপ্লাস 6টি এর ঘোষণা বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন করেছেন।

অমিতাভ বচ্চন ওয়ানপ্লাস ইন্ডিয়ার ব্র‍্যান্ড অ্যাম্বাসাডার। ওয়ানপ্লাস 6 ফোনটিও তিনিই লঞ্চ করেছিলেন। এখন একটি টিভি কমার্শিয়াল অ্যাডভারটাইসমেন্টের মাধ্যমে ওয়ানপ্লাস 6টি লঞ্চের তথ্য জানিয়ে দিয়েছেন। এই অ্যাডে অমিতাভ বচ্চনের হাতে ওয়ানপ্লাস 6টি ফোনটি দেখানো হয়েছে। তিনি বলেছেন ওয়ানপ্লাস 6টিতে স্মার্টফোন আনলক করার এক অত‍্যাধুনিক পদ্ধতি দেখা যাবে, এই কথা থেকে খুব স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে।

ওয়ানপ্লাস 6টির জন্য শপিং সাইট আমাজন ইন্ডিয়ায় প্রোডাক্ট পেজ বানিয়ে “নোটিফাই মি” বাটন দেওয়া হয়েছে। কোম্পানি আপাতত ফোনটির লঞ্চ ডেট জানায়নি তবে মনে করা হচ্ছে আগামী 17ই অক্টোবর এই ফ্ল‍্যাগশিপ কিলার ফোন ওয়ানপ্লাস 6 ফোনটি ভারতে অফিসিয়ালি লঞ্চ করে দেওয়া হবে। লিক থেকে জানা গেছে এতে “ভি” শেপের ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হবে।

ওয়ানপ্লাস 6টি সম্পর্কে এখনও পর্যন্ত যে লিক পাওয়া গেছে তা থেকে জানা গেছে এতে 6.4 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে যার ওপরের দিকে নচ থাকবে। কোম্পানি এই ফোনে 8 জিবি র‍্যাম যোগ করতে পারে। লিক অনুযায়ী ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে একটি 128 জিবি ও অপরটি 256 জিবি মেমরিযুক্ত হবে। এই ফোনে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 710 চিপসেট বা স্ন‍্যাপড্রাগন 845 চিপসেট দেওয়া হতে পারে।

লিক অনুযায়ী ওয়ানপ্লাস 6টিতে ফোটোগ্ৰাফির জন্য ব‍্যাক প‍্যানেলে 3ডি ডেপ্থ সেন্সরযুক্ত ডুয়েল রেয়ার ক‍্যামেরা দেওয়া হতে পারে এবং ফ্রন্ট প‍্যানেলে 25 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হতে পারে। পাওয়ার ব‍্যাক‌আপের দিক থেকেও ফোনটি ওয়ানপ্লাস 6 এর থেকে যথেষ্ট অ্যাডভান্স। এতে ডেথ চার্জসহ 3,700 এম‌এএইচ ব‍্যাটারী দেখা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here