ওয়ানপ্লাস 6টি ভারতে হল লঞ্চ, 8 জিবি র‍্যামের সঙ্গে অন‍্যান‍্য স্মার্টফোনের চেয়ে অনেক এগিয়ে

ফ্ল‍্যাগশিপ কিলার নামে পরিচিত টেক কোম্পানি ওয়ানপ্লাস আজ দীর্ঘ প্রতিক্ষার পর ভারতে তাদের লেটেস্ট ফ্ল‍্যাগশিপ কিলার লঞ্চ করেছে। ওয়ানপ্লাসের পক্ষ থেকে ভারতে ওয়ানপ্লাস 6টি লঞ্চ করা হয়েছে। ওয়ানপ্লাস 6টি এই বছরই লঞ্চ করা কোম্পানির ওয়ানপ্লাস 6 ফোনটির আপগ্ৰেডেড ভার্সন যা সুন্দর লুকের সঙ্গে দুর্দান্ত স্পেসিফিকেশনযুক্ত। ভারতে ফোনটির প্রাথমিক দাম 37,999 টাকা যা পয়লা নভেম্বর থেকে সেল করা হবে।

কোম্পানি ওয়ানপ্লাস 6টি ফোনটি মেটাল ফ্রেম বডিতে বানিয়েছে যার ব‍্যাক প‍্যানেল গ্লাস দিয়ে তৈরি। ওয়ানপ্লাস 6টি কোম্পানির এমন প্রথম স্মার্টফোন যা ছোট “ও” শেপের এয়ারড্রপ ডিসপ্লের সঙ্গে লঞ্চ হয়েছে। এই ফোনে 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.41 ইঞ্চির ফুল এইচডি+ বেজল লেস এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে যা 1080 × 2280 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করে। ওয়ানপ্লাস 6টির স্ক্রিন টু বডি রেশিও 85.7 শতাংশ। কোম্পানি ফোনটির স্ক্রিন প্রোটেক্ট করায় জন্য এতে কর্নিঙ গোরিলা গ্লাস 6 ব‍্যবহার করেছে যা অত‍্যন্ত মজবুত।

স্পেসিফিকেশন সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় ফোনটি অ্যান্ড্রয়েডের সবচেয়ে লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাই এর সঙ্গে কোম্পানির অক্সিজেন ওএসের সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 845 দেওয়া হয়েছে। গ্ৰাফিক্সের জন্য ওয়ানপ্লাস 6টিতে এড্রিনো 630 জিপিইউ দেওয়া হয়েছে। ভারতে ওয়ানপ্লাস 6টি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে যা 6 জিবি র‍্যাম/128 জিবি ইন্টারনাল স্টোরেজ, 8 জিবি র‍্যাম/128 জিবি মেমরি ও 8 জিবি র‍্যাম/256 জিবি মেমরিযুক্ত।

ফোটোগ্ৰাফি সেগমেন্টে ফোনটি ডুয়েল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 16 মেগাপিক্সেলের প্রাইমারি ও 20 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই দুটি ক‍্যামেরা সেন্সর‌ই এফ/1.7 অ্যাপার্চার ক্ষমতাসম্পন্ন। রেয়ার ক‍্যামেরা সেট‌আপ ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন ও অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের মত ফিচারযুক্ত এবং এর সঙ্গেই 4কে রেকর্ডিং করতে সক্ষম। সেলফির জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

কানেক্টিভিটির জন্য ওয়ানপ্লাস 6টি একটি ডুয়েল সিম ফোন যার দুটি সিম স্লটেই 4জি ভোএলটিই চালানো যায়। এতে ব্লুটুথ, ওয়াইফাই ও এন‌এফসির মতো ফিচার আছে। সিকিউরিটির জন্য এতে ফেস আনলক ফিচারের সঙ্গে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ওয়ানপ্লাস 6টিতে ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে ফাস্ট চার্জিং সাপোর্টেড 3,700 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

দামের দিক থেকে ওয়ানপ্লাস 6টি এর 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 37,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এক‌ই ভাবে ফোনটির 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 41,999 টাকা ও 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্ট 45,999 টাকা দাম রাখা হয়েছে। ওয়ানপ্লাস 6টি আজ অর্থাৎ পয়লা নভেম্বর থেকে শপিং সাইট আমাজন ইন্ডিয়া থেকে কেনা যাবে। এবং আগামী 3রা নভেম্বর থেকে ফোনটি আমাজনের সঙ্গে সঙ্গে ওয়ানপ্লাস ওয়েবসাইট ও স্টোর, ক্রোমা ও রিলায়েন্স ডিজিটালে ওপেন সেলের মাধ্যমে কেনা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here