নোকিয়া আনতে চলেছে দ্বিতীয় নচ ডিসপ্লেওয়ালা ফোন, 11ই জুলাই হবে লঞ্চ

অনেক দিন ধরে নোকিয়ার স্মার্টফোন সম্পর্কে বেশ কিছু লিক জানা যাচ্ছিল, এইচ‌এমডি গ্লোবাল তাদের অপর একটি নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোনের ওপর কাজ করছে যা খুব তাড়াতাড়ি টেক জগত সামনে পেশ করা হবে। এবার নোকিয়া স্বয়ং এই আগামী স্মার্টফোনের ওপর থেকে পর্দা সরিয়ে লঞ্চের ঘোষণা করে দিয়েছে। মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েইবোতে একটি পোস্ট শেয়ার করে কোম্পানি জানিয়েছে আগামী 11ই জুলাই একটি নতুন স্মার্টফোন আন্তর্জাতিক বাজারে পেশ করা হবে।

আপাতত কোম্পানির পক্ষ থেকে ফোনটির নাম না জানালেও এটুকু স্পষ্ট করে দিয়েছে যে ফোনটি নোকিয়া এক্স সিরিজের অন্তর্গত হবে। মনে।করা হচ্ছে ফোনটি নোকিয়া 5এক্স বা নোকিয়া 5.1 প্লাস নামের সঙ্গে লঞ্চ করা হতে পারে।

ওয়েইবোতে শেয়ার করা মিডিয়া ইনভাইটে 666 ডিজিটটি ব‍্যবহার করা হয়েছে। হয়তো এই ফোনে 6 ইঞ্চির স্ক্রিন, 6 জিবি র‍্যাম ও কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 বা মিডিয়াটেক হেলিও পি60 চিপসেট দেওয়া হতে পারে। এই ফোনটি সম্পর্কে নোকিয়া আর কোন তথ্য জানায়নি তাই এখন লঞ্চের জন্য অপেক্ষা করা হচ্ছে।

প্রসঙ্গত কিছু দিন আগে নোকিয়ার গ্লোবাল ওয়েবসাইট ও কোম্পানির ইন্ডিয়ান ওয়েবসাইটে একটি সাপোর্ট পেজ দেখা গেছে যেখানে নোকিয়া এক্স6 স্মার্টফোনটি দেখানো হয়েছে। এই ওয়েবপেজটি সামনে আসার পর থেকেই আশা করা হচ্ছে যে কোম্পানি নোকিয়ার এই দ্বিতীয় নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন নোকিয়া এক্স6 খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here