ডুয়েল রেয়ার ক‍্যামেরা, 6 জিবি র‍্যাম আর 128 জিবি মেমরির সাথে ভারতে লঞ্চ হল নোকিয়া 8.1, জেনে নিন এই ফোনের সম্পর্কে সবকিছু

গত সপ্তাহে এইচএমডি গ্লোবাল দুবাইতে একটি ইভেন্ট আয়োজন করে, এই ইভেন্টের মঞ্চে নোকিয়া 8.1 ফোোনটিপেশ করা হয়। এর সাথেই খবর পাওয়া গিয়েছিল 10 তারিখ এই ফোনটি ভারতে লঞ্চ হবে এবং আজ কোম্পানি এই ফোনটি ভারতে পেশ করল। ভারতীয় বাজারে নোকিয়া 8.1 এর দাম 26,999 টাকা রাখা হয়েছে আর এই ফোনটি 26 অক্টোবর থেকে অনলাইন স্টোর আমাজন ইন্ডিয়া আর অফলাইন স্টোরে সেল করা হবে। গত মাসে এই ফোনটি নোকিয়া এক্স7 নামের সাথে চিনে লঞ্চ করা হয়েছিল কিন্তু আন্তর্জাতিক বাজারে ফোনটি নোকিয়া 8.1 নামে পেশ করা হয়েছে। ডুয়েল ক‍্যামেরার এই ফোনটি অনেক দিক থেকেই যথেষ্ট অ্যাডভান্স।

5,000 এম‌এএইচ ব‍্যাটারী, শক্তিশালী প্রসেসর ও নচ স্ক্রিনের সঙ্গে লঞ্চ হল আসুস জেনফোন ম‍্যাক্স প্রো এম2

নোকিয়া 8.1 এর ডিজাইন আর ডিসপ্লে
নোকিয়া 8.1 এর বডি গ্লাস এর তৈরি এবং সাইড প‍্যানেলটি মেটাল ফ্রেমের তৈরি করা হয়েছে। ফোনটির কোয়ালিটি যথেষ্ট ভালো। সাইড প‍্যানেলে ডায়মন্ড কাট এর ব‍্যবহার করা হয়েছে যা এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ। ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার আছে এবং মাঝে ডুয়াল ক‍্যামেরা রয়েছে। এই ফোনটি 18.5:9 আসপেক্ট রেশিওওযুক্ত বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনের উপরের দিকে নচ আছে। কিন্তু নচটি অনেকটাই বড়ো। নচে সেল্ফি ক‍্যামেরার সাথে অন‍্যান‍্য সেন্সারও দেওয়া হয়েছে। ফোনে 2,246 × 1,080 পিক্সেল রেজলিউশনের 6.18 ইঞ্চির টিএফটি স্ক্রিন দেওয়া হয়েছে যা কর্নিঙ গোরিলা গ্লাস কোটেড।

নোকিয়া 8.1 এর অপারেটিং সিস্টেম
নোকিয়া 8.1 এই ফোনটিকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 9 পাই তে পেশ করা হয়েছে। কিন্তু সুখবর হল এতে অ্যান্ড্রয়েড‌ ওয়ান ইন্টিগ্রেশন আছে। অর্থাৎ দুই বছর পর্যন্ত আপনি অ্যানড্রয়েড আপডেট পাবেন। কোম্পানি লঞ্চের সময়‌ও এই কথাটির উল্লেখ করেছে। কোম্পানি এতে স্টক অ্যানড্রয়েড মানে পিওর অ্যানড্রয়েড এর ব্যবহার করেছে এতে আপনি আলাদা কোনো লেয়ারিং পাবেন না। স্বাচ্ছন্দ্যে অ্যানড্রয়েড ওএস এর ব্যবহার করতে পারবেন।

9,999 টাকা দামে লঞ্চ হল নচ স্ক্রিন ও শক্তিশালী ব‍্যাটারীযুক্ত আসুস জেনফোন ম‍্যাক্স এম2, রেডমি 6 প্রোর সঙ্গে প্রতিযোগিতায় এই ফোন

নোকিয়া 8.1 এর প্রোসেসর আর র‍্যাম
এই ফোনে স্ন‍্যাপড্রাগন 710 চিপসেট রান করে আর এতে অক্টাকোর (2.2 গিগাহার্টস, ডুয়াল কোর, ক্রয়ো 360 + 1.7 গিগাহার্টস, হেক্সাকোর, ক্রয়ো 360) প্রসেসর দেওয়া হয়েছে। এর‌ সাথে ফোনটি দুটি র‍্যাম ভেরিয়েন্টে পাওয়া যাবে। ফোনের একটি ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সাথে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। অন‍্য ভেরিয়েন্টটিতে 6 জিবি র‍্যামের সাথে 128 জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে পাওয়া যাবে। ফোনে মেমরি কার্ড সাপোর্ট করে এবং এতে 400 জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে।

নোকিয়া 8.1 এর ক‍্যামেরা
ফোটোগ্রাফির জন্য নোকিয়া 8.1 এ ডুয়াল রেয়ার ক‍্যামেরা দেওয়া আছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে 12 মেগাপিক্সেল + 13 মেগাপিক্সেল ক‍্যামেরা সেন্সার আছে। কোম্পানি ফোনে কার্ল জিজ লেন্সের ব‍্যবহার করেছে যা খুব ভালো ফোটোর জন‍্য ব‍্যবহার করা হয়। এতে ওআইএস অর্থাৎ অপ্টিকেল ইমেজ স্টেবিলাইজেশন আছে যা অল্প হাত নড়লেও ভালো ফোটো তুলতে সক্ষম। সেল্ফি ক‍্যামেরার জন্য কোম্পানি 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দিয়েছে।

ভিভো লঞ্চ করল অত্যন্ত সস্তা নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন ওয়াই81আই, এতে ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে

কানেক্টিভিটি সাপোর্ট
নোকিয়া 8.1 ডুয়াল সিম ফোন যা 4 জি ভোএলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সাথে সিকিউরিটির জন‍্য ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে।

নোকিয়া 8.1 এর ব‍্যাটারি
পাওয়ার ব‍্যাক‌আপের জন‍্য নোকিয়া 8.1 ফার্স্ট চার্জিং সাপোর্ট সহ 3,500 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়া আছে।

শাওমি মি 9 এ থাকবে 48 এমপি ক‍্যামেরাওয়ালা হোল ডিসপ্লে

কালার ভেরিয়েন্ট
এই ফোনটি ব্লু সিল্ভার, স্টিল কপার আর আয়রন স্টিল এই তিনটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে।

নোকিয়া 8.1 এর দাম
নোকিয়া 8.1 এর 4 জিবি র‍্যাম + 64 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 26,999 টাকা আর 6 জিবি র‍্যাম + 128 জিবি মেমরি ভেরিয়েন্টটির দাম কোম্পানি এখনো জানায়নি। এই ফোনটি জানুয়ারিতে ভারতে সেল শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here