ওপ্পো-ভিভোকে টক্কর দিতে আসছে নোকিয়ার নচযুক্ত স্মার্টফোন, 11ই অক্টোবর লঞ্চ হবে নোকিয়া 7.1 প্লাস

নোকিয়ার মালিক কোম্পানি এইচ‌এমডি গ্লোবাল আগামী 4ঠা অক্টোবর লন্ডনে একটি ইভেন্টের আয়োজন করেছে এবং এই মঞ্চেই কোম্পানি তাদের পরবর্তী স্মার্টফোন নোকিয়া 7.1 প্লাস লঞ্চ করা হবে। ফোনটির দাম ও স্পেসিফিকেশন ঘোষণার আগেই ভারতে নোকিয়া ফ‍্যানরা ফোনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা শুরু করে দিয়েছে। ভারতীয় ইউজারদের এই আগ্ৰহ দেখে নোকিয়া জানিয়ে দিয়েছে আগামী 11ই অক্টোবর ভারতে নোকিয়া 7 1 প্লাস লঞ্চ করা হবে।

নোকিয়া 11ই অক্টোবরের লঞ্চ ইভেন্টের জন্য মিডিয়া ইনভাইট পাঠানো শুরু করে দিয়েছে। নোকিয়া আগামী ইভেন্টে কোন কোন লঞ্চ করবে তার উল্লেখ করেনি তবে মনে করা হচ্ছে ওইদিন নোকিয়া 7 1 প্লাস লঞ্চ করা হবে। দেশের উৎসবের শুরু নোকিয়া তাদের এই ফোনের মাধ্যমে করতে চলেছে। বিগত কয়েক দিনের মধ্যে লঞ্চ করা নোকিয়ার ফোনগুলির মতো এই ফোনটিতেও নচ দেখা যাবে।

টেনাতে দেওয়া লিস্টিং অনুযায়ী নোকিয়া 7.1 প্লাস ফোনটি 19:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.18 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী ফোনটি অ্যান্ড্রয়েড ওয়ান ইন্টিগ্রেটেড অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে পেশ করা হবে যা 2.2 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 710 চিপসেটে রান করবে। এই ফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি ও 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজের দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হতে পারে।

টেনাতে দেওয়া তথ্য অনুযায়ী নোকিয়া 7.1 প্লাসের ব‍্যাক প‍্যানেলে 12 মেগাপিক্সেলের প্রাইমারি ও 13 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। সেলফির জন্য এই ফোনে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা থাকতে পারে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,400 এম‌এএইচ ব‍্যাটারী দেখা যেতে পারে। আশা করা হচ্ছে ভারতে নোকিয়া 7.1 প্লাস 25,000 টাকা দামে লঞ্চ করা হবে। নোকিয়া 7.1 প্লাসের সঠিক দাম ও স্পেসিফিকেশনের জন্য 11ই অক্টোবরের অপেক্ষা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here