নোকিয়া 7.1 প্লাসের তথ্য হল লিক, জেনে নিন কেমন হবে ফোনটি

গত মাসে এইচ‌এমডি গ্লোবাল ভারতে নোকিয়া 5.1 ও নোকিয়া 6.1 ফোনের ঘোষণা করে। এরপরই নোকিয়ার আর একটি ফোন সম্পর্কে তথ্য সামনে আসে। খবর আসে কোম্পানি 7.1 প্লাস লঞ্চ করতে পারে এবং এর আগে ফোনটি সম্পর্কে কিছু লিক সামনে আসে। আজ নোকিয়া 7.1 প্লাসের লাইভ ইমেজ লিক হয়েছে যেখানে ফোনটিকে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে। এর সঙ্গে ফোনটির ডিজাইন ও স্ক্রিনের সম্পর্কেও আন্দাজা করা যায়। যেমনটা দেখা গেছে নোকিয়া তাদের প্লাস মডেলগুলি চীনে এক্স নামে লঞ্চ করা হয়েছে তাই মনে করা হচ্ছে এই ফোনটিও চীনে নোকিয়া 7এক্স নামে লঞ্চ করা হতে পারে।

এবারের ফোনটির ডিজাইন একটু নতুন ধরনের। কোম্পানি এতে মেটালিক ফ্রেমের ব‍্যবহার করেছে এবং এর ব‍্যাক প‍্যানেলে গ্লাস দেখা যাবে। এই ফোনে ভার্টিক‍্যাল শেপে ডুয়েল রেয়ার ক‍্যামেরা দেখা যাবে। ক‍্যামেরার নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ক‍্যামেরার পাশে এল‌ইডি ফ্ল‍্যাশ আছে। একসাথে ফোনটির দুটি ফোটো লিক হয়েছে যার থেকে ফোনটির কালার ভেরিয়েন্ট সম্পর্কে জানা গেছে।

ইমেজে নোকিয়া 7.1 প্লাসের সিলভার বিথ হোয়াইট কালার দেখা গেছে। এর সঙ্গেই নিচে কপার ব্রাউন কালার‌ও দেখা যাচ্ছে। আজকের লিকে ফোনটির লঞ্চ ডেট বা স্পেসিফিকেশনের উল্লেখ করা হয়নি। তবে এর আগে নোকিয়া একটি টুইট করেছিল যেখানে বলা হয়েছিল 4ঠা অক্টোবর কোম্পানি একটি গেমিং ফোন লঞ্চ করতে চলেছে। তাই আশা করা হচ্ছে এই ফোনটিই ওই দিন পেশ করা হতে পারে।

এখনও পর্যন্ত জারি হ‌ওয়া লিক থেকে জানা গেছে নোকিয়া 7.1 ও নোকিয়া 7.1 প্লাস নোকিয়ার প্রথম ফোন হতে পারে যা কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 710 চিপসেটে রান করবে। এর সঙ্গে এতে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হতে পারে। তথ্য অনুযায়ী কোম্পানি এতে 19:9 আসপেক্ট রেশিওযুক্ত নচ ডিসপ্লে দেওয়া হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here