নোকিয়া 7.1 হল লঞ্চ, এতে আছে 4 জিবি র‍্যাম, কার্ল জেসিস ক‍্যামেরা ও কোয়ালকমের শক্তিশালী প্রসেসর

নোকিয়ার মালিক কোম্পানি টেক কোম্পানি এইচ‌এমডি গ্লোবাল আগেই ঘোষণা করেছিল যে 4ঠা অক্টোবর কোম্পানি অত‍্যন্ত স্টাইলিশ ও শক্তিশালী স্মার্টফোন টেক জগতের সামনে পেশ করা হবে। আজ ফোনটির ওপর থেকে পর্দা তুলে নিয়ে নোকিয়া 7.1 লঞ্চ করে দিয়েছে। সুন্দর লুক ও শক্তিশালী স্পেসিফিকেশনের সঙ্গে নোকিয়া 7.1 ফোনটি গ্লোবাল মঞ্চে লঞ্চ করে দিয়েছে।

নোকিয়া 7.1 ফোনটি নোকিয়ার প্রথম পিওরডিসপ্লে টেকনিকযুক্ত স্মার্টফোন। এই ফোনটি 6000 সিরিজ অ্যালুমিনিয়াম বডিতে তৈরি যার ফ্রন্ট প‍্যানেলে 19:9 আসপেক্ট রেশিওযুক্ত নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 2280 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 5.84 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে যা আঘাতের হাত থেকে বাচানোর জন্য 2.5ডি কার্ভড কর্নিঙ গোরিলা গ্লাস দিয়ে প্রোটেক্ট করা হয়েছে।

নোকিয়ার এই নতুন ফোনটি অ্যান্ড্রয়েড ওয়ানযুক্ত অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে পেশ করা হয়েছে। অ্যান্ড্রয়েড ওয়ান থাকার দরুণ নোকিয়া 7.1 ফোনটি অ্যান্ড্রয়েড পাই সেল‌আউট হ‌ওয়ার পর নতুন ওএসে আপডেট করা যাবে। নোকিয়া 7.1 এ প্রসেসিঙের জন্য কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 636 চিপসেট দেওয়া হয়েছে যা এর পারফরম্যান্স ফাস্ট ও স্মুথ বানায়।

কোম্পানি নোকিয়া 7.1 এর দুটি ভেরিয়েন্ট পেশ করেছে। একটি ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং অপরটিতে 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি আছে। দুটি ভেরিয়েন্টের মেমরিই মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 400 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফোটোগ্ৰাফির জন্য নোকিয়া 7.1 এর ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ডুয়েল ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এক‌ই ভাবে ফোনের ফ্রন্ট প‍্যানেলে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। কোম্পানি তাদের এই নতুন ফোনে কার্ল জেসিস ফিচার ব‍্যবহার করেছে যা এই ফোনের ফোটো কোয়ালিটি আরও উন্নত করে তোলে।

নোকিয়া 7.1 ফোনটির দুটি মডেল পেশ করা হয়েছে। একটি মডেল সিঙ্গেল সিম এবং অপরটি ডুয়েল সিম সাপোর্ট করে। ফোনটি 4জি এলটিইর সঙ্গে সবরকম বেসিক কানেক্টিভিটি ফিচার সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং এতে ফেস আনলক ফিচার‌ও আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে ফাস্ট চার্জিং সাপোর্টেড 3,060 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে।

এইচ‌এমডি গ্লোবাল নোকিয়া 7.1 ফোনটি গ্লস মিডনাইট ব্লু ও গ্লস স্টীল কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির 3 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 299 ইউরো দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় দামে এর মূল্য প্রায় 25,300 টাকা। ফোনটির 4 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 349 ইউরো দামে লঞ্চ করা হয়েছে যার ভারতীয় দর প্রায় 29,600 টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here