Nokia 6.3/6.4 এর রেন্ডারে দেখা গেল ডিজাইন, লঞ্চের আগেই দেখে নিন লুক

Nokia 6.3 এর লঞ্চ সম্পর্কে আশা করা হচ্ছে কোম্পানি এই বছরের মাঝামাঝি ফোনটি লঞ্চ করতে পারে। শোনা যাচ্ছে কোম্পানি এই ফোনটি ছাড়া Nokia 7.3 এবং ফ্ল‍্যাগশিপ Nokia 9.3 PureView নিয়ে কাজ করছে। এবার টিপস্টার Steve H.McFly অর্থাৎ @OnLeaks টেক ওয়েবসাইট Voice এর মাধ্যমে Nokia 6.3/6.4 এর হাই কোয়ালিটি রেন্ডার জারি করেছেন, যেখানে ফোনটির ডিজাইন দেখা গেছে। 

ছবিতে একটি অত্যন্ত পরিচিত ডিজাইনের ফোন দেখা গেছে। এতে সার্কুলার ক‍্যামেরা মডিউল, ওয়াটারড্রপ নচ, মোটা বেজল ও একটি সবুজ রঙের ফোন বডি থাকবে। এই ডিজাইন অনেকটাই 2019 সালে লঞ্চ করা নোকিয়া 6.2 এর মতো।

এইচ‌এমডি গ্লোবাল ফোনটির নাম কি রাখবে তা নিয়ে এখনও যথেষ্ট দ্বন্দ্ব রয়েছে। তাই টিপস্টার অনুমান করছেন ফোনটি হয় Nokia 6.3 অথবা Nokia 6.4 নামে পেশ করা হতে পারে। রেন্ডারে দেখা গেছে ফোনের ওয়াটারড্রপ নচে সেলফি ক‍্যামেরা দেওয়া হবে এবং ডিসপ্লের নিচের দিকে চ‌ওড়া চিন পার্ট থাকবে।

এই ফোনে ডেডিকেটেড গুগল অ্যাসিসট‍্যান্ট বাটন এবং বাঁদিকের প‍্যানেলে সিম স্লট দেওয়া হবে। ফোনের ওপরের প‍্যানেলে একটি সেকেন্ডারি মাইক্রোফোনের সঙ্গে 3.5 এম‌এম অডিও জ‍্যাক অবস্থিত হবে। ইউএসবি টাইপ সি পোর্ট ও স্পীকার গ্ৰিলের সঙ্গে ফোনের প্রাইমারি মাইক্রোফোন ফোনের নিচের প‍্যানেলে অবস্থিত হবে। ফোনের ব‍্যাক প‍্যানেলে একটি সার্কুলার ক‍্যামেরা মডিউল এবং এর ঠিক নিচে একটি এল‌ইডি ফ্ল‍্যাশ দেওয়া হবে।

স্পেসিফিকেশন

নোকিয়া 6.3 ফোনটিতে 6.45 ইঞ্চির ফ্ল‍্যাট ডিসপ্লে ও 164.9 × 76.8 × 9.2 এম‌এম ডায়মেনশন সহ পেশ করা হতে পারে এবং রেয়ার ক‍্যামেরা বাম্পের সঙ্গে এটি 10.1 এম‌এম চ‌ওড়া হবে। আশা করা হচ্ছে ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730 SoC ও জেইস ব্র‍্যান্ডের কোয়াড ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে পেশ করা হবে। এই সেট‌আপে 24 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ ও ম‍্যাক্রো সেন্সর দেওয়া হতে পারে। ফোনটি সম্পর্কে এখনও পর্যন্ত খুব বেশি কিছু জানা যায়নি। তবে অনলিকসের কথায় ফোনটি এই বছর এপ্রিলের পর লঞ্চ করা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here