কম দামে অফলাইন পাওয়া যাচ্ছে নোকিয়া 6.1, নোকিয়া 5.1 ও নোকিয়া 3.1 স্মার্টফোন

নোকিয়া স্মার্টফোন বিক্রয়কারী কোম্পানি এইচ‌এমডি গ্লোবাল কিছু দিন আগে নোকিয়া 5.1 প্লাস ফোনটি অফলাইন সেল শুরু করে। এবার কোম্পানি নোকিয়া 6.1, নোকিয়া 5.1 ও নোকিয়া 3.1 স্মার্টফোনগুলিও অফলাইন পেশ করেছে, যেখানে ফোনগুলি কম দামে সেল করা হচ্ছে। এতদিন ফোনগুলি শুধুমাত্র অনলাইনেই সেল করা হত।

জিওফোন ইউজারদের জন্য লঞ্চ হল দুটি নতুন প্ল‍্যান, একবার রিচার্জ করলে পাওয়া যাবে 168 দিনের বেনিফিট

এখন থেকে ভারতে এই ফোনগুলি অফলাইন স্টোরেও পাওয়া যাবে। অনলাইনের তুলনায় অফলাইনে কম দাম দিতে হবে। 91মোবাইলস অফলাইন রিটেইল স্টোর থেকে এই খবর পেয়েছে। নোকিয়া 6.1 এর 3 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট অফলাইনে 11,999 দামে কেনা যাবে। এর আগে ফোনটি 13,499 টাকা দামে সেল করা হতো। এক‌ই ভাবে ফোনটির 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 16,499 টাকার বদলে 13,999 টাকা দামে বিক্রি করা হবে।

নোকিয়া 5.1 এর 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট এখন অফলাইনে 2,000 টাকা কমে 8,999 টাকা দামে কেনা যাবে। তবে অনলাইনে ডিভাইসটি 8,680 টাকা দামে বিক্রি করা হচ্ছিল।

লঞ্চের আগেই দেখুন স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 ও গ‍্যালাক্সি এস10 প্লাসের লাইভ ইমেজ, দেখে অবাক হতে হয়

নোকিয়া 6.1 এ অক্টাকোর স্ন‍্যাপড্রাগন 630 এস‌ওসি আছে। এতে 16:9 আসপেক্ট রেশিওযুক্ত 1,080 × 1,920 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5.5 ইঞ্চির ডিসপ্লে আছে। ফোটোগ্ৰাফির জন্য এতে 16 মেগাপিক্সেল প্রাইমারি ক‍্যামেরা ও 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরা, সিকিউরিটির জন্য রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রিডার ও পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 3,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া আছে।

নোকিয়া 5.1 এ অক্টাকোর মিডিয়াটেক হেলিও পি18 চিপসেট ও 5.5 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে আছে। ফোটোগ্ৰাফির জন্য এতে 16 মেগাপিক্সেল প্রাইমারি ও 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরা আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 2,970 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

ডিটিএইচ চ‍্যানেলের দাম নিয়ে সমস্যা? সাহায্য করবে এই অ্যাপ

নোকিয়া 3.1 এ মিডিয়াটেক এমটি6750 চিপসেট, 5.2 ইঞ্চির ডিসপ্লে, 13 মেগাপিক্সেল প্রাইমারি ও 8 মেগাপিক্সেল সেলফি শুটার ও 2,990 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here