ভারতে লঞ্চ হল Nokia 5.4, স্পেসিফিকেশনের ক্ষমতায় প্রতিযোগিতায় ফেলবে চাইনিজ ব্র‍্যান্ডগুলিকে

ইতিমধ্যে নোকিয়া তাদের ফ‍্যানদের জন্য ভ‍্যালেন্টাইনস সপ্তাহ স্পেশাল করে তুলেছে। কোম্পানি মোবাইল প্রেমীদের জন্য ভারতে একসঙ্গে Nokia 3.4 এবং Nokia 5.4 নামের দুটি নতুন ফোন লঞ্চ করেছে। নোকিয়ার মালিক কোম্পানি এইচএমডি গ্লোবাল দুটি ফোনই লো বাজেটে পেশ করেছে, এর মধ্যে Nokia 5.4 ফোনটির প্রাথমিক দাম শুরু 13,999 টাকা থেকে এবং Nokia 3.4 ফোনটির দাম রাখা হয়েছে 11,999 টাকা। Nokia 3.4 এর ডিটেইলস জানতে এখানে ক্লিক করুন। Nokia 5.4 সম্পর্কে জানতে পড়তে থাকুন।

আরও পড়ুন: মার্চ মাসে ভারতে আসবে Redmi Note 10 সিরিজ, 10 তারিখ হতে পারে লঞ্চ

ভেরিয়েন্ট ও দাম

ভারতে Nokia 5.4 ফোনটি দুটি র‍্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি আছে এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 6 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। Nokia 5.4 এর 4 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 13,999 টাকা এবং 6 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 15,499 টাকা দামে Dusk ও Polar Night কালার ভেরিয়েন্টে আগামী 17 ফেব্রুয়ারি থেকে সেল করা হবে।

লুক ও ডিজাইন

Nokia 5.4 ফোনটি কোম্পানির পক্ষ থেকে পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। স্ক্রিনের দুই পাশ সাইড বেজলের সঙ্গে মিলিত এবং নিচের দিকে নোকিয়ার ব্র‍্যান্ডিং সমেত কিছুটা চিন পার্ট আছে। ডিসপ্লের ওপরের বাঁদিকের কোণায় সেলফি ক‍্যামেরাসহ পাঞ্চ হোল কাট‌আউট অবস্থিত। ফোনের ব‍্যাক প‍্যানেলে একটি রিঙের মধ্যে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এই সেট‌আপের ডানদিকে ফ্ল‍্যাশ লাইট এবং নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ব‍্যাক প‍্যানেলে ভার্টিক‍্যাল শেপে কোম্পানির ব্র‍্যান্ডিং আছে।

আরও পড়ুন: Samsung এর স্ট্রোক: লঞ্চ করল কোম্পানির সবচেয়ে সস্তা 5G ফোন Samsung Galaxy A32, সব দিক থেকে এগিয়ে এই স্মার্টফোন

ফিচার ও স্পেসিফিকেশন

কোম্পানি তাদের Nokia 5.4 এ এইচডি+ রেজলিউশন সাপোর্টেড 6.39 ইঞ্চির আইপিএস এলসিডি পাঞ্চ হোল ডিসপ্লে যোগ করেছে। এইচ‌এমডি গ্লোবাল তাদের এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 স্টক ভার্সনের সঙ্গে লঞ্চ করেছে যা শীঘ্রই অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমে আপডেট হয়ে যাবে। প্রসেসিঙের জন্য Nokia 5.4 এ অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 662 চিপসেট দেওয়া হয়েছে।

ফোটোগ্রাফির জন্য Nokia 5.4 এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আছে। এর সঙ্গে এই ফোনে 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

আরও পড়ুন: লেনোভো আনছে সস্তা নতুন স্মার্টফোন Lenovo K13, জেনে নিন স্পেসিফিকেশন

Nokia 5.4 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটির সঙ্গে সিকিউরিটির জন্য এই ফোনে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক দেওয়া হয়েছে। এক‌ইভাবে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Nokia 5.4 এ 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here