চীনের কোম্পানিকে টক্কর দিতে আসছে Nokia 5.4, জেনে নিন বিশেষত্ব

আগেই খবর পাওয়া গিয়েছিল নোকিয়ার মালিক কোম্পানি এইচ‌এমডি গ্লোবাল তাদের আগামী ফোনে কাজ করছে যা Nokia 5.4 নামে পেশ করা হবে। বিভিন্ন লিকের মাধ্যমে এই ফোনের কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। কোম্পানি এখনও জানায়নি এই ফোনটি কবে পেশ করা হবে। অন‍্যদিকে লঞ্চের আগেই ফোনটি গুগলের ওয়েবসাইটে লিস্টেড হয়ে গেছে।

আরও পড়ুন: নন চাইনিজ কোম্পানি আনছে 600MP ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন, বদলে যাবে মোবাইল ফোনের ইতিহাস

আসলে Google AR Core supported devices list এ Nokia 5.4 ফোনটি যোগ করে দেওয়া হয়েছে। এই লিস্টে স্পষ্ট কোম্পানির নাম এইচ‌এমডি গ্লোবাল ও ফোনের নাম Nokia 5.4 এর উল্লেখ আছে। এই লিস্ট থেকে ফোনের ফিচার সম্পর্কে বেশি কিছু জানা যায়নি, তবে লিস্টে নাম থাকায় মনে করা হচ্ছে Nokia 5.4 ফোনটি বিশেষ আগিউমেন্টেড রিয়ালিটি ফিচারের সঙ্গে পেশ করা হবে এবং এতে এআর ইমোজিসহ আরও অন‍্যান‍্য আকর্ষণীয় ফিচার দেখা যাবে। এই ফোনে উন্নত এআর কোয়ালিটি থাকায় নিঃসন্দেহে ইউজার এক্সপেরিয়েন্স অন‍্য লেভেলের হবে।

Nokia 5.4

এখনও পর্যন্ত পাওয়া লিক অনুযায়ী Nokia 5.4 এ 6.39 ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে প‍্যানেল দেওয়া হবে। তবে এই ফোনে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হবে নাকি পাঞ্চ হোল ডিসপ্লে তা এখনই বলা সম্ভব নয়। এই ফোনটির ডায়মেনশন 160.97 × 75.99 × 8.70 এম‌এম হবে এবং ওজন হবে 182 গ্ৰাম। কোম্পানি এই ফোনটি ব্লু ও পার্পল কালার ভেরিয়েন্টে পেশ করবে।

আরও পড়ুন: চাইনিজ কোম্পানি Xiaomi এর বিরুদ্ধে আদালতে এই কোম্পানি, ভারতে বন্ধ হতে পারে স্মার্টফোন বিক্রি

এছাড়া Nokia 5.4 এ কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 662 চিপসেট দেওয়া হবে। এই ফোনে 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। Nokia 5.4 এ দুটি সিম কার্ড ও একটি মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হবে। এই ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে কোম্পানির কাস্টম ইউআই থাকবে। ফোনের ব‍্যাক প‍্যানেলে সিকিউরিটির জন্য রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে।

ফোটোগ্রাফির জন্য Nokia 5.4 এর ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি, 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর থাকবে। সেলফির জন্য Nokia 5.4 এ 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী যোগ করা হবে বলে জানা গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here