নোকিয়া ভারতে লঞ্চ করল তিনটি দুর্দান্ত অ্যান্ড্রয়েড ফোন, জেনে নিন দাম, স্পেশিফিকেশন ও ফিচার

নোকিয়া কিছু দিন আগে আন্তর্জাতিক বাজারে তাদের তিনটি নতুন স্মার্টফোন নোকিয়া 5.1, নোকিয়া 3.1 ও নোকিয়া 2.1 পেশ করেছে। আজ কোম্পানি ইন্ডিয়ান ফ‍্যানদের জন্য এদেশে এই তিনটি স্মার্টফোন‌ই ভারতীয় মার্কেটে লঞ্চ করে দিয়েছে। নোকিয়ার মালিক কোম্পানি এইচ‌এমডি গ্লোবাল নোকিয়া 5.1 ও নোকিয়া 2.1 এর সঙ্গে নোকিয়া 3.1ও নতুন আপডেটের সঙ্গে বাজারে এনেছে। দারুণ বিল্ড কোয়ালিটি ও লুকের সঙ্গে এই তিনটি স্মার্টফোন বিভিন্ন বাজেটে দুর্দান্ত স্পেশিফিকেশন দেয়। এই তিনটি স্মার্টফোন আগামী 12ই আগস্ট থেকে অনলাইন শপিং সাইটের সঙ্গে অফলাইন রিটেইল স্টোর থেকেও কেনা যাবে।

নোকিয়া 5.1
নোকিয়া 5.1 মেটাল ইউনিবডি ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। কোম্পানি এতে অ্যালুমিনিয়াম 6000 সিরিজের ব‍্যবহার করেছে যা উন্নতমানের বিল্ড কোয়ালিটির জন্য পরিচিত। ফোনটি 18:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনে 5.5 ইঞ্চির আইপিএস স্ক্রিন দেওয়া হয়েছে যা কর্নিঙ গোরিলা গ্লাস 3 দিয়ে প্রোটেক্টেড।

নোকিয়া 5.1 অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 2.0 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি18 চিপসেটে কাজ করে। কোম্পানি এতে 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি যোগ করেছে। ফোটোগ্ৰাফির জন্য নোকিয়া 5.1 এর ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশযুক্ত 16 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা ও 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোনে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্স‍রের সঙ্গে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 3,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে।

নোকিয়া 5.1 কপার, টেম্পার্ড ব্লু ও ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে 14,499 টাকার বিনিময়ে কেনা যাবে।

নোকিয়া 2.1
নোকিয়া 2.1 কোম্পানির পেশ করা সেকেন্ড জেনারেশনের সবচেয়ে সস্তা স্মার্টফোন। এতে 5.5 ইঞ্চির এইচডি স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনটিও অ্যান্ড্রয়েড ওয়ান আধারিত অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে পেশ করা হয়েছে যার সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 425 চিপসেটে রান করে। কোম্পানি এতে 1 জিবি র‍্যাম দিয়েছে। ফোনে 8 জিবি ইন্টারনাল মেমরি আছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যাবে।

ফোটোগ্ৰাফির জন্য নোকিয়া 2.1 এর ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশযুক্ত 8:মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে এবং সেলফির জন্য 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এই ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে। কোম্পানির দাবি অনুযায়ী ফোনটি 2 দিনের ব‍্যাটারী ব‍্যাক‌আপ দিতে সক্ষম।

নোকিয়া 2.1 ব্লু কপার, গ্ৰে কপার ও গ্ৰে সিলভার কালার ভেরিয়েন্টে 6,999 টাকার বিনিময়ে কেনা যাবে।

নোকিয়া 3.1
জুলাই মাসে নোকিয়া ভারতে নোকিয়া 3.1 লঞ্চ করেছিল। এই ফোনটি উন্নত করে পাওয়ার বাড়িয়ে ফোনটির 3 জিবি র‍্যাম ভেরিয়েন্ট পেশ করা হয়েছে যা 32 জিবি মেমরি সাপোর্ট করে। এই ফোনে 18:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস ডিসপ্লে দেওয়া হয়েছে যার অ্যাজ অ্যালুমিনিয়াম ডিজাইনে বানানো। এতে 2.5ডি কার্ভড কর্নিঙ গোরিলা গ্লাস দিয়ে প্রোটেক্টেড 5.2 এইচডি+ স্ক্রিন আছে।

নোকিয়া 3 1ও অ্যান্ড্রয়েড ওয়ান আধারিত অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 1.5 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক 6750 চিপসেটে রান করে। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে এবং সেলফির জন্য 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। ফোনটি এআর অ্যাপ সাপোর্ট করে এবং পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 2,990 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

এই ফোনটি ব্লু কপার, ব্ল‍্যাক ক্রোম ও হোয়াইট আয়রন কালার ভেরিয়েন্টে 11,999 টাকার বিনিময়ে পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here