Xiaomi ও Realme কে টক্কর দিতে এল Nokia 3.4 স্মার্টফোন, মাত্র 11,999 টাকা দামে হল লঞ্চ

নোকিয়া ভারতে তাদের জায়গা তৈরির জন্য Nokia 3.4 ও Nokia 5.4 নামের দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। সুন্দর লুক এবং অসাধারণ স্পেসিফিকেশনযুক্ত এই ফোনদুটি কোম্পানি লো বাজেট সেগমেন্টে পেশ করেছে এবং এগুলি শাওমি ও রিয়েলমির মতো চাইনিজ ব্র‍্যান্ডগুলিকে কড়া টেক্কা দেবে। এই পোস্টে আমরা Nokia 3.4 এর ফুল ডিটেইলস সম্পর্কে কথা বলব। Nokia 5.4 এর ফিচার, স্পেসিফিকেশন ও দাম জানতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন: Samsung এর স্ট্রোক: লঞ্চ করল কোম্পানির সবচেয়ে সস্তা 5G ফোন Samsung Galaxy A32, সব দিক থেকে এগিয়ে এই স্মার্টফোন

লুক ও ডিজাইন

নোকিয়া তাদের Nokia 3.4 ফোনটির মাধ্যমে কম দামে প্রিমিয়াম লুক‌ওয়ালা স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির এই ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে তিন দিক বেজল লেস হলেও নিচের দিকে চিন পার্ট আছে। ডিসপ্লের ওপরের বাঁদিকে সেলফি ক‍্যামেরার সঙ্গে পাঞ্চ হোল কাট‌আউট দেওয়া হয়েছে।

Nokia 3.4 এর ব‍্যাক প‍্যানেলে একটি সার্কুলার শেপের মধ্যে তিনটি ক‍্যামেরা সেন্সর ও একটি ফ্ল‍্যাশ লাইটসহ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই চারটি অবজেক্ট একটি রিঙে অবস্থিত এবং মাঝখানে খালি। ক‍্যামেরা সেন্সরের ঠিক নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার আছে। ফোনটির সাইড প‍্যানেলে পাওয়ার বাটন ও ভলিউম রকার বাটনের সঙ্গে গুগল অ্যাসিসট‍্যান্ট শর্টকাট বাটন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: লেনোভো আনছে সস্তা নতুন স্মার্টফোন Lenovo K13, জেনে নিন স্পেসিফিকেশন

ফিচার ও স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে Nokia 3.4 ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 720 × 1560 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.39 ইঞ্চির এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির এই স্ক্রিন 400 নিটস ব্রাইটনেসে ভিজুয়াল দিতে সক্ষম। Nokia 3.4 এর ডায়মেনশন 160.97 × 75.99 × 8.7 এম‌এম এবং ওজন 180 গ্ৰাম। এই ফোনটি Charcoal, Dusk ও Fjord কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

Nokia 3.4 ফোনটি অ্যান্ড্রয়েড 11 রেডি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে। ভারতে ফোনটি 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরির সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়। প্রসেসিঙের জন্য Nokia 3.4 এ 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 460 চিপসেট দেওয়া হয়েছে।

আরও পড়ুন: লঞ্চের আগে দেখে নিন Redmi K40 এবং Redmi K40 Pro এর ফোটো, এই মাসেই আসছে মার্কেটে

ফোটোগ্রাফির জন্য Nokia 3.4 এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ রয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং 5 মেগাপিক্সেলের আল্ট্রা মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর আছে।

Nokia 3.4 একটি রিয়েল ডুয়েল সিম স্মার্টফোন যেখানে এক‌ই সঙ্গে দুটি সিম কার্ড ও একটি মেমরি কার্ড ব্যবহার করা যায়। 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক ও বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এতে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Nokia 3.4 এ 4,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। আগামী 20 ফেব্রুয়ারি থেকে ফোনটি 11,999 টাকার বিনিময়ে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here