কম দামে লঞ্চ হল Nokia 2.3, তবে কি ভারতে পিছিয়ে পড়বে শাওমি?

Nokia ব্র‍্যান্ডের স্মার্টফোন নির্মাণকারী ও সেল করা কোম্পানি এইচ‌এমডি গ্লোবাল অফিসিয়ালি Nokia 2.3 লঞ্চ করে দিয়েছে। ইছিপ্টে আয়োজিত একটি ইভেন্টের মঞ্চে কোম্পানি এই বাজেট স্মার্টফোনটি লঞ্চ করেছে। আসলে এই ফোনটি কোম্পানির Nokia 2.2 এর আপগ্ৰেডেড ভার্সন।

আরও পড়ুন : ফোন ব্লাস্টের ক্ষেত্রে ইউজারের দায়বদ্ধতা কতটা? ভয় না পেয়ে প্রতিকার জেনে নিন

Nokia 2.3 এর দাম

ইউরোপে Nokia 2.3 ফোনটি EUR 109 (প্রায় 8,600 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। ফোনটি ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে Cyan Green, Sand ও Charcoal কালার ভেরিয়েন্টে সেল করা হবে। তবে ভারতে Nokia 2.3 ফোনটি কবে লঞ্চ করা হবে সেবিষয়ে কোম্পানি কোনো তথ্য জানায়নি। কিন্তু নোকিয়া ইন্ডিয়ার ওয়েবসাইটে এই ফোনটি 5,999 টাকা দামে লিস্টেড করা হয়েছে। তাই মনে করা হচ্ছে কোম্পানি ভুল করে ফোনটি দামসহ ফোনটি ওয়েবসাইটে লিস্টেড করেছে।

Nokia 2.3 এর স্পেসিফিকেশন

কোম্পানি Nokia 2.3 ফোনটি 19:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে। এতে 6.2 ইঞ্চির “অ্যাডভান্সড” ইন সেল এইচডি+ রেজলিউশনযুক্ত ডিসপ্লে আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে এবং কোম্পানির কথা অনুযায়ী এই ব‍্যাটারী 2 দিন পর্যন্ত চলবে। এই ফোনটি 2 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরিসহ মিডিয়াটেকের এন্ট্রি লেভেল চিপসেট Helio A22 চিপসেটে রান করে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

আরও পড়ুন : Reliance Jio এর 129 টাকা, Airtel এর 148 টাকা নাকি Vodafone এর 149 টাকা, জেনে নিন কোন প্ল‍্যানে পাওয়া যাবে 28 দিনের জন্য সবচেয়ে বেশি বেনিফিট

ফোটোগ্ৰাফির জন্য Nokia 2.3 তে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই‌ সেট‌আপে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর আছে। এর সঙ্গে এই ফোনে ভিডিও কল ও সেলফির জন্য 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। Nokia 2.3 ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে যা পরবর্তী সময়ে অ্যান্ড্রয়েড 10 এ আপডেট করে দেওয়া হবে। এছাড়া এই ফোনে গুগল অ্যাসিস্ট‍্যান্টের জন্য আলাদা বাটন ও ফেস আনলক ফিচার আছে।

প্রসঙ্গত জানিয়ে রাখি গত বৃহস্পতিবার Nokia ভারতীয় টেলিভিশন মার্কেটে তাদের কেরামতি দেখানোর উদ্দেশ্য নিয়ে ব্র‍্যান্ডের প্রথম স্মার্ট টিভি লঞ্চ করেছে। Xiaomi, OnePlus ও Motorola এর পর Nokia এর নাম‌ও সেইসব স্মার্টফোন কোম্পানির লিস্টে জুড়ে গেছে যারা স্মার্টফোনের সঙ্গে সঙ্গে স্মার্ট টিভিও সেল করে। Nokia Smart TV আগামী 10 ডিসেম্বর থেকে ভারতে সেল করা হবে।

আরও পড়ুন : Nokia এর নতুন চাল, ভারতে লঞ্চ হল ব্র‍্যান্ডের প্রথম Smart TV, প্রতিযোগিতার মুখে Xiaomi ও OnePlus

Nokia Smart TV এর সঙ্গে JBL টেলিভিশন প্রোডাক্টে অংশগ্রহণ করল। Nokia Smart TV তে JBL এর স্পীকার দেওয়া হয়েছে যা Dolby Audio এবং DTS TruSurround সাপোর্ট করে। তাই সাউন্ডের দিক থেকে Nokia Smart TV যথেষ্ট এগিয়ে। এই টিভিতে ক্লিয়ার ভোকাল টোন ও মিনিমাল হারমোনিক ডিস্ট্রোশানের দুর্দান্ত এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এর সঙ্গেই Nokia Smart TV 5.1 সারাউন্ড সাউন্ড সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here