ভারতে লঞ্চ হল বিশেষ ডিজাইনযুক্ত Moto Razr, প্রতিযোগিতার মুখে Samsung Galaxy Z Flip

গতকাল টেক কোম্পানি মোটোরোলা ভারতে তাদের লেটেস্ট ফোল্ডেবল স্মার্টফোন Moto Razr লঞ্চ করে দিয়েছে। কোম্পানি এর আগে এই ফোনটি আমেরিকার মার্কেটে পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি অসাধারণ ক‍্যামেরা, শক্তিশালী প্রসেসর ও র‍্যামের সঙ্গে লঞ্চ করা হয়েছে। মনে করা হচ্ছে এই ফোনটি ভারতে আগে থেকে লঞ্চ করা স‍্যামসাং গ‍্যালাক্সি জেড ফ্লিপ ফোনটিকে টক্কর দেবে।

আরও পড়ুন: 4000 mAh ব‍্যাটারী ও ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Samsung এর সবচেয়ে সস্তা পাঞ্চ-হোল ডিসপ্লেওয়ালা স্মার্টফোন Galaxy A11

অসাধারণ ডিজাইন

এই ফোনটি ফার্স্ট জেনারেশন Moto Razr এর থেকে সবদিক থেকে যথেষ্ট আলাদা। কোম্পানি এই ফোনটি অসাধারণ ফোল্ডেবল ডিসপ্লে ডিজাইনের সঙ্গে লঞ্চ করেছে। এই ফোনটি ভার্টিক‍্যালি ভাঁজ হয়। কোম্পানি প্রথম প্রজম্মের Moto Razr এর অনুকরণে এই ডিজাইন তৈরি করেছে। কোম্পানি এই ডিজাইনটি Clamshell নামে পেশ করেছে। ফোনটিতে মেইন ডিসপ্লে ছাড়াও একটি আউটার ডিসপ্লে আছে যেখানে ফোনের ফোল্ড না খুলেই নোটিফিকেশন দেখা যায়। ফোনের ভাঁজ খুললে স্ক্রিনে নচ দেখা যাবে। ফোনটির আউটার প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

দুর্দান্ত ডিসপ্লে

এই ফোনে 876 × 2142 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.2 ইঞ্চির ওএল‌ইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোল্ড করলে এই ফোনের বাইরের প‍্যানেলে একটি 2.7 ইঞ্চির স্ক্রিন পাওয়া যাবে। ইউজাররা এই স্ক্রিনের সাহায্যে সেলফি ক্লিক করার সঙ্গে সঙ্গে ম‍্যাসেজ নোটিফিকেশন ও মিউজিক কন্ট্রোল করতে পারবেন।

আরও পড়ুন: .মোবাইল কিনতে চান? তাড়াতাড়ি করুন, দাম বাড়বে আগামী মাসে

ক‍্যামেরার কামাল

ফোটোগ্রাফির জন্য Moto Razr এ দুটি ক‍্যামেরা সেন্সর আছে। এই ফোনে নাইট ভিশন মোডযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক‍্যামেরা দেওয়া হয়েছে। নাইট ভিশন মোড থাকায় ইউজাররা এই ফোনের সাহায্যে রাতেও দুর্দান্ত ফোটো ক্লিক করতে পারবেন। এছাড়া এই ফোনের ক‍্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই টেকনোলজি যোগ করা হয়েছে। এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

স্পেসিফিকেশন

এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই আউট অফ দি বক্সে কাজ করে। এই ফোনটি শুধুমাত্র ই-সিম কার্ড সাপোর্ট করে। এফোনে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরিসহ লঞ্চ করা হয়েছে। ভারতে লঞ্চ করা Moto Razr কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 710 চিপসেটে রান করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 2,150 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনে 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক দেওয়া হয়নি। অডিওর জন্য এই ফোনে ইউএসবি টাইপ সি পোর্ট ও ব্লুটুথ আছে।

দাম

কোম্পানি তাদের Moto Razr ফোনটি 1,24,000 টাকা দামে লঞ্চ করেছে। এই ফোনের সঙ্গে রিলায়েন্স জিওর 4,999 টাকার প্রিপেইড প্ল‍্যানটি রিচার্জ করলে ডবল ডেটা ও ডবল ভ‍্যালিডিটি উপভোগ করা যাবে। এই ফোনটি কেনার সময় সিটি ব‍্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে 10,000 টাকার ক‍্যাশব‍্যাক অফার পাওয়া যাবে। এছাড়াও এর সঙ্গে মোটোকেয়ার অ্যাক্সিডেন্ট ড‍্যামেজ প্রোটেকশন প্ল‍্যানে ডিসকাউন্ট দেওয়া হবে। ইতিমধ্যে ফোনটির প্রিবুকিং শুরু হয়ে গেছে এবং আগামী 2 এপ্রিল থেকে Moto Razr এর সেল শুরু হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here