Geekbench এ নিজের শক্তি প্রদর্শন করলো Motorola Moto E30, জানুন এই সস্তা স্মার্টফোনে‌র বৈশিষ্ট্য

Motorola চলতি দিনে মার্কেটে নিজের নতুন বাজেট স্মার্টফোনকে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। মোটোরোলা বিগত কয়েক মাসে G সিরিজের বহু স্মার্টফোন লঞ্চ করেছে। এখন কোম্পানি নিজের E সিরিজের স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। মোটোরোলার আপকামিং বাজেট স্মার্টফোন Moto E30 কে বেঞ্চমার্ক টেস্টিং প্ল‍্যাটফর্ম Geekbench এ স্পট করা গেছে। Geekbench এর লিস্টিং থেকে জনা গেছে যে মোটোরোলার এই ফোনটিকে Unisoc চিপসেট আর 2GB RAM এর সাথে মার্কেটে পেশ করা হবে। এর সাথেই Moto E30 স্মার্টফোন Android Go প্ল‍্যাটফর্মে রান করবে। এখানে আমরা আপনাকে Geekbench 5 লিস্টিং থেকে জানতে পারা তথ্য জানাবো।

Motorola Moto E30 স্পেসিফিকেশন্স (গীকবেঞ্চ)

মোটোরোলা‌র এই স্মার্টফোনে‌র স্পেসিফিকেশন্স MySmartPrice সবচেয়ে আগে স্পট করেছে। Motorola খুব শীঘ্রই মার্কেটে Moto E30 কে বাজেট সেগ্মেন্টে মার্কেটে পেশ করতে পারে। Geekbench 5 এর সিঙ্গেল কোর আর মাল্টি কোর টেস্টে মোটোরোলা‌র এই স্মার্টফোন যথাক্রমে 305 আর 762 পয়েন্ট স্কোর পেয়েছে।

মোটোরোলা‌র এই স্মার্টফোনে‌র কোডনেম Cyprus যা Unisoc চিপসেটে‌র সাথে 2GB RAM যুক্ত হবে। মোটোরোলা‌র এই স্মার্টফোন Android 11 Go তে রান করবে। প্রসেসরের কথা বললে এতে 8 কোর হবে আর এর ক্লক স্পীড 1.82 GHz। এই লিস্টিং থেকে আপাতত Moto E30 স্মার্টফোন সম্পর্কে বেশি তথ্য জানা যায়নি। অথচ কানাঘুষো শোনা যাচ্ছে যে এই স্মার্টফোনটিকে মার্কেটে 10 হাজার টাকার কম দামে পেশ করা যেতে পারে।

Motorola Moto E30 স্পেসিফিকেশন্স (সম্ভাব্য)

Motorola এর এই স্মার্টফোনে 4,000mAh বা 5,000mAh এর ব‍্যাটারী দেওয়া যেতে পারে। ক‍্যামেরার কথা বললে ফোনে সিঙ্গেল বা ডুয়াল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ পেশ করা যেতে পারে। মোটোরোলার এই স্মার্টফোনকে 32GB আর 64GB স্টোরেজ অপশনের সাথে পেশ করা যেতে পারে। এই সব স্পেসিফিকেশন্সের স্মার্টফোন মার্কেটে 10 হাজার টাকা পর্যন্ত দামের মধ্যে উপলব্ধ।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here