মোটোরোলার বাজিমাত, Motorola Air Charging এর মাধ্যমে তার আর চার্জিং প‍্যাড ছাড়াই চার্জ হবে স্মার্টফোন

মোটোরোলা বিগত কিছু সময় ধরে নতুন চার্জিং টেকনোলজিতে কাজ করছিল। মোটোরোলা নিজের নতুন Motorola Air Charging পেশ করেছে। যেমনটা নাম থেকেই বোঝা যাচ্ছে যে ফোনকে চার্জ করার জন্য কোনো ওয়ার (তার) বা কোনো চার্জিং প‍্যাড (ওয়ারলেস চার্জিং) এর প্রয়োজন নেই। অর্থাৎ ফোন হাওয়ার মাধ্যমে চার্জ হয়ে যাবে। এই টেকনোলজিতে বিগত কয়েক বছর ধরছ কোম্পানি গুলি কাজ করছে। এখন মোটোরোলা এই টেকনোলজি কন্সেপ্টকে প্রথম বার সবার সামনে নিয়ে এসেছে। এমতাবস্থায় মনে হচ্ছে যে কোম্পানি গুলি কিছু সময় পরে এয়ার চার্জিং টেকনোলজিকে কমার্শিয়ালি লঞ্চ করতে পারে।

Motorola Air Charge এর কথা বললে এটি কোনো ওয়াইফাই রাউটারের মতোই দেখতে। অথচ এখন এই টেকনোলজির সম্পর্কে ডিটেইলে কোনো তথ্য উপলব্ধ নেই। কিন্তু এটিকে দেখে মনে হচ্ছে যে এটি সেন্টার ডিভাইসের রূপে কাজ করবে যা ইলেকট্রিক চার্জ হাওয়ার মাধ্যমে ট্রান্সমিট করবে। যেমন হাওয়ার মাধ্যমে বিদ্যুৎ এর সঞ্চালনের নীতির সম্পর্কে পরিচিত। Motorola Air Charge ও একটি নিশ্চিত রেঞ্জের মধ্যে 3 মিটার (অথবা প্রায় 10 ফিট) কাজ করে। মোটোরোলা এয়ার চার্জ যেকোনো ডিভাইস চার্জ করার জন্য তার তাপমাত্রা 100 ডিগ্রী ফারেনহাইট বা 37.8 ডিগ্রী সেলসিয়াসের মধ্যে হতে হবে।

5W চার্জিং স্পীড

যদি এই ক্রায়টেরিয়া মিলে যায় যা এয়ার চার্জিং প্ল‍্যাটফর্মে কাজ করে আর 5W চার্জিং স্পীড দিয়ে একসাথে চারটি ডিভাইস চার্জ করে। আপাতত এই টেকনোলজি প্রি-কমার্শিয়াল স্টেজে উপলব্ধ। এই চার্জিং স্পেসিফিকেশন্সের ডিটেইল ইন্ফরমেশন উপলব্ধ নেই। অথচ এয়ার চার্জিং কন্সেপ্ট থেকে এটি বোঝা যাচ্ছে যে এই টেকনোলজি ভবিষ্যতে পেশ করা হবে।

মোটোরোলা বলেছে যে এই এয়ার চার্জার কাগজ, লেদার আর প্রতিদিনের অন‍্যান‍্য এরকম বাধার মাঝে সহজেই কাজ করবে। এই এয়ার সেন্সরে একটি বায়ো সেন্সর লাগানো আছে যা হিউম্যান বডিকে ডিট‍্যাক্ট করে নেয়। অর্থাৎ এয়ার চার্জ আর ফোনের মাঝে যদি মানব শরীর চলে আসে তাহলে চার্জিং বন্ধ হয়ে যায়।

1600 অ্যান্টেনা

মোটোরোলা এয়ার চার্জারে 1600 অ্যান্টেনা দেওয়া হয়েছে যা এয়ার চার্জিং কম্প‍্যাটিবল ডিভাইসকে স্ক‍্যান করে। এর সাথেই একটি কাস্টম প্রসেসর আর অ্যাল্গোরিথম থেকে হাওয়ার মাধ্যমে ফোনে স্টেবেল আর সুরক্ষিত চার্জিং প্রদান করা হয়। এটি পুরোপুরি ওয়ারলেস চার্জিং সিস্টেম। আপাতত এর থেকে মানুষের উপর কি প্রভাব পরবে সেই সম্পর্কে কোনো তথ্য উপলব্ধ নেই।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here