5জি সাপোর্টের সঙ্গে লঞ্চ হল মোটো জেড4, এতে আছে বিশ্বের প্রথম স্ন‍্যাপড্রাগন 8150 চিপসেট

লেনোভো অধিকৃত মোটোরোলা আগস্ট মাসে মোটো জেড সিরিজে মোটো জেড3 লঞ্চ করে। এই ফোনটি অত্যন্ত বিশেষ কারণ এতে কোম্পানি তাদের 5জি মোটো মোড পেশ করে। এই মোটো মোডের ব‍্যবহার করে ফোনে 5জি কানেক্টিভিটি পাওয়া যেতে পারে। মোটোরোলখর এই সিরিজেরই একটি নতুন ফোন মোটো জেড4 সম্পর্কে লিক বের হয়েছে যা থেকে জানা গেছে কোম্পানি মোটো জেড4 এর ওপর কাজ করছে এবং খুব তাড়াতাড়ি ফোনটি কোয়ালকমের আগামী চিপসেটের সঙ্গে লঞ্চ করা হবে।

রিয়েলমির সিইও করল ভুল, লঞ্চের আগেই বেরিয়ে গেল রিয়েলমি ইউ1 এর লুক

এক্সডিএ ডেভলপার্স তাদের রিপোর্টে মোটো জেড4 এর স্পেসিফিকেশন শেয়ার করেছে। রিপোর্টে মোটো জেড4 এর কোডনেম “ওডিন” বলা হয়েছে। লিকে বলা হয়েছে মোটো জেড4 স্ন‍্যাপড্রাগন 8150 চিপসেটযুক্ত হবে। কোয়ালকম এখনও পর্যন্ত এই চিপসেট লঞ্চ‌ই করেনি। অর্থাৎ মোটো জেড4 একদম নতুন চিপসেটের সঙ্গে লঞ্চ করা হবে।

লিক অনুযায়ী মোটো জেড4 এর ওপর আপাতত কাজ করা হচ্ছে এবং ফোনটির টেস্টিং চলছে। এই ফোনটিতে 4 জিবি র‍্যামের কথা বলা হয়েছে এবং এই ভেরিয়েন্টে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী মোটো জেড4 অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে লঞ্চ করা হবে। মোটো জেড4 মোটোরোলার 5জি মোটো মোড সাপোর্ট করবে। অর্থাৎ মোটো জেড4 এ 5জি স্পীডে ইন্টারনেট চালানো যাবে। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌ও দেওয়া হতে পারে।

“ও” শেপের নচের সঙ্গে লঞ্চ হবে স‍্যামসাং গ‍্যালাক্সি এ8এস, লিক হল ফোনটির ডিসপ্লে

মোটো জেড4 এর সবচেয়ে বড় বিশেষত্ব হবে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 8150 চিপসেট। এই চিপসেট 7 এন‌এম টেকনিকে তৈরি হবে। প্রসঙ্গত স্ন‍্যাপড্রাগন 8150 বিশ্বের প্রথম এই টেকনিকে তৈরি চিপসেট হবে। এই টেকনিক এই চিপসেটকে অত‍্যন্ত ফাস্ট ও শক্তিশালী প্রসেসিঙের যোগ্য বানায়। এই মুহূর্তে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 845 চিপসেট সবচেয়ে পাওয়ারফুল চিপসেট। স্ন‍্যাপড্রাগন 8150 চিপসেটকে এনটুটু বেঞ্চমার্ক ডেটাবেসে 3,62,292 পয়েন্টস দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here