Home খবর 4 জুলাই ভারতে লঞ্চ হবে Moto Razr 50 Ultra ফ্লিপ স্মার্টফোন, আমাজনে হবে সেল

4 জুলাই ভারতে লঞ্চ হবে Moto Razr 50 Ultra ফ্লিপ স্মার্টফোন, আমাজনে হবে সেল

25 জুন মোটোরোলা তাদের Moto S50 Neo, Razr 50 এবং Razr 50 Ultra স্মার্টফোনগুলি চীনের বাজারে লঞ্চ করেছিল। এবার কোম্পানি আপকামিং Razr 50 স্মার্টফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানিয়েছে। Lenovo ব্র্যান্ডের মালিক কোম্পানি মোটোরোলা আগামী 4 জুলাই ভারতে Razr 50 Ultra লঞ্চ করবে।এই সম্পর্কে আমাজন ইন্ডিয়া ওয়েবসাইটের একটি নির্দিষ্ট পেজের মাধ্যমে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আই আপকামিং Moto Razr 50 Ultra স্মার্টফোনের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।

আমাজনে লিস্টেড হল Moto Razr 50 Ultra

আমরা আগেই জানিয়েছি, Moto Razr 50 Ultra স্মার্টফোনের ল্যান্ডিং পেজ আমাজনে রয়েছে। এই ফোনটি তিনটি প্যানটোন-কিউরেটেড শেডে পাওয়া যাবে, এতে স্প্রিং গ্রিন, পীচ ফাজ এবং মিডনাইট ব্লু এর মতো তিনটি কালার অপশন রয়েছে। আমাজনে উপস্থিত ল্যান্ডিং পেজ অনুযায়ী এই Moto Razr 50 Ultra স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্প্রতি চীনে লঞ্চ হওয়া ফোনের মতোই লাগছে।

Moto Razr 50 Ultra এর স্পেসিফিকেশন (চীন)

Moto Razr 50 Ultra এর সম্ভাব্য দাম

Moto Razr 50 Ultra স্মার্টফোন চীনে 12GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 5,699 ইউয়ান অর্থাৎ প্রায় 65,470 টাকা রাখা হয়েছে। তবে 12GB RAM + 512GB স্টোরেজ অপশনের দাম 6,199 ইউয়ান অর্থাৎ প্রায় 71,220 টাকায় পেশ করা হয়েছিল। তাই এই ফোনটি ভারতীয় বাজারেও এই একই দামের কাছাকাছি পেশ করা হবে।