5000mAh ব‍্যাটারীর সঙ্গে লো বাজেট ক‍্যাটাগরিতে ভারতে আসছে Moto E7 Power, দাম হবে 10,000 টাকারও কম

মোটোরোলা গত সপ্তাহে টেক মার্কেটে তাদের ‘ই’ সিরিজে নতুন Moto E6i পেশ করেছিল। এছাড়া অনেক দিন ধরেই খবর পাওয়া যাচ্ছে কোম্পানি তাদের এই সিরিজে Moto E7 Power লঞ্চের কথা চিন্তাভাবনা করছে। কয়েক দিন আগে WinFuture এ Moto E7 Power এর ছবি শেয়ার করা হয় যেখান থেকে ফোনটির লুক ও ডিজাইন সম্পর্কে জানা গেছে। এবার টিপস্টার মুকুল শর্মা Moto E7 Power এর ভারতে লঞ্চ সম্পর্কে জানিয়েছেন।

আরও পড়ুন: Xiaomi ও Realme কে টক্কর দিতে এল Nokia 3.4 স্মার্টফোন, মাত্র 11,999 টাকা দামে হল লঞ্চ

ভারতে লঞ্চ হবে Moto E7 Power

টিপস্টারের কথা অনুযায়ী ভারতে খুব তাড়াতাড়ি Moto E7 Power পেশ করা হবে। এই ফোনে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী ও মিডিয়াটেক হেলিও জি25 চিপসেট দেওয়া হবে। তবে এখনও পর্যন্ত মুকুল শর্মা টুইটে Moto E7 Power এর লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানাননি। আশা করা হচ্ছে এই ফোনটি 10,000 টাকারও কম দামে লো বাজেট ক‍্যাটাগরিতে লঞ্চ করা হবে।

ডিজাইন

কয়েক দিন আগে দেখা Moto E7 Power এর ছবি অনুযায়ী এই ফোনটি ডিউড্রপ নচের সঙ্গে পেশ করা হবে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকে ভার্টিক‍্যাল শেপে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে এবং ব‍্যাক প‍্যানেলেই রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন থাকবে। এই ফোনটি Digital Blue ও Oxy Red কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

আরও পড়ুন: মার্চ মাসে ভারতে আসবে Redmi Note 10 সিরিজ, 10 তারিখ হতে পারে লঞ্চ

স্পেসিফিকেশন

WinFuture এর রিপোর্টে কিছু দিন আগে বলা হয় প্রসেসিঙের জন্য এই ফোনে মিডিয়াটেক হেলিও পি22 চিপসেট দেওয়া হবে। লিক অনুযায়ী Moto E7 Power ফোনটি 2 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি মেমরি এবং 3 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হবে।

ফোটোগ্রাফির জন্য Moto E7 Power এ ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে। এই সেট‌আপে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে প্রাইমারি সেন্সর হিসেবে 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে। এছাড়া এতে একটি 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স থাকবে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here