মোবাইল কিনতে চান? তাড়াতাড়ি করুন, দাম বাড়বে আগামী মাসে

টেলিকম ইন্ডাস্ট্রির পর এবার নড়েচড়ে বসতে চলেছে মোবাইল ইন্ডাস্ট্রি। আসলে জিএসটি দর বেড়ে যাওয়ায় মোবাইল ইন্ডাস্ট্রির ফেরবদল হ‌ওয়াটাই স্বাভাবিক। জিএসটি বেড়ে যাওয়ায় এবার গ্ৰাহকদের ফোন কেনার জন্য বেশি দাম দিতে হবে, এর ফলে মোবাইল ফোন নির্মাণকারী কোম্পানিগুলি ভারতে তাদের ব‍্যাবসায় ক্ষতিগ্রস্ত হ‌ওয়ার ভয় পাচ্ছে।

আরও পড়ুন: ইন্দোনেশিয়াতে লঞ্চ হল Vivo V19, জেনে নিন স্পেসিফিকেশন ও দাম

কেন বাড়বে দাম?

গুডস অ্যান্ড সার্ভিস ট‍্যাক্স (জিএসটি) কাউন্সিলের পক্ষ থেকে আয়োজিত গত 14 মার্চের বৈঠকে মোবাইল ফোনের দাম 12 শতাংশ থেকে বাড়িয়ে 18 শতাংশ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের এই নতুন সিদ্ধান্তে মোবাইল ইন্ডাস্ট্রিতে আলোড়নের সৃষ্টি হয়েছে। কোম্পানির সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞরাও জানিয়েছেন ইন্ডাস্ট্রিতে এই ঘটনার প্রভাব খুব বাজে ভাবে দেখা যাবে।

দুশ্চিন্তায় কোম্পানি

শাওমি ইন্ডিয়ার হেড মনু কুমার জৈন একটি টুইটের মাধ্যমে জানান জিএসটি বেড়ে যাওয়ায় খুব স্বাভাবিক ভাবেই সমস্ত স্মার্টফোন কোম্পানির ওপর ফোনের দাম বাড়ানোর একটি চাপ থাকবে। যার ফলে আগামী দিনে মোবাইল ইন্ডাস্ট্রির মেক ইন ইন্ডিয়া প্রোগ্ৰাম‌ও কমজোর হয়ে পড়তে পারে। এরপর আরেকটি টুইটে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি আবেদন করেন।

আরও পড়ুন: Exclusive: 44 MP ফ্রন্ট ক‍্যামেরা ও Helio P90 SoC এর সঙ্গে লঞ্চ হবে OPPO Reno 3 এর গ্লোবাল ভেরিয়েন্ট

শাওমি ছাড়া ভিভো ইন্ডিয়ার ডাইরেক্টর ব্র‍্যান্ড স্ট্র‍্যাটেজি নিপুণ মারিয়া অফিসিয়াল টুইটের মাধ্যমে জানিয়েছেন কোম্পানি নতুন ট‍্যাক্স স্ট্রাকচারের প্রভাব নিয়ে গবেষণা করছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তারা এবিষয়ে প্রতিক্রিয়া জানাবে।

চাপের মুখে ইন্ডাস্ট্রি

মোবাইল ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের মতে মোবাইল ফোনের দামে জিএসটি বাড়ানোর ফলে স্মার্টফোন মার্কেট ব‍্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং মোবাইল ফোনের দাম‌ও বাড়বে এক‌ই হারে। এর প্রভাব সরাসরি দেখা যাবে মোবাইল ক্রেতাদের ওপর। তার সত্ত্বেও ফোনের দাম বাধা হয়েই বাড়াতে হবে।

আরও পড়ুন: Exclusive: লিক হল Vivo V19 এর ইন্ডিয়ান পোস্টার, ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ হবে মার্কেটে

প্রভাবিত হবে গ্ৰাহকদের বাজেট

জিএসটি 12 শতাংশ থেকে বেড়ে 18 শতাংশ হয়ে যাওয়ায় মোবাইল ফোন কোম্পানিগুলির চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। আজ যেই ফোন গ্ৰাহকরা 10,000 টাকার বিনিময়ে কেনেন নতুন জিএসটি নিয়ম কার্যকর হলে সেই ফোনটিই আরও বেশি দামে কিনতে হবে। প্রসঙ্গত আগামী 1 এপ্রিল থেকে নতুন জিএসটি সক্রিয় হবে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।

করোনা ভাইরাসের প্রভাব

বর্তমানে গোটা বিশ্বের অন‍্যতম বড় সমস্যা করোনা ভাইরাসের প্রভাবে অন‍্যান‍্য ইন্ডাস্ট্রির মত মোবাইল ইন্ডাস্ট্রিকেও প্রভাবিত হতে হয়েছে। করোনার ফলে বিভিন্ন মোবাইল পার্টসের সাপ্লাই না থাকায় বর্তমানে ইন্ডাস্ট্রি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই ঘটনায় সবকটি কোম্পানিকেই ব‍্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে। প্রসঙ্গত ভারতে মোবাইল ফোন প্রস্ততের জন্য ব‍্যবহৃত 90 শতাংশ পার্টস চীন থেকে আনা হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here