মাইক্রোম্যাক্সের প্রথম অ্যান্ড্রয়েড গো ফোন “ভারত গো” হল লঞ্চ, মাত্র 2,399 টাকায় পাওয়া যাবে সুন্দর স্মার্টফোনটি

প্রায় দুই সপ্তাহ আগে একটি লিক সামনে আসে যা থেকে জানা যায় শীঘ্রই ভারতে মাইক্রোম্যাক্সের প্রথম অ্যান্ড্রয়েড গো স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। এখন মাইক্রোম্যাক্স ফোনটি প্রকাশ করেছে। ভারত গো নামের স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। এয়ারটেলের সঙ্গে হাত মিলিয়ে ফোনটি লঞ্চ করা হয়েছে, 2,399 টাকার এফেক্টিভ দামে ফোনটি পাওয়া যাবে।

মাইক্রোম্যাক্স ভারত গো অ্যান্ড্রয়েড অরিও (গো এডিশন)এ রান করে যা খুব কম স্পেসিফিকেশন সত্ত্বেও ফোনের প্রসেসিং স্মুথ, ফাস্ট এবং ল‍্যাক ফ্রি রাখে। মাইক্রোম্যাক্স ভারত গোর আসল দাম 4,399 টাকা, কিন্তু এয়ারটেল নাম্বারের সঙ্গে ফোনটি কিনলে 2,000 টাকা ক‍্যাশব‍্যাক পাওয়া যাবে। এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব ফোনের অ্যান্ড্রয়েড গো ভার্সন।

এই ফোনে 4.5 ইঞ্চির এফডব্লিউবিজিএ এলসিডি ডিসপ্লে আছে, যা 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্টেড। মাইক্রোম্যাক্স ভারত গোতে 1 জিবি র‍্যামের সঙ্গে 8 জিবি ইন্টারনাল মেমরি আছে। ফোনটি কোয়াডকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক চিপসেটে রান করে। ফোনের বাঁদিকের প‍্যানেলে “স্মার্ট কী” দেওয়া আছে যা অ্যাডভান্স অ্যাকসেসের ফিচার আছে। টুইট অনুসারে এতে ওটিজি সাপোর্টের সঙ্গে 2,000 ব‍্যাটারী আছে।

মাইক্রোম্যাক্স ভারত গো একটি ডুয়েল সিম ফোন যা ভোলটিই সাপোর্ট করে। এই ফোনে জিমেইল গো, গুগল ম‍্যাপ গো, ফাইলস গো, গুগল ক্রোম, ইউটিউব গো, গুগল অ্যাসিসট‍্যান্ট গো, প্লে স্টোর ও জিবোর্ডের মত টুলস প্রিলোডেড আছে। গুগল অ্যাপগুলির গো ভার্সন যেমন ডেটা খরচ কমায় তেমন ফোন ফাস্ট রাখে। মাইক্রোম্যাক্স ভারত গো ফোনটি এয়ারটেল নাম্বারের সঙ্গে কিনলে 2,399 টাকা দিতে হবে, অন্য নেটওয়ার্ক ব‍্যবহারকারীদের 4,399 টাকা দিয়ে কিনতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here