পার্সোনাল এআই অ্যাসিসটেন্ট আর অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিসটেন্ট সিস্টেমের সাথে ভারতে লঞ্চ হলো MG Astor

MG Motors ভারতে নতুন মিড সাইজ SUV Astor লঞ্চ করেছে। MG Motor এর Astor SUV কে পার্সোনাল AI অ্যাসিসটেন্ট আর ফার্স্ট ইন সেগমেন্ট অটোনোমাস (লেভেল 2) টেকনোলজির সাথে পেশ করেছে। Astor এস‌ইউবি MG এর ইলেকট্রিক এস‌ইউবি MG ZS এর পেট্রোল ভার্সন। সাইজের কথা বললে Astor কোম্পানির ভারতে প্রথম গাড়ি Hector এর থেকে একটু ছোট, যার মধ্যে কোম্পানি নিজের ইভির থেকে বেশি ফিচার দিয়েছে।

MG Astor এর লুক

MG Astor এ কোম্পানি বোল্ড স্টাইলিং এর বহু ফিচার দিয়েছে। এই SUV তে আপনি বোল্ড ক্রিস্টাল গ্রিল দেখতে পাবেন। এর সাথেই LED হেডল‍্যাম্পে 9 ক্রিস্টাল ডায়মন্ড এলিমেন্ট দেওয়া হয়েছে তাই এটি আরো বোল্ড দেখায়। ইন্টিরিয়ারের কথা বললে এটি সফ্ট টাচ আর প্রিমিয়াম ম‍্যাটেরিয়ালের সাথে আসে।

দুটি ইঞ্জিন অপশন

MG Astor কে কোম্পানি দুটি ইঞ্জিন অপশনের সাথে পেশ করেছে। সবার আগে কথা বলি Brit Dynamic 220 TURBO পেট্রোল ইঞ্জিনের যা 6-স্পীড AT ডেলিভারিং এর সাথে আসে যা 220Nm এর টর্ক আর 140ps এর পাওয়ার জেনেরেট করে। আবার অন‍্যটি VTi Tech পেট্রোল ইঞ্জিন যা ম‍্যানুয়াল ট্রান্সমিশন আর 8-স্পীড CVT ইঞ্জিন, যা 144Nm এর টর্ক আর 110ps পাওয়ার জেনেরেট করে। আপাতত কোম্পানি Astor এর ডিজেল ইঞ্জিন ভেরিয়েন্ট লঞ্চ করেনি।

ফিউচারিস্টিক টেকনোলজি

MG Astor কে কোম্পানি তিনটি ইন্টিরিয়ার কালার থিম ― রেড অ্যান্ড ব্ল‍্যাক, বিজ আর ব্ল‍্যাক এবং অল ব্ল‍্যাকের সাথে পেশ করেছে। এর সাথেই ড্রাইভার সিট 6-ওয়ে পাওয়ার অ্যাডজাস্ট ফিচারের সাথে আসে। MG Astor শোরুমে 19 সেপ্টেম্বর থেকে উপলব্ধ হবে এর বুকিং‌ও শুরু হয়ে যাবে। MG Motor ইন্ডিয়ার প্রেসিডেন্ট রাজীব লাম্বা বলেছেন যে “আমরা আমাদের এস‌ইউবির সাথে ভারতীয় কার মার্কেটে ইন্ডাস্ট্রিতে ফার্স্ট এমন বহু ফিচার পেশ করেছি।” MG Astor কে পার্সোনাল AI অ্যাসিসটেন্ট আর অটোনোমাস (লেভেল 2) এর সাথে পেশ করা হয়েছে। এই এস‌ইউবিকে অসাধারণ এক্সটিরিয়ার, লাগ্জারি ইন্টিরিয়ার আর ফিউচারিস্টিক টেকনোলজির সাথে পেশ করা হয়েছে।

লেভেল 2 অটোনোমাস ড্রাইভিং ফিচার

প‍্যারালিম্পিক অ্যাথলিট দীপা মালিক MG Astor এর পার্সোনাল অ্যাসিসটেন্টে নিজের আওয়াজ দিয়েছে। Astor এ দেওয়া এআই টেকনোলজিকে MG এর Car-as-a-Platform (CAAP) এ ডেভেলপ করা হয়েছে। এর সাথেই MG ADAS (অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিসটেন্ট সিস্টেম) এর জন্য B9SCH এর সাথে পার্টনারশিপ করেছে। MG Astor এ দেওয়া AI টেকনোলজি, 6টি রেডার আর 5টি ক‍্যামেরা সিস্টেম এতে অ্যাডভান্স অটোনোমাস লেভেল 2 ড্রাইভিং এক্সপেরিয়েন্স অফার করে। এর সাথেই গাড়িতে বহু সেফটি আর কন্সার্ট ফিচার আছে যার মধ্যে 6টি এয়ারব‍্যাগ, ইলেকট্রিক পার্কিং ব্রেক, হিটেড ORVM, রেইন-সেনসিং ওয়াইপার, PM 2.5 filter, প‍্যানোরমিক স্কাই রুফ, রেয়ার এসি ভেন্ট এবং ফ্রন্ট আর রেয়ার আর্ম রেস্ট আছে।

MG Astor এ 10.1-ইঞ্চির টাচস্ক্রিন ইন্ফোটেনমেন্ট সিস্টেম দেওয়া আছে, যা Apple Carplay আর Android Auto কানেক্টিভিটি সাপোর্ট করে। এর সাথেই এতে মিউজিক আর ভিডিও স্ট্রিমিঙের জন্য JioSaavn অ্যাপ দেওয়া আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here