5 ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল এলজি ভি40 থিঙ্ক, এর স্পীড আইফোনের সঙ্গে টক্কর দিতে সক্ষম

দীর্ঘ প্রতিক্ষার পর এলজি ভি সিরিজের ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন ভি40 থিঙ্ক অফিসিয়ালি লঞ্চ করে দিল। এলজি নিউইয়র্কে অনুষ্ঠিত একটি ইভেন্টের মাধ্যমে ভি40 থিঙ্ক টেক জগতের সামনে পেশ করে দিয়েছে। এলজি আগেই জানিয়ে দিয়েছিল ভি40 থিঙ্ক শুধুমাত্র এলজি কোম্পানির নয় বরং সমগ্র টেক জগতের জন্য একটি বিশেষ ফোন হতে চলেছে। এলজি তাদের এই ফোনে পাঁচটি ক‍্যামেরা সেন্সর যোগ করেছে যার মধ্যে ব‍্যাক প‍্যানেলে তিনটি ও ফ্রন্ট প‍্যানেলে দুটি সেন্সর দেওয়া হয়েছে।

এলজি ভি40 থিঙ্কের সবচেয়ে বড় বিশেষত্ব এর ক‍্যামেরা সেগমেন্ট। এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও ডুয়েল ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এফ/1.5 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর, এফ/1.9 অ্যাপার্চারের 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স আছে। এক‌ই ভাবে ফোনের ফ্রন্ট প‍্যানেলে 8 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে যা এফ/1.9 ও এফ/2.2 অ্যাপার্চারযুক্ত। এলজি ভি40 থিঙ্কের ক‍্যামেরা সেট‌‌আপ এআই টেকনিকযুক্ত এবং এতে আকর্ষণীয় ফিল্টার ও মোড আছে।

এলজি ভি40 থিঙ্কের ফিচার সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় এই ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এতে 3120 × 1440 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.4 ইঞ্চির কিউএইচডি+ ওএল‌ইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি এলজি ইউআইএর সঙ্গে অ্যান্ড্রয়েড 8.1 অরিওসহ পেশ করা হয়েছে এবং এটি কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 845 চিপসেটে রান করে।

কোম্পানি এই ফোনে 6 জিবি র‍্যাম যোগ করেছে। এই ফোনটি 64 জিবি ও 128 জিবির দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এলজি ভি40 থিঙ্কের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে এতে ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে। এই ফোনটি আইপি68 রেটেড অর্থাৎ জল ও ধূলো ফোনটির কোনো ক্ষতি করতে পারবে না। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে 3300 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে।

এলজি ভি40 থিঙ্ক নিউইয়র্কে ব্ল‍্যাক, গ্ৰে, ব্লু ও রেড কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এলজি তাদের এই বিশেষ ফোনটির গ্লোবাল দাম 900 ইউএস ডলার নির্ধারণ করেছে যার ভারতীয় দখম প্রায় 73,000 টাকা। ইউএসে আগামী 18ই অক্টোবর থেকে ফোনটির সেল শুরু হয়ে যাবে। তবে ফোনটির ভারতে লঞ্চ সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে কিছু বলা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here