এলজি কিউ60, কে50 ও কে40 এর ওপর থেকে সরল পর্দা, এমডব্লিউসি 2019 এর মঞ্চে হবে লঞ্চ

এলজি আগেই ঘোষণা করেছিল এবছর বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2019 এর মঞ্চে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করবে। কোম্পানি এই ইভেন্টে কিউ60, কে50 ও কে40 লঞ্চ করবে। কোম্পানি এখনও পর্যন্ত এই ডিভাইসের সেল ও দাম সম্পর্কে কিছু জানায়নি।

এক্সক্লুসিভ : স‍্যামসাং গ‍্যালাক্সি এ20 এর ব‍্যাক প‍্যানেল হল লিক, এতে থাকবে ডুয়েল ক‍্যামেরা

কোম্পানি জানিয়েছে এলজি কিউ60, এলজি কে50 ও এলজি কে40 ফোন তিনটি এআই ক‍্যাম ফিচারযুক্ত হবে। এছাড়া গুগল অ্যাসিসট‍্যান্ট অ্যাক্টিভ করার জন্য এতে আলাদা বাটন দেওয়া হবে। কোম্পানি এমডব্লিউসি 2019 এর মঞ্চে এলজি জি8 থিঙ্ক ও ভি50 থিঙ্ক 5জি ফোনদুটিও লঞ্চ করবে।

এলজি কিউ60
এলজি কিউ60 তে 6.26 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে আছে। এছাড়া এই ফোনে অক্টাকোর প্রসেসরের সঙ্গে 3 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি দেওয়া হয়েছে। এই ফোনে মাইক্রোএসডি কার্ড ব‍্যবহার করে মেমরি 2 টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোটোগ্ৰাফির জন্য ফোনের ব‍্যাক প‍্যানেলে তিনটি ক‍্যামেরা আছে। এর মধ্যে একটি 16 মেগাপিক্সেলের সেন্সর যা পিডিএএফযুক্ত। এর সঙ্গে 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও 5 মেগাপিক্সেলের সুপার ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর আছে। এতে সেলফির জন্য 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

48 এমপি ট্রিপল রেয়ার ক‍্যামেরা, 32 এমপি পপ-আপ সেলফি ক‍্যামেরা, 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরির সঙ্গে লঞ্চ হল ভিভো ভি15 প্রো

এলজি কে50
এলজি কে50 তে 6.26 ইঞ্চির এইচডি+ ফুল ভিশন ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়া এতে 2 গিডাহার্টস অক্টাকোর প্রসেসর ও 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ফোটোগ্ৰাফির জন্য কে50 তে ডুয়েল রেয়ার ক‍্যামেরা আছে। এতে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। সেলফির জন্য এতে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,500 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

এলজি কে40
এলজি কে40 তে 5.7 ইঞ্চির এইচডি+ ফুল ভিশন ডিসপ্লে দেওয়া হয়েছে। 2 গিডাহার্টস অক্টাকোর প্রসেসরের সঙ্গে এতে 2 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি আছে।
ফোনের ব‍্যাক প‍্যানেলে ফেস ডিটেকশন ও অটো ফোকাসযুক্ত 16 মেগাপিক্সেলের ক‍্যামেরা আছে। এতে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। এই ফোনে 3,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here