LG লঞ্চ করল তিনটি নতুন ফোন, সবকটিতেই আছে 4,000 এম‌এএইচ ব‍্যাটারী, পাঞ্চ হোল ডিসপ্লে ও কোয়াড রেয়ার ক‍্যামেরা

টেক কোম্পানি LG আজ আন্তর্জাতিক মঞ্চে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়িয়ে একসঙ্গে তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে LG K61, LG K51S এবং LG K41S স্মার্টফোন মার্কেটে আনা হয়েছে। এই তিনটি ফোন‌ই পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে MIL-STD-810G সার্টিফাইড কোয়াড রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। এই ফোন তিনটি বিভিন্ন মার্কেটে আলাদা আলাদা চিপসেটের সঙ্গে পেশ করা হবে। ভারতীয় মার্কেটে LG এর এই ফোন তিনটি কবে লঞ্চ হবে সেবিষয়ে এখনই সঠিকভাবে কিছু বলা সম্ভব নয় কিন্তু নিশ্চিতভাবে বলা যায় এই ফোনগুলি মিড বাজেট ক‍্যাটাগরিতে পেশ করা হবে।

আরও পড়ুন: জেনে নিন Samsung Galaxy S20, Galaxy S20+ এবং Galaxy S20 Ultra এর প্রিবুকিঙের দাম, পাওয়া যাবে দারুণ অফার

LG K61 

LG K61 ফোনটি কোম্পানির পক্ষ থেকে 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 6.5 ইঞ্চির ফুল এইচডি+ ফুল ভিশন পাঞ্চ হোল ডিসপ্লেযুক্ত। এই ফোনটি 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোটোগ্ৰাফির জন্য LG K61 এর ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে।

LG K61 এর ফ্রন্ট প‍্যানেলে 16 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা আছে। প্রসেসিঙের জন্য এতে 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। LG K61 একটি ডুয়েল সিম ফোন যা 4জি এলটিই সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। কোম্পানির পক্ষ থেকে LG K61 ফোনটি টাইটেনিয়াম, হোয়াইট ও ব্লু কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

আরও পড়ুন: 15,999 টাকা দামে লঞ্চ হবে 6 জিবি র‍্যাম, 6,000 এম‌এএইচ ব‍্যাটারী ও 64 মেগাপিক্সেল কোয়াড ক‍্যামেরাযুক্ত Samsung Galaxy M31

LG K51S

কোম্পানি তাদের LG K51S ফোনটি 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.5 ইঞ্চির ফুল ভিশন এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 3 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 2 টিবি পর্যন্ত বাড়ানো যায়। এই ফোনটি 2.3 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসরের সঙ্গে রান করে।

ফোটোগ্ৰাফির জন্য LG K51S এও কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে এবং এতে 32 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক‍্যামেরা সেন্সর, 5 মেগাপিক্সেলের সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে 13 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা সেন্সর আছে। LG K51S এর ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। এই ফোনটি টাইটেনিয়াম, পিঙ্ক ও ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আরও পড়ুন: লঞ্চের আগেই দেখে নিন OPPO Reno 3 Pro এর বিশেষত্ব, ডুয়েল সেলফি ক‍্যামেরার সঙ্গে জেনে নিন ফোনটির ফুল স্পেসিফিকেশন

LG K41S

LG K41S ফোনটিও 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.5 ইঞ্চির ফুল ভিশন এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে পেশ করেছে। LG এর এই ফোনটি 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরিযুক্ত। এই ফোনেও মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে মেমরি 2 টিবি পর্যন্ত বাড়ানো যায়। এই ফোনটি 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরে রান করে।

ফোটোগ্ৰাফির জন্য LG K41S এও কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেলের সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। সেলফির জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। LG K41S এর ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। কোম্পানি এই ফোনটি টাইটেনিয়াম, হোয়াইট ও ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে পেশ করেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here