Home খবর লেনোভো আনছে 20 এমপি ও 12 এমপি ক‍্যামেরাওয়ালা ফোন, শাওমি মি8 এর জন্য কড়া প্রতিযোগিতা

লেনোভো আনছে 20 এমপি ও 12 এমপি ক‍্যামেরাওয়ালা ফোন, শাওমি মি8 এর জন্য কড়া প্রতিযোগিতা

প্রায় এক বছর পর আবার লেনোভো বাজারে তার প্রতিপত্তি ফলানোর জন্য তৈরি। কয়েক মাস আগে চীনে কোম্পানি লেনোভো জেড5 ও লেনোভো এস5 লঞ্চ করেছে। ভারতে আগামীকাল কোম্পানি দুটি ফোন লঞ্চের জন্য প্রস্তুত। এর সঙ্গেই কোম্পানি আগামী 18ই অক্টোবর চীনে আরও একটি নতুন মডেল লঞ্চের জন্য তৈরি। কোম্পানি লেনোভো এস5 প্রো লঞ্চ করতে চলেছে এবং ফোনটি সম্পর্কে কিছু তথ‍্য‌ও সামনে এসেছে।

আজ লেনোভো এস5 প্রোর একটি পোস্টার লিক করা হয়েছে যেখানে কোম্পানি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এতে 20 মেগাপিক্সেল ও 12 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌‌আপ থাকবে। কোম্পানি আরও জানিয়েছে ফোনটি উন্নত কোয়ালিটির ফোটো তুলতে সক্ষম। এছাড়া রাতের অন্ধকারেও ফোনটি পরিস্কার ফোটো তুলতে সক্ষম। ফোনটির সম্পর্কে অন‍্য‍ কোনো স্পেসিফিকেশন এখনও বলা হয়নি তবে পোস্টারে ফোনটি ব্লু কালারের দেখানো হয়েছে। ক‍্যামেরার সঙ্গে ফ্ল‍্যাশ দেওয়া হয়েছে এবং সাইডে পাওয়ার বাটন ও ভলিউম রকার বাটন আছে।

এখনও পর্যন্ত ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে লিক থেকে জানা গেছে যে ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 চিপসেটে রান করবে এবং এতে 1.8 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর দেখা যেতে পারে। কোম্পানি ফোনটিকে 3 জিবি + 64 জিবি, 4 জিবি + 64 জিবি ও 6 জিবি + 128 জিবি মেমরি ভেরিয়েন্টে পেশ করবে। এতে মেমরি কার্ড সাপোর্ট করবে।

জানা গেছে লেনোভো এস5 প্রোতে 19:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.18 ইঞ্চির নচ ডিজাইন‌ওয়ালা স্ক্রিন দেখা যেতে পারে। কোম্পানি ফোনটি ফুল এইচডি+ স্ক্রিন রেজলিউশনের সঙ্গে পেশ করতে পারে। এতে 8 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা ও 3,500 এম‌এএইচ ব‍্যাটারী দেখা যেতে পারে।

কিছু দিন আগে ফোনটি চীনের সার্টিফিকেশন সাইট টেনাতে লিস্টেড হতে দেখা গেছে যেখানে ফোনটির 5টি আলাদা কালার ভেরিয়েন্ট দেখানো হয়। আশা করা হচ্ছে ফোনটি এই 5টি কালার ভেরিয়েন্টেই সেল করা হবে। তবে এখনও পর্যন্ত ফোনটি ভারতে লঞ্চ সম্পর্কে কিছু বলা হয়নি।