4 জিবি র‍্যাম, 4,050 এম‌এএইচ ব‍্যাটারী ও ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে 10,999 টাকা দামে লঞ্চ হল Lenovo K10 Plus 

Lenovo গত সপ্তাহে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে জানিয়েছিল যে কোম্পানি ভারতে তাদের “কে সিরিজ” এর নতুন স্মার্টফোন পেশ করতে চলেছে। কোম্পানি এই ফোনের নাম Lenovo K10 Plus বলেছিল যা শুধুমাত্র অনলাইন প্ল‍্যাটফর্মে বেচা হবে। এবার কোম্পানির পক্ষ থেকে Lenovo K10 Plus ফোনটি অফিসিয়ালি ভারতীয় মার্কেটে পেশ করে দিয়েছে। এই স্মার্টফোনটি 10,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে যা আগামী 30 সেপ্টেম্বর থেকে সেল করা হবে। 

4G ডাউনলোড স্পীডে আবারও Jio সবচেয়ে এগিয়ে, পিছিয়ে নেই Vodafone ও

ডিজাইন

Lenovo K10 Plus ফোনটি কোম্পানির পক্ষ থেকে বেজল লেস ডিসপ্লের সঙ্গে তৈরি করা হয়েছে যা “ইউ” শেপের ওয়াটারড্রপ নচের সঙ্গে পেশ করা হয়েছে। ডিসপ্লের দুই দিক বেজল লেস রাখা হলেও নিচের দিকে একটু চ‌ওড়া চিন পার্ট দেওয়া হয়েছে। Lenovo K10 Plus এর ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে যা ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে অবস্থিত। ক‍্যামেরা সেট‌আপের ঠিক নিচে ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে এবং ব‍্যাক প‍্যানেলে মাঝ বরাবর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে। 

স্পেসিফিকেশন

Lenovo K10 Plus ফোনটি 19:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 6.22 ইঞ্চির এইচডি+ ডিসপ্লেযুক্ত। কোম্পানি এই ডিসপ্লেকে ডট নচ ডিসপ্লে নাম দিয়েছে। Lenovo K10 Plus অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে 14 এন‌এম টেকনিকে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 632 চিপসেটে রান করে। গ্ৰাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 506 জিপিইউ দেওয়া হয়েছে। 

লঞ্চের আগেই জানা গেল ডুয়েল পপ-আপ সেলফি ক‍্যামেরাযুক্ত Vivo V17 Pro এর দাম, ভারতে লঞ্চ হবে 20 সেপ্টেম্বর

Lenovo K10 Plus ফোনটি কোম্পানির পক্ষ থেকে 4 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং এতে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যায়। ফোটোগ্ৰাফির জন্য Lenovo K10 Plus এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে যার সঙ্গে 8 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও 5 মেগাপিক্সেলের 120 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে। সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। 

Lenovo K10 Plus ফোনটি একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4জি সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং এতে ফেস আনলক ফিচার‌ও দেওয়া হয়েছে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Lenovo K10 Plus এ 4,050 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে যা কুইক চার্জ টেকনিকসাপোর্ট করে। Lenovo K10 Plus ফোনটি আগামী 30 সেপ্টেম্বর থেকে ফ্লিপকার্টে 10,999 টাকা দামে সেল করা হবে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here