মাত্র 7,999 টাকা দামে লঞ্চ হলো 3 জিবি র‍্যাম, 3500 এম‌এএইচ ব‍্যাটারী ও ডুয়েল রেয়ার ক‍্যামেরাওয়ালা Lava Z93

টেক কোম্পানি Lava গতকাল ভারতে তাদের “Z” সিরিজেফোনের সংখ্যা বাড়িয়ে নতুন স্মার্টফোন Lava Z93 লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এর আগে জুন মাসে Lava Z62 স্মার্টফোন ভারতে লঞ্চ করা হয়েছিল যা 6,060 টাকা দামে সেল করা হয়। Lava Z93 ফোনটি কোম্পানি 7,999 টাকা দামে লঞ্চ করেছে। এই ফোনটি অনলাইন শপিং সাইটের সঙ্গে সঙ্গে অফলাইন রিটেইল স্টোরেও বেচা হবে যেখান থেকে ফোনটি চারকোল ব্লু ও রয়াল ব্লু কালার ভেরিয়েন্টে কেনা যাবে।

ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও 4,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে পেশ করা হলো LG K50s, সঙ্গে এলো LG K40s

ডিজাইন
কোম্পানি তাদের Lava Z93 ফোনটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে পেশ করেছে। ফোনটির ডিসপ্লের ওপর ছোট “ভি” শেপের নচ দেওয়া হয়েছে। ফোনের ফ্রন্ট প‍্যানেলের তিনদিক বেজল লেস হলেও নিচের দিকে একটু চ‌ওড়া চিন পার্ট দেওয়া হয়েছে। Lava Z93 এর ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে যা ফোনের ওপরের বাঁদিক ঘেঁষে ভার্টিক‍্যাল শেপে অবস্থিত। এই ক‍্যামেরা সেট‌আপের ঠিক নিচে ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে। Lava Z93 এর ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং একটু নিচে বাঁদিকে স্পীকার দেওয়া হয়েছে। ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে। এছাড়া Lava Z93 এর নিচের প‍্যানেলে ইউএসবি পোর্ট ও 3.5 এম‌এম অডিও জ‍্যাক আছে।

স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে Lava Z93 ফোনটি 19:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 6.22 ইঞ্চির ডিউড্রপ নচযুক্ত। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি22 চিপসেটে রান করে। কোম্পানি Lava Z93 ফোনটি 3 জিবি র‍্যামের সঙ্গে পেশ করেছে যা 32 জিবি মেমরি সাপোর্ট করে।

BSNL পেশ করলো নতুন প্রিপেইড প্ল‍্যান, 50 টাকারও কম দামের এই প্ল‍্যানে পাওয়া যাবে 180 দিনের ভ‍্যালিডিটি

ফোটোগ্ৰাফির জন্য Lava Z93 তে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। Lava Z93 একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4জি এলটিই সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে সঙ্গে ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Lava Z93 তে 10 ওয়াট ফাস্ট চার্জিংযুক্ত 3,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

Lava Z93 এর লঞ্চ উপলক্ষে Lava International এর Head Product Tejinder Singh বলেছেন, “কোম্পানি তাদের Lava Z93 ফোনটি সেইসব ইউজারদের কথা মাথায় রেখে বানিয়েছে যারা ফোনে গেম খেলতে ভালোবাসেন। এই ফোনে ইউজার কোনো অসুবিধা ছাড়া এবং ল‍্যাগ ফ্রি ভাবে যে কোনো গেম খেলতে পারবে। এর জন্য কোম্পানি Lava Z93 ফোনটির জন্য Gameloft এর সঙ্গে হাত মিলিয়েছে যাতে ইউজার মর্ডান কমব‍্যাট ও অ্যাসফাল্টের মতো গেম উপভোগ করতে পারেন।”

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here