Jio Vs Airtel : 24 দিনের ভ্যালিডিটি সহ কোন রিচার্জ প্ল্যানটি বেশি ভালো Jio নাকি Airtel! 

Reliance Jio এবং Airtel উভয়েরই এমন অনেকগুলি রিচার্জ প্ল্যান রয়েছে, যেখানে উপলব্ধ সুবিধাগুলি প্রায় একই। দেশের বেশিরভাগ টেলিকম গ্রাহক কম খরচে বেশি সুবিধা সহ প্ল্যান রিচার্জ করতে পছন্দ করেন। কিন্তু অনেকে এমনও আছেন যারা শুধুমাত্র ইনকামিং কলের জন্য রিচার্জ করে থাকেন, যাতে তাদের নম্বর এক্টিভ থাকে। Jio এবং Airtel উভয় কোম্পানি 24 দিনের ভ্যালিডিটি যুক্ত একটি প্ল্যান অফার করে। আজকের এই পোস্টে আপনাদের Airtel এবং Jio এর এই 24 দিনের ভ্যালিডিটি যুক্ত প্ল্যানটির সম্পর্কে বিস্তারিত জানানো হল।  আরও পড়ুন: 16GB RAM মেমরিতে লঞ্চ হল OPPO Reno 9 Pro এবং Reno 9 Pro+ স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

Airtel বনাম Jio 24 দিনের রিচার্জ প্ল্যান

এই পোস্টে আমি আপনাদের যেই প্ল্যানগুলির কথা বলছি সেগুলির মধ্যে রয়েছে Airtel এর 155 টাকার প্ল্যান এবং Jio এর 179 টাকার প্ল্যান। এই দুটি রিচার্জেই কলিং, ডেটা এবং SMS এর সুবিধাগুলি প্রায় একই।

Airtel এর 155 টাকার রিচার্জ প্ল্যান

সম্প্রতি Airtel তাদের 155 টাকার রিচার্জ প্ল্যান চালু করেছে যা 24 দিনের ভ্যালিডিটির সাথে আসে।Airtel এর 155 টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকদের মোট 300টি SMS সহ 1 GB 4G ডেটা দেওয়া হয়। আরও পড়ুন: আজ থেকে এই OTT প্ল্যাটফর্মে স্ট্রিম হবে Kantara, জেনে নিন ডিটেইলস

অন্যদিকে ভয়েস কলিংয়ের কথা বললে এই প্ল্যানে গ্রাহকদের আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেওয়া হচ্ছে। অর্থাৎ, এই প্ল্যানে প্রিপেইড ইউজারদের ফ্রি কলিং দেওয়া হয়, যা পুরো মাস ব্যবহার করা যাবে। এর সাথে এয়ারটেলের এই প্ল্যানে ফ্রি হ্যালোটিউনস এবং ফ্রি উইঙ্ক মিউজিক সাবস্ক্রিপশনও দেওয়া হচ্ছে।

Jio এর 179 টাকার রিচার্জ প্ল্যান

Jio এর 179 টাকার প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি 24 দিন। এই প্রিপেড প্ল্যানে প্রতিদিন 1 GB ডেটা দেওয়া হয়। অর্থাৎ এই প্ল্যানে মোট 24 GB ডেটা পাওয়া যাবে। ডেটা শেষ হওয়ার পর স্পিড কমে যায় 64 Kbps এ নেমে আসে। আরও পড়ুন: 20GB RAM এর সঙ্গে লঞ্চ হল নতুন Vivo X90 Pro, চাপের মুখে OnePlus এবং Samsung

Reliance Jio-এর এই প্ল্যানে, আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা ছাড়াও, আপনি সমস্ত নেটওয়ার্কে ফ্রিতে লোকাল, STD এবং রোমিং কল করতে পারবেন। এই প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন 100টি SMS অফার করা হয়। শুধু তাই নয়, এই প্ল্যানে ইউজাররা JioTV, JioCinema, JioCloud এবং JioSecurity-এর ফ্রি সাবস্ক্রিপশন পাবেন।

নোট: এয়ারটেলের রিচার্জ প্ল্যানটি শুধুমাত্র দামের দিক থেকেই এগিয়ে রয়েছে। কিন্তু, যদি আমরা সুবিধার কথা বলি তাহলে ইউজাররা 24 দিনের ভ্যালিডিটির সাথে Jio-এর প্ল্যানে আরও বেশি ডেটা এবং SMS এর সুবিধা পাচ্ছেন। তাই Airtel এবং Jio এর 24 দিনের রিচার্জ প্ল্যানের সুবিধার দিক থেকে Jio অনেক এগিয়ে রয়েছে।  আরও পড়ুন: ভারতে 1 ডিসেম্বর লঞ্চ হতে চলেছে লো বাজেট Infinix Hot 20 5G সিরিজ 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here